অনুশীলনী ৬ দশমিক ৩ এর৯ নাম্বার এর ABC এর BC বাহুর মধ্যবিন্দু D হলে প্রমাণ কর যে AB যোগ AC বড় 2AD

অনুশীলনী ৬ দশমিক ৩ এর৯ নাম্বার এর ABC এর BC বাহুর মধ্যবিন্দু D হলে প্রমাণ কর যে AB যোগ AC বড় 2AD

সাধারণ গণিত নবম দশম শ্রেণি (এসএসসি) পাঠ্য বইয়ের অনুশীলনী ৬.৩ এর  ৯ নাম্বার অংকের সমাধান।

∆ABC এর BC বাহুর মধ্যবিন্দু D হলে, প্রমাণ কর যে, AB + AC > 2AD

abc-er-bc-bahur-modohbindu-d-hole-proman-koro-je-ab-ac-2ad-ssc-math-9-onusiloni-6


বিশেষ নির্বচনঃ দেওয়া আছে, ∆ABC এর BC বাহুর মধ্যবিন্দু D অর্থাৎ BD = CD। A, D যোগ করা হল। প্রমাণ করতে হবে যে, AB + AC> 2AD

অংকণঃ AD কে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন, AD = DE হয়। অতঃপর C, E যোগ করি। 

প্রমাণ: ∆ABD এবং ∆CDE এ AD = DE [অংকণ অনুসারে] 
BD = CD [∵D, BC- এর মধ্যবিন্দু) 
এবং অন্তর্ভূক্ত ∠ADB = অন্তর্ভূক্ত ∠CDE
∴∆ABD≅∆CDE
∴AB = CE 

আমরা জানি, কোন ত্রিভূজের যে কোন দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
∆ACE- এ AC + CE> AE 
বা, AC + CE> AD + DE
বা, AC + AB > AD + AD [CE=AB এবং DE = AD]
∴ AB+AC>2AD 
                  (প্রমাণিত)  

abc er bc bahur modohbindu d hole proman koro je ab ac