বাসচালক নিহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ে এক চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কা লাগাতে। বাসচালকের নাম আলী হোসেন (৫৫)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে মিরসরাই পেট্রোল পাম্প এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত হয়েছেন ৩ জন যাত্রী তারা হলেন তরুকুল আলম (৩০), রজু মিয়া (৪৫) ও মো. তৈমুল। নিহত বাস চালক কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে আলী হোসেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গ্রিনলাইন পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস আজ ভোরে মিরসরাই পেট্রোল পাম্প এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। দুর্ঘটনায় আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
বাসের চালককের মরদেহ উদ্ধার করতে বেশকিছুটা সময় লাগে কারণ তিনি বাসের নিচে পরে থাকে তার লাশ উদ্ধার করতে বাসের কিছুটা কেটে ফেলতে হয়।
নিহত চালকের মরদেহ ও দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি পুলিশ হেফাজতে রাখা হয়েছে জোরারগঞ্জ হাইওয়ে থানাই।
WorldTimeTech provides Top News, Health Tips, Lifestyle, Science and Technology, Computer Help Tips and Unknown facts. We Always Try to Give You Helpful Content to you. Thank You...
Copyright © 2023 WorldTimeTech.com All Rights Reserved.