ABC সমদ্বিবাহু ত্রিভুজে BA বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল যেন BA সমান AD হয় প্রমাণ কর যে BCD একটি সমকোন

ABC সমদ্বিবাহু ত্রিভুজে BA বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল যেন BA সমান AD হয় প্রমাণ কর যে BCD একটি সমকোন

নবম দশম শ্রেণী সাধারণ গণিত এর অনুশীলনী ৬.৩ এর ১১ নাম্বার  
abc somodibahu trivuje ba bahuke d porjonto bordito kora hole jeno ba soman ad hoi proman koro je bac akti somokon

ABC সমদ্বিবাহু ত্রিভুজে, BA বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল, যেন BA = AD হয়। প্রমাণ কর যে, ∠BCD একটি সমকোন। 


বিশেষ নির্বচন : 
দেওয়া আছে, ABC সমদ্বিবাহু ত্রিভূজে A শীর্ষবিন্দু। অর্থাৎ, AB = AC 
BA বাহুকে Dপর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যেন BA = AD হয়। C, D যোগ করি। 
প্রমাণ করতে হবে যে, ∠BCD একটি সমকোণ। 


প্রমাণঃ : 
∵∆ABC -এ AB = AC 
∴∠ACB = ∠ABC -----------(1)
আবার, BA = AD 
অর্থাৎ, AB = AD 

∴∆ACD এ AD = AC ∠ACD = ∠ADC -----------(2)

∴এখন, (1) নং ও (2) নং সমীকরণ যোগ করে পাই, 
∠ACB + ∠ACD = ∠ABC + ∠ADC 
বা ∠BCD = ∠DBC + ∠BDC --------------(3)
আবার, ∆BCD -এ ∠BCD + ∠DBC + ∠BDC = 180° [∵ ত্রিভূজের তিন কোণের সমষ্টি দুই সমকোণী ]
বা∠BCD + ∠BCD = 180° 
বা2∠BCD = 180°
∴∠BCD == 90° 
অর্থাৎ °BCD একটি সমকোণ। 
                  (প্রমাণিত)