চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

চাকরির আবেদন পত্র - Chakrir abedon potro bangla

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

আবেদনপত্র কাকে বলে ?

আবেদন পত্র : কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে কোনো বিষয়ে আবেদন জানিয়ে যে পত্র লিখা হয়, তাকে আবেদন পত্র বা দরখাস্ত বলে ।

আমাদের ছাত্র জীবন সহ সকল ক্ষেত্রেই আবেদন পত্র লেখার নিয়ম আমাদের কাজে লাগে। ছোট বেলা থেকেই যদি আমরা আবেদন পত্র লেখার নিয়ম শিখি তাহলে চাকরির আবেদন পত্র , কোম্পানির চাকরির আবেদন পত্র , স্কুলে চাকরির জন্য আবেদন পত্র এবং বিভিন্ন চাকরির আবেদন পত্র লিখার সময় কোনো সমস্যার স্মুখীন হতে হবে না। আবেদন পত্র লেখার নিয়ম যদি আমরা লিখতে ভুল করি তাহলে আমাদের আবেদন পত্র খারিজ করে দেওয়া হবে। কখনই নিজের ইচ্ছা মতো আবেদন পত্র লেখার নিয়ম ভঙ্গ করলে চলবে না। শুদ্ধ ভাবে আবেদন পত্র লেখার নিয়ম এর আইন মেনে চলতে হবে আমাদের।  

আবেদন পত্র লেখার নিয়ম 

আবেদনপত্রেও নিজস্ব নিদ্ধিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। যা ছাড়া আবেদনপত্রের মান থাকে না।  এ ধরনের পত্রে কোনো ব্যক্তিগত যা ইচ্ছা তা লিখা যাই না এখানে চিঠির মতো কোনো আবেগ প্রকাশ করা যাই না। যথারীতি নিয়ম  আনুষ্ঠানিকতা অনুসারে ভদ্রতা শিষ্টতা প্রদর্শন করিয়ে  অল্প কথায় এবং সুস্পষ্টভাবে বক্তব্য উপস্থাপিত করে সৌজন্যতার সাথে শেষ করতে হয়। 

আবেদন পত্র লেখার নিয়ম এর গঠন :
  • আবেদনপত্রের শুরুতে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পদমর্যাদা ও তাঁর ঠিকানা লিখতে হয়। 
  • তারপর আবেদনের বিষয়টি এক কথাই সংক্ষেপে উল্লেখ করতে হয়। 
  • তারপর জনাব বলে সম্ভাষণ জানাতে হয়। 
  • পরে আবেদন পত্র লেখার নিয়ম অনুসারে সবিনয়ে নিজের পরিচয় দেয়ার পর প্রার্থিত বিষয়ের স্বল্প পরিমানে বর্ণনা করতে হয় এবং নিজের বক্তব্যের  সাথে সমর্থনে যথােপযুক্ত যুক্তি উল্লেখ করতে হয়। 
  • শেষে আকাঙ্খা মঞ্জুর করার আবেদন করতে হয়। 
  • এরপর ডান দিকে শিষ্টাচারের  (যেমন আপনার অনুগত) সাথে আবেদনকারীর নাম ও ঠিকানা এবং বাম দিকে স্থান ও তারিখ লিখতে হয়। 
  • এরপর সর্বশেষে খামের উপরে বাম পাশে প্রেরকের  নাম, পদবি, ঠিকানা  উল্লেখ করতে হয় এবং ডান পাশে প্রাপকের নাম, পদবি, ঠিকানা উল্লেখ করতে হয়। এ ভাবেই আবেদন পত্র লেখার নিয়ম শেষ হয়।  
আপনি যদি এ ৭ টি নিয়মের মধ্যে একটি আইন ভঙ্গ করেন তাহলে আবেদন পত্র লেখার নিয়ম ভেঙে যাবে। ভিন্ন ভিন্ন আবেদনে ভিন্ন আবেদন পত্র লেখার নিয়ম থাকলেও এই ৭ টি নিয়ম অবশ্যই আবেদন পত্র লেখার নিয়ম এর সময় আপনাকে এ মানতে হবে। অনেক সময় দেখা যাই উচ্চ শিক্ষিত লোক জনেরাও ভালো মতো চাকরির আবেদন পত্র লেখার নিয়ম জানে না। পরে তারা অপমানের শিকার হতে হয়। 

চাকরির আবেদন পত্র 

নিচে চাকরির জন্য আবেদন পত্র ও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম উল্লেখ করা হলো :

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম / চাকরির দরখাস্ত লেখার নিয়ম 

ওপরে যে আবেদনের নিয়ম বলা রয়েছে তা সকল আবেদনের ক্ষেত্রেও কার্যকর হবে। অন্যানো আবেদনের মতোই চাকরির আবেদন পত্র। নিম্নে চাকরির আবেদন পত্র / চাকরির দরখাস্ত লেখার নিয়ম এর কিছু নমুনা দেওয়া হলো:   

চাকরির জন্য আবেদন পত্র

এখানে আবেদন পত্র লেখার নিয়ম বুঝার জন্য গুরুত্বপূর্ণ কিছু চাকরির আবেদন পত্র উল্লেখ করা হলো -
  • প্রভাষক পদে চাকরির আবেদন পত্র
  • সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র
  • স্কুলের চাকরির আবেদন পত্র
  • করণিক পদের জন্য চাকরির আবেদন পত্র
  • সমাজকল্যাণ দফতরে চাকরির আবেদন পত্র
  • অফিস সহকারী পদের জন্য চাকরির আবেদন পত্র
  • গার্মেন্টস চাকরির আবেদন পত্র
  • কোম্পানির চাকরির আবেদন পত্র
  • এনজিও চাকরির আবেদন পত্র
  • সরকারি চাকরির আবেদন পত্র এবং
  • ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র 
ইত্যাদি ছাড়াও বাকি চাকরির আবেদন পত্র লেখার নিয়ম একই ধরণের

প্রভাষক পদে চাকরির আবেদন পত্র 

  • কলেজে প্রভাষক পদে চাকরির আবেদন পত্র লিখো। অথবা কোন কলেজে শিক্ষক শুন্য পদে নিযুক্তি লাভের জন্য চাকরির দরখাস্ত লেখ। কলেজে প্রভাষক পদে আবেদন পত্র লেখার নিয়ম ।

বরাবর 
প্রধান শিক্ষক ও অধ্যক্ষ
সেনা পল্লী হাই স্কুল ও কলেজ 
মদন নেত্রকোনা 

বিষয় : সহকারী প্রভাষক পদে চাকরির আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের 'ওয়ার্ল্ড টাইম টেক ' - পত্রিকায় এ প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার কলেজে বিজ্ঞানে পারদশী একজন সহকারি প্রতাষক আবশ্যক। আমি উক্ত পদের একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম :  মো: পারভেজ আহমেদ  
২. পিতার নাম : মোশারফ করিম                   
৩. মাতার নাম : সালেহ বেগম              
৪. স্থায়ী ঠিকানা:  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           
৫. বর্তমান ঠিকানা:  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       
৬. জন্ম তারিখ : ১৫ . ০৬ . ১৯৯৪            
৭.  ধর্ম:     ইসলাম (সুন্নি)            
৮.  জাতীয়তা:    বাংলাদেশী                
৯. শিক্ষাগত যোগ্যতা :        
পরীক্ষার নাম বিভাগ/বিষয়  পাশের সাল     জিপিএ বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন
এস এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১০
এইচ এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১২
স্নাতক পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৪
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৬

১০. অভিজ্ঞতা : ১৫ -০৫ -২০১৯ থেকে শিক্ষকতা কাজে নিয়োজিত। ।

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগ দিলে নিষ্ঠার  সাথে কর্তব্য পালনে তৎপর থাকব। ছাত্র- ছাত্রীদের নিয়মিত পাঠদান, বিদ্যালয়ের/কলেজের সার্বিক উন্নতি এবং কর্তৃপক্ষের সন্তুষ্টি বিধানে সর্বশক্তি নিয়োগ করব এ নিশ্চয়তা প্রদান করছি। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..
নেত্রকোনা 
বিনীত
মো: পারভেজ আহমেদ 
সহকারী শিক্ষক / প্রভাষক 
তেলিগাতী বাজার, মদন, নেত্রকোনা 


চাকরির আবেদন পত্র লেখার নিয়ম লিখার সময় খামের প্রয়োজন হয় নিচে খাম কিভাবে লিখতে হয় তা দেয়া হলো :

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র / স্কুলের চাকরির আবেদন পত্র  

  • বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লিখো। অথবা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শুন্য পদে নিযুক্তি লাভের জন্য চাকরির দরখাস্ত লেখ। সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম ।  
বরাবর 
প্রধান শিক্ষক ও অধ্যক্ষ
সেনা পল্লী হাই স্কুল ও কলেজ 
মদন নেত্রকোনা 

বিষয় : সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের 'ওয়ার্ল্ড টাইম টেক ' - পত্রিকায় এ প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার বিদ্যালয়ে বিজ্ঞানে পারদশী একজন সহকারি শিক্ষক আবশ্যক। আমি উক্ত পদের একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম   মো: পারভেজ আহমেদ  
২. পিতার নাম : মোশারফ করিম                   
৩. মাতার নাম : সালেহ বেগম          
৪. স্থায়ী ঠিকানা:  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           
৫. বর্তমান ঠিকানা : গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       
৬. জন্ম তারিখ:  ১৫ . ০৬ . ১৯৯৪            
৭.  ধর্ম:     ইসলাম (সুন্নি)            
৮.  জাতীয়তা :   বাংলাদেশী                
৯. শিক্ষাগত যোগ্যতা :            
পরীক্ষার নাম বিভাগ/বিষয়  পাশের সাল     জিপিএ বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন
এস এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১০
এইচ এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১২
স্নাতক পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৪
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৬

১০. অভিজ্ঞতা : ১৫ -০৫ -২০১৯ থেকে শিক্ষকতা কাজে নিয়োজিত। 

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগ দিলে নিষ্ঠার সাথে কর্তব্য পালনে তৎপর থাকব। ছাত্র- ছাত্রীদের নিয়মিত পাঠদান, বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং কর্তৃপক্ষের সন্তুষ্টি বিধানে সর্বশক্তি নিয়োগ করব এ নিশ্চয়তা প্রদান করছি। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..
নেত্রকোনা 
বিনীত
মো: পারভেজ আহমেদ 
সহকারী শিক্ষক / প্রভাষক 
তেলিগাতী বাজার, মদন, নেত্রকোনা
 

করণিক পদের জন্য চাকরির আবেদন পত্র / সমাজকল্যাণ দফতরে চাকরির আবেদন পত্র / অফিস সহকারী পদের জন্য চাকরির আবেদন পত্র

  • কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে করণিক পদের জন্য চাকরির আবেদন পত্র রচনা কর অথবা করণিক পদের জন্য আবেদন পত্র লেখার নিয়ম। অথবা, সমাজকল্যাণ দফতরে চাকরির জন্য যোগ্যতার বিবরণ দিয়ে একটি চাকরির দরখাস্ত লেখ। অথবা, কোনো প্রতিষ্ঠানে অফিস সহকারী পদের জন্য একটি চাকরির আবেদন পত্র রচনা কর। অফিস সহকারী পদে আবেদন পত্র লেখার নিয়ম ।   
বরাবর 
কর্তৃপক্ষ 
বঙ্গ চানাচুর ফুড ইন্ডাস্ট্রিজ
মদন নেত্রকোনা 

বিষয় : করণিক পদের জন্যে আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের 'ওয়ার্ল্ড টাইম টেক' - পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে করণিক নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম :  মো: পারভেজ আহমেদ  
২. পিতার নাম : মোশারফ করিম                   
৩. মাতার নাম : সালেহ বেগম           
৪. স্থায়ী ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           
৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       
৬. জন্ম তারিখ  ১৫ . ০৬ . ১৯৯৪           
৭ . শিক্ষাগত যোগ্যতা :        
পরীক্ষার নাম বিভাগ/বিষয়  পাশের সাল     জিপিএ বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন
এস এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১০
এইচ এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১২
স্নাতক পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৪
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৬

৮.  ধর্ম :    ইসলাম (সুন্নি)            
৯.  জাতীয়তা  :  বাংলাদেশী   

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..
নেত্রকোনা 
বিনীত
মো: পারভেজ আহমেদ
 

গার্মেন্টস চাকরির আবেদন পত্র 

  • কোনো গার্মেন্টসে হেলপার / অপারেটর পদের জন্য চাকরির আবেদন পত্র রচনা কর। কিভাবে গার্মেন্টসে  চাকরির আবেদন পত্র লেখার নিয়ম লিখতে হয়। 
বরাবর 
কর্তৃপক্ষ 
হামিদ গার্মেন্টস
মদন নেত্রকোনা 

বিষয় : হেলপার/অপারেটর পদের জন্যে আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের 'ওয়ার্ল্ড টাইম টেক' - পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার গার্মেন্টসে হেলপার/অপারেটর পদে নিয়োগ করবেন। আমি উক্ত পদের একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম :  মো: পারভেজ আহমেদ  
২. পিতার নাম : মোশারফ করিম                   
৩. মাতার নাম : সালেহ বেগম              
৪. স্থায়ী ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           
৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       
৬. জন্ম তারিখ  ১৫ . ০৬ . ১৯৯৪            
৭.   ধর্ম :    ইসলাম (সুন্নি)            
৮.  জাতীয়তা :   বাংলাদেশী 
৯ . শিক্ষাগত যোগ্যতা :           
পরীক্ষার নাম বিভাগ/বিষয়  পাশের সাল     জিপিএ বোর্ড পাশের সন
এস এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১০

১০. অভিজ্ঞতা : ১৫ -০৫ -২০১৯ থেকে ওএল গার্মেন্টসে কাজে নিয়োজিত। 

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার গার্মেন্টসে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের সুযোগদানে বাধিত করুন। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..
নেত্রকোনা 
বিনীত
মো: পারভেজ আহমেদ 
 

সরকারি চাকরির আবেদন পত্র

  • কোনো সরকারি প্রতিষ্ঠানে সহকারী অফিসার পদের জন্য চাকরির আবেদন পত্র রচনা কর। কিভাবে সরকারি চাকরিতে  আবেদন পত্র লেখার নিয়ম লিখতে হয়।

বরাবর,
মহাপরিচালক,
উত্তরা সিটি কর্পারেশন, নেত্রকোনা , বাংলাদেশ।

বিষয়: সহকারী অফিসার পদে নিযুক্তির আবেদন।

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের 'ওয়ার্ল্ড টাইম টেক' - পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার প্রতিষ্ঠানে সহকারী অফিসার নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম:   মো: পারভেজ আহমেদ  
২. পিতার নাম : মোশারফ করিম                   
৩. মাতার নাম :সালেহ বেগম             
৪. স্থায়ী ঠিকানা:  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           
৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       
৬. জন্ম তারিখ:  ১৫ . ০৬ . ১৯৯৪            
৭ . শিক্ষাগত যোগ্যতা :          
পরীক্ষার নাম বিভাগ/বিষয়  পাশের সাল     জিপিএ বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন
এস এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১০
এইচ এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১২
স্নাতক পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৪
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৬

৮.  ধর্ম:     ইসলাম (সুন্নি)            
৯.  জাতীয়তা :   বাংলাদেশী   

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..
নেত্রকোনা 
বিনীত
মো: পারভেজ আহমেদ 


সংযুক্তি :
(ক) আপনার দাখিল, আলিম ও অনার্স সার্টিফিকেট -এর মূল সত্যায়িত কপি দিতে হবে।
(খ) চারিত্রিক সনদপত্র বা সকল প্রশংসা পত্রের সত্যায়িত কপি দিতে হবে।
(গ) অভিজ্ঞতার সনদ দিতে হবে।
(ঘ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি দিতে হবে।
 

এনজিও চাকরির আবেদন পত্র 

  • কোনো এনজিও প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদের জন্য চাকরির আবেদন পত্র রচনা কর। কিভাবে এনজিওতে  চাকরির  আবেদন পত্র লেখার নিয়ম লিখতে হয়। 

বরাবর 
কর্তৃপক্ষ 
ফুড এনজিও
মদন নেত্রকোনা 

বিষয় : শাখা ব্যবস্থাপক পদের জন্যে আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের 'ওয়ার্ল্ড টাইম টেক' - পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার এনজিও প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম:   মো: পারভেজ আহমেদ  
২. পিতার নাম : মোশারফ করিম                   
৩. মাতার নাম : সালেহ বেগম            
৪. স্থায়ী ঠিকানা : গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           
৫. বর্তমান ঠিকানা:  গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       
৬. জন্ম তারিখ:  ১৫ . ০৬ . ১৯৯৪            
       
৭ . শিক্ষাগত যোগ্যতা :              
পরীক্ষার নাম বিভাগ/বিষয়  পাশের সাল     জিপিএ বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন
এস এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১০
এইচ এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১২
স্নাতক পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৪
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৬

৮.  ধর্ম:     ইসলাম (সুন্নি)            
৯.  জাতীয়তা:    বাংলাদেশী   

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..
নেত্রকোনা 
বিনীত
মো: পারভেজ আহমেদ 
 

 কোম্পানির চাকরির আবেদন পত্র 

  • কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদের জন্য চাকরির আবেদন পত্র রচনা কর। কিভাবে  কোম্পানিতে  চাকরির আবেদন পত্র লেখার নিয়ম লিখতে হয়। 

বরাবর 
কর্তৃপক্ষ 
আইটি এজেকিশোর
মদন নেত্রকোনা 

বিষয় : কম্পিউটার অপারেটর পদের জন্যে আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের 'ওয়ার্ল্ড টাইম টেক' - পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম:   মো: পারভেজ আহমেদ  
২. পিতার নাম : মোশারফ করিম                   
৩. মাতার নাম : সালেহ বেগম         
৪. স্থায়ী ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           
৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       
৬. জন্ম তারিখ:  ১৫ . ০৬ . ১৯৯৪            
৭ . শিক্ষাগত যোগ্যতা :                   
পরীক্ষার নাম বিভাগ/বিষয়  পাশের সাল     জিপিএ বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন
এস এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১০
এইচ এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১২
স্নাতক পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৪
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৬

৮.  ধর্ম :   ইসলাম (সুন্নি)            
৯.  জাতীয়তা :  বাংলাদেশী   

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..
নেত্রকোনা 
বিনীত
মো: পারভেজ আহমেদ
 

ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র 

  • কোনো ঔষধ কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার পদের জন্য চাকরির আবেদন পত্র রচনা কর। কিভাবে ঔষধ কোম্পানিতে আবেদন পত্র লেখার নিয়ম লিখতে হয়। 
বরাবর 
কর্তৃপক্ষ 
স্কয়ার কোম্পানি
মদন নেত্রকোনা 

বিষয় : মেডিকেল ইনফরমেশন অফিসার পদের জন্যে আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের 'ওয়ার্ল্ড টাইম টেক' - পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার ঔষধ কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম:   মো: পারভেজ আহমেদ  
২. পিতার নাম : মোশারফ করিম                   
৩. মাতার নাম : সালেহ বেগম          
৪. স্থায়ী ঠিকানা:  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           
৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার ,পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       
৬. জন্ম তারিখ  ১৫ . ০৬ . ১৯৯৪            
৭ . শিক্ষাগত যোগ্যতা :        
পরীক্ষার নাম বিভাগ/বিষয়  পাশের সাল     জিপিএ বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন
এস এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১০
এইচ এস সি বিজ্ঞান   ৫.০০  ঢাকা ২০১২
স্নাতক পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৪
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান ৪.০০  ঢাকা ২০১৬

৮.  ধর্ম :    ইসলাম (সুন্নি)            
৯.  জাতীয়তা:    বাংলাদেশী   

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..
নেত্রকোনা 
বিনীত
মো: পারভেজ আহমেদ 


আশা করি চাকরির আবেদন পত্র লেখার নিয়ম আপনাদের উপকারে আসবে। উপরের আবেদন পত্র লেখার নিয়ম এর নমুনা পত্র গুলোর নিয়ম অনুসারে যেকোনো চাকরির ক্ষেত্রে একই নিয়মে আপনি লিখতে পারেন। এখানে উল্লেখ বিষয় হলো আপনি যে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেছেন সেটার নাম লিখবেন আবেদন পত্র লেখার নিয়ম তাহলেই চলবে বাকি সবই একই। মনে রাখবেন কেউ যদি আবেদন পত্র লেখার নিয়ম অমান্য করে তাহলে সে কখনোই আবেদন মঞ্জুর করতে পারবে না।