গুগল কেন সফল প্রতিষ্ঠানে পরিনত হল

গুগল কেন সফল প্রতিষ্ঠানে পরিনত হল

বর্তমানে অনলাইনে সবচেয়ে পরিচিত শব্দ হচ্ছে গুগল। মানুষের বিশ্বস্ততায় জায়গা করে নিয়েছে এটি। যা একদিনে সম্ভব হয়নি। বিভিন্ন উন্নতমানের হ্যাকার ও শত্রুর মোকাবেলা করতে হয়েছে তাদের। শুরুতে গুগল একটি সার্চ ইঞ্জিন রূপে আসলেও বর্তমানে তাদের বহু বিনামূল্যে সার্ভিস দেওয়া হচ্ছে। ১৯৯৭ সালে এর ডোমেইন রেজিস্ট্রি করার পর দীর্ঘ ৭ বছর এটি প্রাইভেট কোম্পানির অধীনে ছিল। এই মাঝখানে একে বহু দৈর্য্য কষ্টের পরীক্ষা দিতে হয়েছিল। এমন দিন এসেছিলো ২০০২ সালে ১ বিলিয়নের বিনিময়ে "ইয়াহু" কোম্পানি এর কাছে এটি বিক্রি হতে চেয়েছিলো। কিন্তু "ইয়াহু" সেটি কিনে নেয়নি কারণ তখন তাদের বাজারে প্রচুর মার্কেট ছিল। তখন সার্চ ইঞ্জিনের মধ্যে ১ নম্বর রাংকিংয়ে ছিল "ইয়াহু"। 

২০০৪ সালে এটি ১৯ আগস্ট এটিকে পাবলিক করে দেওয়া হয় তখন থেকে অগ্র যাত্রা শুরু হয় গুগলের। ইউজাররা বিনা মূল্যে ইমেইল সার্ভিস খোলা ও সহজেই একাউন্ট খুলতে পারবে এটিতে। ২০০৮ সালে গুগল বিনা মূল্যে এন্ড্রয়েড ও গুগল ক্রম সার্ভিসটি চালু করে তখন থেকে তাদের আর পিছনে তাকাতে হয়নি। এন্ড্রয়েড  সার্ভিসটি চালু হওয়ার পর থেকেই মার্কেটে রাজ্যত্ব করে থাকা "নোকিয়া" মোবাইল নিমিষেই ধস নেমে যায়। অল্প টাকায় সবাই হাতে হাতে স্মার্ট ফোন ব্যবহার করতে পারে। গুগল ক্রম ওয়েব ডেভেলপারদের জন্য বিশাল সুবিধা নিয়ে এসে ছিল। সেখানে ডেভেলপমেন্ট টুল সহ বহু এক্সটেনশন বিনা মূল্যে ব্যবহার করা যায়। গুগল ২০০৩ সালে গুগল এডসেন্স লঞ্জ করে এর মাধ্যমে বর্তমানে কোটি কোটি মানুষ আয় করছে। শুরুতে ওয়েবসাইটে এডসেন্স ব্যবহার করা গেলেও পরে ইউটিউব এটি যোগ করা হয়। গুগল পৃথিবীর মধ্যে বর্তমানে ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে বেশি ভিজিটরে প্রথম স্থানে অবস্থান করলেও দ্বিতীয়তে আছে তাদেরই একটি সার্ভিস ইউটিউব। 

২০০৬ সালে ৯ অক্টোবর গুগল ইউটিউবকে ১.৬ বিলিয়ন ডলার দিয়ে কিনে নেয়। এখন ইউটিউবে সেবা ব্যবহার করে বহু মানুষ আজ সাবলম্বী হচ্ছে। মানুষ আজ গুগলের সিকিউরিটি এর উপর এতটাই বিশস্ত যে তাদের প্রয়োজনীয় ফাইল গুগল ড্রাইভে রাখছে। ২০১২ সালে এটি গুগলে লঞ্জ করেছে। গুগল ড্রাইভে বিনা মূল্যে ১৫ জিবি স্টোরেজ দিয়ে থাকে। আজ বর্তমানে গুগল ৮১ টি পরিষেবা সকলকে বিনামূল্যে ব্যবহার করার অনুমতি দিচ্ছে। গুগলে ম্যাপ, ক্যালেন্ডার, প্লে স্টোর, ফাইল, নিউজ, কীবোর্ড সহ আরো বহু পরিষেবা আমরা নিত্য নতুন ব্যবহার করতে পারি। আজকে পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন গুগল ম্যাপের মাধ্যমে আমরা সহজেই গন্তব্য স্থানে পৌঁছাতে পারি। কোথায় যেতে কত সময় লাগবে তাও সহজে জানা যায়। করোনার মুহূর্তে শিক্ষা ব্যবস্থা গুগল ক্লাসরুম এবং গুগল মিটের কারণে ছাত্র ছাত্রীরা ঘরে বসেই পড়ালেখা করতে পারছে। যেকোনো পরিষেবা দিতে গুগল সব সময় প্রস্তুত। গুগল মানুষের প্রাণের বন্ধুত্ব রূপে কাজ করে। গুগল পিক্সেল বর্তমান সময়ে ছাড়িয়ে যেতে পারে আইফোন ও স্যামসাং গ্যালাক্সি এর মতো বড় বড় সফল প্রতিষ্ঠানকে। উন্নতমানে সার্চইঞ্জিন গুগল যেকোনো সমস্যা যেকোনো তথ্য নিমিষেই সার্চ দিলে পাওয়া যায়। 

ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন তারা দুইজন মিলে গুগল তৈরী করেছিল যাতে সকল ওয়েবসাইটের তথ্য যাতে তাদের ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যায়। আজ সমগ্র বিশ্ব একটি স্বয়ং সম্পূর্ণ গ্লোবাল বিলেজ পরিণত হয়েছে গুগলের সার্ভিস এর মাধ্যমে। গুগল ট্রান্সলেট যেকোনো ভাষা সহজেই ট্রান্সলেট করতে পারে ফলে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা সকলেরই ভাষা বুজতে পারি। যারা একদমই বেকার পেইড ডোমেইন কিনতে সক্ষম নন তাদের জন্যেই গুগল ব্লগস্পটে সাবডোমেইনের ব্যবহারের সুবিধা দিয়ে দিয়েছে। যে কেউ একটি ফ্রি ইমেইল একাউন্ট খুলেই ব্লগস্পট ব্যবহার করতে পারে। পরে এর মাধ্যমে তিনি এডসেন্স এর মাধমে বিদেশি মুদ্রা অর্জন করতে পারবে। বেকারত্ব দূর করতে গুগল ব্যাপক সুবিধা দিয়ে থাকে যুব সমাজকে। ছোট একটি গ্যারেজে গুগল কোম্পানি শুরু করলেও আজকে তাদের ৩১.৭৯  বর্গ কিলোমিটার জুড়ে ক্যালিফর্নিয়াতে তাদের প্রধান হেডকোয়ার্টার্স আছে। শুধুমাত্র মানুষের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ, বিশস্ততা দেখানো এবং বিনা মূল্যে তাদের উন্নত প্রযুক্তির ব্যবহার করতে দেওয়াই তারা আজকে সফল প্রতিষ্টানে পরিণত হয়েছে।