জাভা প্রোগ্রামের কিছু প্রজেক্ট আইডিয়া easy java projects ideas for beginner intermediate pro

জাভা প্রোগ্রামের কিছু প্রজেক্ট আইডিয়া easy java projects ideas for beginner intermediate pro

বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রাম হলো জাভা। এর প্রধান কারণ হলো এটির আউটপুট খুব দ্রুত কাজ করে এবং সবচেয়ে বেশি নিরাপত্তা দেয়। আলাদা আলাদা ক্লাস থাকায় এটি বাহির থেকে এক্সেস পাওয়া যায় না। তাই যেকোনো ব্যাংকিং সিস্টেম নিরাপত্তার জন্য জাভা প্রোগ্রাম ব্যবহার করা হয়। আপনি যদি জাভা প্রোগ্রামমার হয়ে থাকেন এবং প্র্যাক্টিস এর জন্য কি প্রজেক্ট দিয়ে শুরু করবেন ভাবছেন তাহলে নিম্নের  আইডিয়া গুলো দেখতে পারেন। আশা করি আপনার উপকার হবে। 

বিগেনারদের জন্য :
যারা মাত্র কোনো জাভার বেসিক কোর্স শেষ করেছেন তাদের জন্য :-

ক্যালকুলেটর- জাভা দিয়ে ক্যালকুলেটর তৈরির মাধ্যমে যোগ, বিয়োগ, গুন, ভাগ এবং অন্যানো সায়েন্টিফিক কার্যকলাপ তৈরী করতে যে লজিকের প্রয়োজন তা  বিগেনারদের জন্য খুবই গুরুপূর্ণ। আপনি যখন একএক টা পারফর্ম করবেন সে সময় ইফ এলস এর কন্ডিশন ব্যবহার করে করে যখন সলভ করবেন তখন আপনি জাভার এটিএম মেশিন তৈরী করার লজিক আপনার আয়ত্তে চলে আসবে। যদি আপনি ব্যাংকের চাকরি করতে যান তাহলে সেখানে ইন্টারভিউয়ের সময় আপনাকে জাভা দিয়ে ক্যালকুলেটর তৈরি করতে বলতে পারে।   

বন্ধুর মনের ভিতর নাম্বারকে খুঁজে বের করা -
এটি তৈরী করা খুবই সহজ। প্রথমে আপনি আপনার বন্ধুকে বলবেন আমি মনে মনে ১ থেকে ১০০ পর্যন্ত এর ভিতর একটি নাম্বার ধরেছি তুমি ধারণা করো নাম্বারটি কোনটি একই ভাবে আপনার বন্ধুও আপনাকে একই কাজটি করতে বলবে, যে সবচেয়ে কম বারে বলতে পারবে সেই জয়ী হবে। প্রোগ্রামটি হবে এরূপ নিয়মে ধরুন আপনি মনে মনে ৭ সংখ্যাটি ধরেছেন। আপনার বন্ধু ১ থেকে ১০০ এর ভিতর বলেছে ৫০। আপনি তাকে বলবেন হয়নি এর থেকে কম। পরে সে যদি বলে ২০ তাহলে হয়নি এর থেকেও কম পরে যদি বলে ১০ তখন আপনি বলবেন হয়নি এরথেকেও কম তখন যদি সে বলে ৫ তখন আপনি বলবেন হয় নি এর থেকে বেশি। তখন যদি বলে ৭ তখন আপনার পালা হবে আপনি যদি তার থেকে কম বারে পারেন তাহলে আপনি জিতে যাবেন অথাৎ আপনার বন্ধু ৫ বারে পেরেছে আপনাকে জিততে এর থেকে কম বারে জিততে হবে। এই নিয়ম অনুযায়ী এলগোরিদম তৈরী করে প্রোগ্রামটি  করবেন। 

রক পেপার সিজার গেম -
জাভা দিয়ে  রক পেপার সিজার গেমটি তৈরী করতে ১ থেকে ৩ পর্যন্ত র‍্যান্ডম ফাংশন দ্বারা তৈরী করবেন যদি  রক, পেপার, সিজার যথাক্রমে ১, ২, ৩, লিখবেন। আপনি যদি পেপার সিলেক্ট করেন এর র‍্যান্ডম ফাংশন দ্বারা যদি ২ এর মাধ্যমে পেপার আসে তাহলে আপনি জিতে যাবেন অন্যথাই হেরে যাবেন। এই পদ্ধতি অবলম্ভন  করে রক পেপার সিজার গেমটি তৈরী করতে হবে।  

কারেন্সি কনভার্টার -
আপনি একটি কন্ডিশনাল লুপ বা সুইচ কেস ধারা কারেন্সি কনভার্টার তৈরী করতে পারেন হয়তো সময় বেশি লাগবে কিন্তু এটি ওয়েবসাইটে ব্যবহার করতে পারলে ভিউয়ার পাওয়া যাবে। 

টিক টক গেম -
ছোট থেকেই বড় হতে হয়, আপনি কোনো বড় গেম তৈরী করার আগে ছোট এই টিক টক গেমের লজিক আপনাকে বড় কোনো গেম তৈরী করতে সাহায্য করবে।  

দাবা গেম -
এটি হলো বিগেনারদের জন্য সর্বশেষ ধাপ। এটি অনেক লজিক সমন্বয়ে আপনাকে তৈরী করতে হবে। ব্যবহারকারীরা কোনো চাল দিলে আপনাকে কিভাবে চাল দিতে হবে এরূপ অসংখ্যা লজিক ধারা তৈরী করতে হবে।  


প্রো বিগেনারদের জন্য:
যারা জাভার  উপরের বিগেনার লেভেলটি শেষ করেছেন তাদের জন্য :-

এটিএম বুথ তৈরী করতে পারেন -
আমরা ইতি মধ্যেই জাভা দিয়ে ক্যালকুলেটর এবং কারেন্সি কনভার্টার তৈরী করতে পেরেছি যা আমাদের প্রো বিগেনারদের মধ্যে নিয়ে যাই তাই এখন আমরা এটিএম বুথ তৈরী করতে সক্ষম। 

ম্যাসাজিং বা ইমেইল এপ্লিকেশন -
জাভার প্রোগ্রামারদের জন্য ম্যাসাজিং এপ্লিকেশন তৈরী করা ব্যাপক সাফল্যের ব্যাপার। আপনি এটি তৈরী করে আপনার বন্ধুদের সাথে অনলাইন কথাকপন করতে পারবেন।     

অনলাইন ব্যাংকিং-
আপনি স্ক্রিল, পেপাল এবং পিওনারের মতো অনলাইন ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ সিকুরিটির মাধ্যমেই জাভা প্রোগ্রাম দ্বারা তৈরী করতে পারবেন। এলোন মাস্ক এর শুরুতা এভাবেই হয়েছিল। 

টাইপিং প্র্যাক্টিস তৈরী করা -
আপনি অনলাইন টাইপিং প্র্যাক্টিস এর জন্য একটি ওয়েবসাইট তৈরী করতে পারেন যা দ্বারা আপনি ইনকাম ও যারা টাইপিং করতে চাই তারা উপকৃত হবে।     

ব্রিক ব্রেকার বা সাপ গেম -
আমরা আগের বাটন মোবাইল প্রত্যেকেই এই গেমটি খেলেছি হয়তো । এটি তৈরী করতে আপনাকে সময়য়ের সাথে লজিক ব্যবহার করতে পারবেন। 

ড্রয়িং এপ্লিকেশন -
ড্রয়িং করার জন্য ব্যবহিত টুল গুলো তৈরী করে একটি এপ্লিকেশন তৈরী করতে পারেন। এতে আপনার ওয়েব এপ্লিকেশনের জন্য ধারণা পাবেন। 

অনলাইন সিভি তৈরী করণ -
আপনি এমন একটি ওয়েবসাইট তৈরী করতে পারেন যেখানে ব্যবহারকারীরা তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, এবং ছবি ইনপুট হিসাবে নিয়ে তাদের আউটপুট হিসাবে একটি সুন্দর সিভি তৈরী করে দিতে পারেন। 

ইমোজি ট্রান্সলেটর -
বন্ধুকে যে ইমোজি পাঠাতে হলে সেটি কিভাবে তৈরী করতে হয় তা হয়তো অনেকেই জানে না। আপনি জাভা দিয়ে এমনি একটি ওয়েব এপ্লিকেশন অথবা আপ তৈরী করতে পারেন যা ইংরেজি ভাষার মাধ্যমেই পরিবর্তন হয়। যেমন কেউ হ্যাপি লিখলো আপনি তা ট্রান্সলেট করে স্মাইল ইমোজি আউটপুট হিসাবে দেখাতে পারেন। 


জাভা প্রো-প্রোগ্রামমারদের জন্য :
আপনি বিগেনার এবং প্রো বিগেনারদের ধাপ শেষ করার পর আপনি প্রো লেভেলে যাবেন। আপনি বিগেনার এবং প্রো বিগেনারদের ধাপ শেষ করার পর আপনি প্রো লেভেলে আসবেন। এই ধাপটি সর্বাধিক কঠিন। এবং জীবন ভর এই লেভেলের ডেভেলপ নিয়ে আপনাকে কাজ করতে হবে।  

ভিপিএন -
বর্তমান বিশ্বে সর্বাধিক চাহিদার মধ্যে একটি হলো ভিপিএন। আপনি এক দেশে বসেই যেকোনো দেশের  সার্ভার কানেকশনে সাথে যুক্ত হতে পারেন। এটিই হলো প্রো দের প্রথম কাজ একটি ভিপিএন এপ্লিকেশন তৈরী করা। 

পাজল গেম :
ভিপিএন তৈরির পর আপনি একটি  পাজল গেম তৈরী  করতে পারেন, একটি  ছবি দিয়ে সমাধান করতে হবে অপরটি ডিজিট সংখ্যা ধারা সমাধান করতে হবে।  

নোটপ্যাড তৈরী করা :
আপনি এবার  সুন্দর আধুনিক  নোটপ্যাড তৈরী করতে পারেন যা অন্যানো মডেল থেকে ভিন্ন ও সহজেই ব্যবহার করা যায়। 

জাভা দিয়ে পিডিএফ এ কনভার্ট করা -
বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে প্রচুর পরিমানে পিডিএফ এর প্রয়োজন হয়। আপনি যদি এমএস  ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট কনভার্ট করে  পিডিএফ তৈরী করার একটি এপ্লিকেশন তৈরী করেন তাহলে আপনি টাকা উপার্জনের দিক দিয়ে অনেক লাভবান হবেন।

ভয়েস এবং চেহেরা চিহ্নিত করা -
আপনি জাভা দিয়ে যে কারোর  চেহেরা চিহ্নিত করার প্রোগ্রাম তৈরী করতে পারেন। উন্নত প্রযুক্তির শহর গড়তে এই প্রজেক্টটি অনেক সাহায্য করবে। বর্তমানে চাইনাতে পুলিশরা এ প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজনদের আটক করছে। ভয়েস চিহ্নিত প্রক্রিয়া ব্যবহার করতে পারেন কেউ যদি কোনো  হুমকি দিয়ে থাকে তা জানার জন্য। 

আর্টিফিশিয়াল ইন্টাগিলেন্স ব্যবহার করে প্রযুক্তি গত শহর তৈরী করা -
আপনি এমন একটি শহরের কথা চিন্তা করতে পারেন যেখানে সব কিছু অটোমেটিক হবে। রাস্তা ঘাট এমন ভাবে থাকবে মানুষ হাটা ছাড়াই চলতে থাকবে। দরজা জালনা সব কিছু ভয়েস কমান্ড হবে। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখবে রোবর্ট। গাড়ি গুলো ড্রাইভার ছাড়াই নিজেই সয়ং চলতে থাকবে। চিকিৎসা, আদালত, ঘর বাড়ি এবং দোকানপাট সবকিছুই প্রযুক্তি গত হবে।