আঁচিল দূর করার ঘরোয়া ১৪টি উপায়

আঁচিল দূর করার ঘরোয়া ১৪টি উপায়

আঁচিল মুখে, গলায়, ঘাড়ে, ও পিটে বেশির ভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এটি মুখের সুন্দর্যকে নষ্ট করে। এটি নিরীহ প্রকৃতির হলেও অনেকের এটি ব্যথা করে। শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণে আঁচিল হয়ে থাকলেও অনেকসময় দেখা যাই শরীরে কোনো ভিতরে অঙ্গ সমস্যার কারণে আঁচিল হয়ে থাকে। কিন্তু ডাক্তাররা এটিও দেখেছে এই আঁচিলের মধ্যে লুকিয়ে থাকে মরণ ব্যাধি স্কিন ক্যান্সার। তাই আঁচিলকে অপরসরন করা অত্যন্ত জরুরি। এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং লেজারের মাধ্যমেও আঁচিল দূর করা সম্ভব হলেও খুব কম খরচে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে আঁচিল দূর যায়। যা আপনার আসে পাশের ঘরোয়া ওষুধ দিয়েই আপনি নিরাময় করতে পারবেন আপনার আঁচিল।   
 

আঁচিল দূর করার ১৪টি ঘরোয়া প্রাকৃতিক উপায়:

১। শুকনা মরিচের পেস্ট আঁচিল দূর করতে সাহায্য করে। যা গবেষণায় প্রমাণিত। তাই প্রতিদিন সকালে ও রাতে আঁচিলে লাগালে মাত্র দুই সপ্তাহের মধ্যেই আঁচিল ছোট হতে থাকবে। 

২। ডিম দিয়েও আঁচিল নিরাময় করা যাই। ডিমের সাদা অংশ ও তার সাথে এর কুসুম হাত দিয়ে মাখিয়ে পেস্ট তৈরী করতে হবে। তারপর প্রতিদিন সকালে ও রাতে আঁচিলে লাগালে মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আঁচিল চলে যাবে।

৩। পেঁয়াজের রস ত্বকের অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে। আঁচিল দূর করতে প্রতিদিন পেঁয়াজের রস তিন থেকে চার বার লাগালে এবং তা দেড় ঘন্টা করে লাগিয়ে রাখলে আঁচিল খসে পরে যাই। 

৪। যদি আপনার আঁচিল পিঠে হয় তাহলে আপনি গরম পানির মাধমেও এটি দূর করতে পারেন। প্রথমে পানি ৫ থেকে ৭ মিনিট গরম করে ওই পানিটির মধ্যে আঁচিলকে চুবিয়ে রাখুন। ১ মিনিট রাখার পর আঁচিলের স্থানটিতে  বরফ দিয়ে রাখুন এভাবে দিনটা চার বার করে দু সপ্তাহ পর্যন্ত চলতে হবে।  

৫। বেইকিং সোডা আঁচিলে লাগালে দুই সপ্তাহের মধ্যেই এর সমাধান পাওয়া যায়। আধা কাপের অর্ধেক পানিতে এক চিমটি বেইকিং সোডা মেশান তারপর কোনো কটন বাড অথবা কোনো তুলা দিয়ে আঁচিলের স্থানে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এভাবে দুই সপ্তাহ গেলেই আঁচিলো চলে যাবে। 

৬। প্রাকৃতিক ব্লিচিং কাঁচা আলুতে থাকায় ১০ দিনের মধ্যেই আঁচিল দূর হয়ে যাই। প্রথমে একটি আলু নিয়ে ব্যালেন্ডার মেশিনে পেস্ট করে নিন তারপর তা ১ ঘন্টার জন্য আঁচিলের জায়গাটিতে লাগিয়ে রাখুন, দিন ৩ বার।  

৭। আপেল সিডার ভিনেগারে থাকা প্রাকৃতিক এসিড চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার আঁচিল, পুড়িয়ে ফেলতে সক্ষম। একটু তুলে ভিনেগারে ভিজিয়ে সারারাত আপনার  আঁচিলে রাখুন দেখবেন সপ্তাখানিকের মধ্যে আপনার আঁচিল দূর হয়ে যাবে। 

৮। অ্যালোভেরার মধ্যে ম্যালিক অ্যাসিড রয়েছে যা আঁচিল সহ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পারে। অ্যালোভেরার মধ্যে থাকা জেলির মতো অংশ আঁচিলে লাগিয়ে শুকাতে দিন। কয়েকদিনের মধ্যেই আঁচিল চলে যাবে। দিনে চার বার এরূপ করুন। 

৯। কলার খোসা আঁচিল দূর করে কারণ এতে প্রচুর পরিমানে অক্সিডেন্ট থাকে। তাই কলার খোসার সাদা অংশটুকু পেস্ট তৈরী করে গুমানোর আগ থেকে সকাল পর্যন্ত লাগিয়ে রাখলে আঁচিল দ্রুত সেরে উঠে।    

১০। রসুনে অ্যালিসিন অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা আঁচিল সহ বিভিন্ন জীবাণু দূর করতে সহায়তা করে। প্রতিদিন দুই বার করে ২ থেকে ৩ সপ্তাহ লাগালেই এর ফলাফল পাবেন। প্রথমে রসুনের কয়েকটা কুয়া নিয়ে ভালো করে মিহি করে নিন পরে ৫ মিনিটের মতো রেখে আঁচিলের জায়গাটিতে হালকা গরম পানি দিযে ধুয়ে ফেলুন। তবে মনে রাখবেন রসুন বেশিক্ষন রেখে দিলে জায়গাটি কালো হয়ে যাওয়ার সম্ববনা রয়েছে।  

১১। পেঁয়াজের রস ব্যবহার করেও আঁচিল নির্মূল করা যাই। কারণ ত্বকে পেঁয়াজের রস লাগালে ত্বক থেকে বিশেষ কিছু অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যার ফলে আঁচিল ঘষে পরে যায়। পেঁয়াজ বেটে তার মধ্যে এক চিমটি লবন দিয়ে সারা রাত রেখে দিন এর পর প্রতিদিন ঘুমানোর আগে অথবা দৈনিক দুই ঘন্টা রেখে হালকা গরম পানি দিয়ে দুয়ে ফেলুন। 

১২। কাঁচা হলুদ দিয়েও ত্বকের বিভিন্ন অজানা সমস্যা দূর করা যায়। তার মধ্যে একটি হলো আঁচিল। ৫ গ্রাম কাঁচা হলুদ মিহি করে বেটে তার মধ্যে লেবুর রস দিয়ে দিন আর পারলে এক ফোটা মধু দিয়ে মাখিয়ে নিতে পারেন। তার পর প্রতিদিন দুই থেকে তিন বার করে লাগালে ১৪ দিনের মধ্যে আঁচিল দূর হয়ে যাবে। 

১৩। আপনি যদি বাটাবাটিতে অব্যস্তহ না থাকেন তাহলে আপনি আপনার আঁচিলের জায়গায় সরাসরি মধু ব্যবহার করতে পারেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আঁচিলের জায়গাটিতে লাগিয়ে রাখুন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আঁচিল দূর হয়ে যাবে।  

১৪। যদি আপনার আঁচিলটি বড় থাকে, তাহলে আপনি কোনো মেয়ের চুল নিয়ে আঁচিলটিকে ভালোমতো গিট্ দিয়ে দিন। এক বা দুই রাত এবাবে রাখলে দুই দিনের মধ্যেই আপনার আঁচিলটি খসে পরে যাবে। 


মুখের আঁচিল দূর করার ঘরোয়া উপায়, আঁচিল দূর করার উপায়, আঁচিল দূর করার সহজ উপায়, আঁচিল দূর করার ঘরোয়া উপায়, আঁচিল দূর করার উপায়, মুখের আঁচিল দূর করার উপায়, আঁচিল, ঘরোয়া উপায়ে আঁচিল দূর করার উপায়, আঁচিল দূর করার সহজ ঘরোয়া উপায়, চোখের আঁচিল দূর করার উপায়, শরীরের আঁচিল দূর করার উপায়, দ্রুত আঁচিল দূর করার ঘরোয়া উপায়, ত্বকে আঁচিল দূর করার ঘরোয়া উপায়, মুখের আঁচিল দূর করার ঘরোয়া উপায়, achil dur korar sohoj upay, achil hole ki korbo, mukher achil dur korar upay, achil dur korar upay