Tense Bangla Tense বা কাল কাকে বলে কত প্রকার ও কি কি উদহারণ সহ

Tense Bangla Tense বা কাল কাকে বলে কত প্রকার ও কি কি উদহারণ সহ

"Tense" শব্দের অর্থ সময় বা কাল। ক্রিয়ার সম্পাদনের সময় বা কালকে "Tense" বলে। অর্থাৎ কোনো কাজ কখন হয় , হবে কিংবা হয়েছিল তা  সঠিক ভাবে প্রকাশ করার জন্য Verb -এর রূপ পরিবর্তন হয় তাই Tense । এটি ছাড়া কোনো ভাব সঠিক ভাবে প্রকাশ করা যাই না। Tense হলো ভাষার প্রাণ। Tense হলো সঠিক ও নির্ভুল ভাবে ভাষা লিখার প্রধান শর্ত । নিচের উদহারণ গুলো একটু লক্ষ্য করি :

1. I eat rice 
আমি ভাত খাই (বর্তমান সময়কে প্রকাশ করে)

2. I ate rice
আমি ভাত খেয়েছিলাম (অতীত সময়কে প্রকাশ করে)

3. I will eat rice 
আমি ভাত খাবো (ভবিষ্যৎ সময়কে প্রকাশ করে)

এখানে মূল varb হচ্ছে খাওয়া মানে eat যা কোনো কাজ করাকে বুজায়। ১ নম্বর পয়েন্টটি লক্ষ্য করলে দেখবেন eat varb -এর কোনো পরিবর্তন হয়নি এটি varb -এর মূল ফরমটি বসেছে, যা বর্তমান সময়কে নির্দেশ করে। ২  নম্বর পয়েন্টটি লক্ষ্য করলে দেখবেন  eat varb -এর পরিবর্তন হয়ে varb -এর সেকেন্ড ফরমটি বসেছে মানে ate , যা অতীত সময়কে নির্দেশ করে। আমরা জানি eat -এর তিনটি ফর্ম রয়েছে (eat - ate-eaten)। এবং ৩ নম্বর পয়েন্টটি লক্ষ্য করলে দেখবেন eat varb -এর আগে will বসেছে এবং varb -এর মূল ফরমটি বসেছে, যা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে।

Tense তিন প্রকার হয়ে থাকে। কারণ আমরা যখন কোনো কথা বলি তা বর্তমান, অতীত বা ভবিষৎ নিয়েই বলাবলি করি। Tense -এর প্রকার গুলি হলো :
 

  • The Present Tense (বর্তমান কাল বা সময়)
  • The Past Tense (অতীত কাল বা সময়)
  • The Future Tense (ভবিষ্যৎ কাল বা সময়)

Tense-Bangla-types-examples-definition
 

The Present Tense (বর্তমান কাল বা সময়):

Verb এর কাজটি যখন বর্তমান কাল বা সময়কে নির্দেশ করে তখন তাকে Present Tense বা বর্তমান কাল বলে। যেমন:
1. He reads a book (সে বই পড়ে)।
2. The boy is playing cricket (ছেলেটি ক্রিকেট খেলছে)।
3. I have done the job (আমি কাজটি করেছি)

বি.দ্রি: ৩ নম্বর পয়েন্টটি একটু লক্ষ্য করি এখানে বলা হয়েছে "আমি কাজটি করেছি" অর্থাৎ অনেকেই মনে করতে পারেন এটি অতীতের ঘটনা সম্পর্কে বলা হয়েছে আসলে এটি তেমনটা না। এখানে বলা হয়েছে "আমি কাজটি করেছি" মানে কাজটি এই মাত্রই শেষ করা হয়েছে যার ফল যেকোনো বিদ্যমান রয়েছে। যদি  বলা হতো "আমি কাজটি করেছিলাম" তাহলে আমরা বুজতাম কাজটি অনেক আগেই করা হয়েগিয়েছে, অর্থাৎ যা এটিকে অতীতের ঘটনা নির্দেশ করে। 
 

The Past Tense (অতীত কাল বা সময়):

verb এর কাজটি যখন অতীত কাল বা সময়কে নির্দেশ করে তখন তাকে Past Tense বা অতীত কাল বলে। যেমন:
1. She sang a song. (সে (মেয়েটি) একটি গান গিয়েছিলো) 
2. The boy was playing cricket. (ছেলেটি ক্রিকেট খেলছিল)
3. I did the job. (আমি কাজটি করেছিলাম)  
 

The Future Tense (ভবিষ্যৎ কাল বা সময়): 

Verb এর কাজটি যখন ভবিষ্যৎ কাল বা সময়কে নির্দেশ করে তখন তাকে Present Tense বা বর্তমান কাল বলে। যেমন:
1. She will sing a song. (সে(মেয়েটি) একটি গান গাইবে)
2. The boy will be singing a song. (ছেলেটা একটা গান গাইবে)
3. I will do the work. (আমি কাজটি করব)


পরবর্তীতে আমরা Tense - এর প্রকারভেদ গুলির শাখা প্রশাখা সম্পর্কে জানবো     

পরবর্তী আলোচনা Present Tense-কে নিয়ে