ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Eastern Refinery limited job circular 2022

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Eastern Refinery limited job circular 2022

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Eastern Refinery limited job circular 2022
প্রতিষ্ঠানের নাম: Eastern Refinery Limited(ERLB)
সংক্ষিপ্ত নাম: ERLB
আবেদন শুরুর তারিখ: 19 জুলাই, 2022
আবেদনের শেষ তারিখ: 17 আগস্ট, 2022
অবস্থা: চলমান
বিজ্ঞপ্তির নং: 28.25.0000.053.11.002.10-10
ওয়েব লিংক: erlb. teletalk. com. bd


eastern-refinery-limited-job-circular-2022-part-1
eastern-refinery-limited-job-circular-2022-part-2
eastern-refinery-limited-job-circular-2022-part-3

মেডিকেল অফিসার | 
গ্রেড: এম-৫; 
বেতন স্কেল: ৮. 35,500-60,990/- ঙ) 
পদ সংখ্যা ০১ টি
ক) এমবিবিএস/সমমান। 
খ) যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা-সরকারি বা বেসরকারি শিল্প/ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্লিনিকে বা হাসপাতালে ন্যূনতম ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স 
গ) বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। 



ক) লিগ্যাল এন্ড এস্টেট অফিসার 
গ্রেড: এম-৭; 
বেতন স্কেল: ৮.23,000-55,470/- 
পদ সংখ্যা ০১ টি

ক) ন্যূনতম ২য় শ্রেণির এলএলবি ডিগ্রি/২য় শ্রেণির সম্মানসহ এলএলএম ডিগ্রি। 
খ)যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা-সরকারি বা বেসরকারি শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে নির্বাহী/১ম শ্রেণির কর্মকর্তা পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের চাকরির অভিজ্ঞতা। 
গ) পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। 
ঘ) বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। 



সিকিউরিটি অফিসার 
গ্রেড: এম-৭; 
বেতন স্কেল: 23,000-55,470/- 
পদ সংখ্যা ০১ টি
ক) ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। 
খ) ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি/কাউন্টার সাবোটাজ/কেপিআই এ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 
গ) যে কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত বা আধা-সরকারি বা বেসরকারি শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে নির্বাহী/১ম শ্রেণির কর্মকর্তা পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের চাকরির অভিজ্ঞতা। 
ঘ) প্রাক্তন সেনা কর্মকতাদেরকে (জেসিও'র নিম্নে নয়) এবং পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। 
ঙ)বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। 



কোয়ালিটি কন্ট্রোল অফিসার 
গ্রেড: এম-৭; 
বেতন স্কেল: ৮.23,000-55,490/- 
পদ সংখ্যা ০১ টি
ক)ন্যূনতম ২য় শ্রেণির বিএসসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি বা ন্যূনতম ২য় শ্রেণির সম্মানসহ কেমিট্রিতে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। 
খ) যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা-সরকারি বা বেসরকারি শিল্প/ বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে নির্বাহী/১ম শ্রেণির কর্মকর্তা পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের চাকরির অভিজ্ঞতা। 
গ)পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ উচ্চতর ডিগ্রিধারীগণকে বা পেট্রো কেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। 
ঘ) বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)।





ক্রমিক নং ৪) ৫) 

পদের নাম, গ্রেড ও বেতন স্কেল 


স্টোর অফিসার 
গ্রেড: এম-৭; 
বেতন স্কেল: ৮,23,000-55,490/- 
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স 
ক) ন্যূনতম ২য় শ্রেণির (সম্মান) সহ এমকম/এমবিএ/এমএসএস বা সমমানের ডিগ্রি। 
খ) ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য করা হবে। গ) যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা-সরকারি বা বেসরকারি শিল্প/ বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে নির্বাহী/১ম শ্রেণির কর্মকর্তা পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের চাকরির অভিজ্ঞতা। 
ঘ) পেট্রো কেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
ঙ) বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। 



শর্তাবলি: 
১) নিয়োগের ক্ষেত্রে কোম্পানির বিদ্যমান নিয়োগ নীতিমালা অনুসরণ করা হবে। 
২) লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। 
৩) জিপিএ তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ/শ্রেণি নির্ধারণের জন্য এতদূবিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি বা সমতুল্য জিপিএ গ্রহণযোগ্য হবে না। 
4)সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হবে। 
5)সরকারি/আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে। 
৬) একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। 
৭) অসম্পূর্ণ/ভুল তথ্য/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 
৮) বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসাবে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না। 
৯) নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। 
১০) লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড এর ওয়েবসাইট ( erl. com. bd) এর মাধ্যমে জানানো হবে। 
১১) এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য  erl. com. bd এ পাওয়া যাবে। 
১২) নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল হবে এবং এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কোনো প্রার্থী নিয়োগ লাভের পরও তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
১৩) মৌখিক পরীক্ষার সময় Online এ পূরণকৃত Application Form সহ নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত কপি (১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক) দাখিল করতে হবে: ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। শিক্ষাগত যোগ্যতার সনদে শ্রেণি/গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট/ট্রান্সক্রিপ্ট। খ) বিদেশি কলেজ/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের সনদ। গ) পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ। ঘ) জাতীয় পরিচয় পত্রের কপি। ঙ) সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 
১৪) প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
১৫) নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রমের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন/বাতিল বা পদসংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। 
১৬) নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ইস্টান রিফাইনারি নিয়োগ ২০২২, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নিয়োগ ২০২২, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি, eastern refinery limited job circular 2022, eastern refinery job circular 2022, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নিয়োগ ২০২২, Eastern Refinery Job Circular 2022, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নিয়োগ ২০২২, eastern-refinery-limited-job-circular-2022


bd job circular today, govt job circular 2022 bangladesh, recent govt job circular 2022, recent job circular 2022, govt job circular 2022, govt job circular 2021 bangladesh, job news, all govt job circular 2022, private job circular 2022, sorkari job circular 2022, government job circular, bd govt job, upcoming govt job circular 2022, hsc pass govt job circular 2022, bangladesh railway job circular 2021, recent job circular 2021, bd govt job circular 2022, government job circular 2022, bd job circular 2022, job circular, job circular 2022, new govt job circular, bd job circular, bd govt job circular 2022 today, bd govt job circular, new govt job circular 2022, all bd govt job circular recent, all govt job circular bd, all govt jobs circular bd, bd all govt job circular 2022, bd all new govt job circular 2022, bd govt job circular today, bd govt jobs circular today, bd jobs govt job circular, bd jobs govt job circular 2022, bd ongoing all govt job circular, current govt job circular bd, gov bd govt job circular 2022, govt bank job circular 2022 bd, govt job circular bd, govt job circular in bd, govt jobs circular bd, latest bd govt job circular, latest bd govt job circular 2022, latest government job circular bd, latest govt job circular 2022 bd, latest govt job circular bd, latest govt job circular in bd, online govt job circular bd, recent all govt job circular bd, recent govt job circular bd, recent govt job circular bd 2022, today govt job circular bd, weekly bd govt job circular