ইংরেজিতে নালিশ পত্র বা বিচার পত্র বা অভিযোগ পত্র লেখার নিয়ম

ইংরেজিতে নালিশ পত্র বা বিচার পত্র বা অভিযোগ পত্র লেখার নিয়ম

ইংরেজিতে নালিশ পত্র বা বিচার পত্র বা অভিযোগ পত্র লেখার নিয়ম
এই পত্রটি খুবই ভদ্র সৌজনাপূর্ণ ভাবে উপস্থাপন করতে হয়। এই সকল পত্র সাধারণত সরকারী / বেসরকারি কর্মকর্তার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের সরকারী অফিসার/ বেসরকারি অফিসারকে নিকট পত্র লিখতে হয়। এই পত্র লিখার সময় আপনার অসুবিধা ও কষ্টের কথা উল্লেখ করে যুক্তিপূর্ণ ভাবে নালিশ করতে হয়। নালিশের কথা উল্লেখ করার পর ওই বিভাগের যোগ্যতার প্রশংসা করতে হবে। 

এই পত্রে আপনার অসুবিধা ও কষ্টের কথা উল্লেখ করে সরকারী অফিসার/ বেসরকারি অফিসারের প্রতি সম্মান প্রদান করুন :
1. It is with great pain that I wish to bring to your kind notice the ruthlessness shown by some employees of your office. 
2. I am distressed to even your attention to the following lapse committed by your assistant manager.

বিস্তারিতভাবে এখন আপনার কষ্ট ও অসুবিধার কথা উল্লেখ করুন :
3. For the last ten days ........... (mention the reason) and in spite of my repeated reminders no action has been taken by your assistant manager. 
4. In spite of my repeated verbal complaints and your department's verbal assurances no concrete steps taken yet to solve this issue. 
5. It is really regretting that your department has turned a deaf ear to our written comments and several reminders. has been plaint followed

এবার সংশ্লিষ্ট বিভাগের প্রশংসা করে আপনার দিকে নজর রাখার অনুরোধ করুন :
6. It is really surprising that such an efficient competent department like yours is not heeding my complaints.  Please Do the necessary work without any further loss of time. 
7. It is hard to believe that such a thing should have happened under your ability to control. Please get the needful required work at the earliest. 
8. I can hardly believe that a department like yours which is well known for its efficiency should be taking so much time in doing the required work. 

নালিশের বিচার শেষ করে কাজটি দ্রুত করার জন্য অনুরোধ করুন :
9. I hope that you will take prompt action quickly and oblige. 
10. I feel very confident about receiving a favorable and helpful reply. 

Dear Sir/mem,
                   It is with great regret that I wish to bring to your kind notice the callousness shown by the staff of your office. (1) For the last ten days, my phone has been switched off and in spite of several reminders, no action has been taken yet by your assistant manager. (3) it is really surprising that such a competent department as that yours is not heeding our complaints. Please get the necessary work without any further loss of time. (6) 

                                  I hope that you will take prompt action quickly and oblige. (9) 

 
yours faithfully.

Tags: ingregite-nalish-potro-ba-bichar-potro-ba-ovijog-potro-likhar-niyom
ইংরেজিতে নালিশ পত্র বা বিচার পত্র বা অভিযোগ পত্র লেখার নিয়ম 
অভিযোগ পত্র বৈশিষ্ট্য, অভিযোগ পত্রের উদ্দেশ্য, অভিযোগ পত্রের নমুনা, চেয়ারম্যান বরাবর অভিযোগ পত্র, অভিযোগ চিঠি ইংরেজি, অভিযোগ চিঠি ইংলিশ, অভিযোগ পত্র, নালিশ পত্র লেখার নিয়ম, বিচার পত্র লেখার নিয়ম, ইংরেজিতে নালিশ পত্র লেখার নিয়ম, নালিশ পত্র কিভাবে লিখতে হয়, বিচার পত্র কিভাবে লিখতে হয়, ইংরেজিতে বিচার পত্র, ইংরেজিতে নালিশ পত্র, nalish potro likhar niyom, bichar potro likhar niyom, কিভাবে কারোর নামে নালিশ করতে হয়, কিভাবে ইংরেজিতে বিচার চাইতে হয়, ইংরেজিতে বিচার পত্র লিখন, ইংরেজিতে নালিশ পত্র লিখন, বিচার পত্র, নালিশ পত্র, ইংরেজিতে পত্র লেখার নিয়ম, ইংরেজিতে পত্র লেখার শিক্ষা, rules for writing complaint letter in english, complaint letter in bangla english, নালিশ পত্র in english, বিচার পত্র in english, অভিযোগ চিঠি, ovijog potro
আমাদের অনেক সময় কারোর বিরুদ্ধে নালিশ করার জন্য নালিশ পত্র বা বিচার পত্র বা অভিযোগ পত্র লিখার প্রয়োজন পরে এবং তা যদি ইংরেজি ভাষায় লিখা হয় তাহলে তা স্মার্টনেস পত্রে প্রকাশ পাই।