অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বা অ্যারোমেটিক তত্ব বলতে কী বুঝ উদাহরণসহ ব্যাখ্যা কর

অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বা অ্যারোমেটিক তত্ব বলতে কী বুঝ উদাহরণসহ ব্যাখ্যা কর

অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বা অ্যারোমেটিক তত্ব বলতে কী বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর।
 

উত্তর: সঞ্চরণশীল 兀- ইলেকট্রনের উপস্থিতির কারনে অ্যারোমেটিক যৌগের মধ্যে নিম্নোক্ত বৈশিষ্ট্যপূর্ন ধর্ম প্রকাশ পায়। যেমন- 

১. প্রতিস্থাপন বিক্রিয়াঃ অ্যারোমেটিক যৌগ যেমন, বেনজিনে প্রধানত হ্যালোজেনেশন, নাইটেশন, সালফোনেশন, ফিড্রল ক্র্যাফট বিক্রিয়া প্রভৃতি ইলেকট্রনগ্রাহী বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এগুলো অ্যারোমেটিক যৌগের প্রধান বৈশিষ্ট্য। 

২. বিশেষ ধরনের অসম্পৃক্ততা : অ্যারোমেটিক যৌগের অনু যেমন, বেনজিন অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও এঁরা অসম্পৃক্ত ইথিলিনের মতো সব যুত বিক্রিয়া দেয় না। যেমন, হাইড্রোজেন, হ্যালোজেন ও ওজোনের সাথে যুত যৌগ গঠন করলেও বেনজিন ইথিলিনের মতো হ্যালোজেন এসিডের সাথে যুত যৌগ গঠন করে না৷ তাই বেনজিন বা অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা বিশেষ ধরনের; ইথিলিন বা অ্যাসিটিলিনের মতো নয়। 

৩. বিশেষ স্থায়িত্ব: অ্যারোমেটিক যৌগ যেমন, বেনজিন অনুতে দ্বি- বন্ধন থাকা সত্ত্বেও এটা ইথিলিন অপেক্ষা অধিকতর স্থায়ী যৌগ। যেমন, সাধারন অপমাত্রায় ইথিলিন জলীয় KMnO4 দ্রবন দ্বারা জারিত হয়ে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে, কিনতু বেনজিন ক্ষারীয় KMnO4 দ্বারা জারিত হয় না।

৪. অনুরনন: অ্যারোমেটিক বেনজিন বলয়ের ছয়টি 兀 ইলেকট্রন সঞ্চরণশীল থাকায় কার্বন-কার্বন বন্ধন দূরত্ব 0.139 nm হয়; যা একক ও দ্বি- বন্ধন এর (0.154nm ও 0.134 nm) এর মাঝামাঝি। ফলে বেনজিন সাথে সরাসরিভাবে সংযুক্ত মূলকের বিক্রিয়া অ্যালিফেটিক কার্বন শিকলের সাথে সংযুক্ত একই মূলকের বিক্রিয়ার মধ্যে সম্পূর্ণ ভিন্ন ধর্ম দেখা যায়৷ যেমন, অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ ফেনল (C6H5OH) হল, অম্লধর্মী কিনতু অ্যালিফেটিক হাইড্রক্সি অ্যালকোহল যেমন, মিথাইল অ্যালকোহল (CH3OH) হল নিরপেক্ষ।  
অতএব, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ন ধর্ম যেমন, তাদের বিশেষ প্রকারের অসম্পৃক্ততা, অধিকতর স্থায়িত্ব, ইলেকট্রনগ্রাহী প্রতিস্থাপন বিক্রিয়া প্রভৃতিকৈ একত্রে অ্যারোমেটিক ধর্ম বা অ্যারোমেটিসিটি বলে।

উদাহারন- বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। বেনজিন অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম বা অ্যারোমিটিসিটি প্রদর্শন করে। 
১. বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ ধরনের, ইথিলিনের অসম্পৃক্ততার মত নয়। কারণ বেনজিন H2 ও Cl2 এর সাথে ইথিলিনে সত যুত বিক্রিয়া দিলেও HCL -এর সাথে যুত বিক্রিয়া বেনজিন দেয় না। 
২ বেনজিন অসম্পৃক্ত হলেও বেশী স্থায়ী যৌগ ৷ কারন সাধারণ তাপ মাত্রায় ইথিলিন জলীয় KMnO4 দ্বারা জারিত হলেও বেনজিনকে জলীয় KMnO4 দ্রবন জারিত করতে পারে না। 
৩. বেনজিন অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও ইলেকট্রনগ্রাহী প্রতিস্থাপন বিক্রিয়া যেমন, ক্লোরিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলে। 
সুতরাং, অ্যারোমিসিটি অনুসারে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ । 

অ্যারোমেটিক যৌগ উদাহরণ:
উদাহরণ : পিরিডিন (C5H5N), বেনজিন (C6H6), এবং ফেনল (C6H5OH) ইত্যাদি।

 
  • পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা কর?
  • অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত
  • বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা কর ?