জীবকোষ ও টিস্যু গুরুত্বপূর্ন জ্ঞানমূলক প্রশ্নোত্তর নবম দশম জীববিজ্ঞান SSC, Class 9 Biology Chapter 2 important

জীবকোষ ও টিস্যু গুরুত্বপূর্ন জ্ঞানমূলক প্রশ্নোত্তর নবম দশম জীববিজ্ঞান SSC, Class 9 Biology Chapter 2 important

জীবকোষ ও টিস্যু গুরুত্বপূর্ন জ্ঞানমূলক প্রশ্নোত্তর নবম দশম জীববিজ্ঞান SSC, Class 9 Biology Chapter 2 important
 

জীবকোষ ও টিস্যু জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায় ২য় বায়োলজি

প্লাজমাডেজমাটা কী? 
উঃ পাশাপাশি কোষসমূহের মধ্যে যোগাযোগ রক্ষাকারী পথকে প্লাজমাডেজমাটা বলে । 

আদি কোষ কী? 
উঃ সুগঠিত নিউক্লিয়াসবিহীন কোষকে আদিকোষ বলে। 

ক্যাম্বিয়াম কী? 
উঃ জাইলেম ও ফ্রেয়েম টিস্যুর মধ্যে যে বলয় (Ring) সৃষ্টি হয় তাকে ক্যাম্বিয়াম বলে । 

টিস্যুতন্ত্র কাকে বলে? 
উঃ একই কাজ করে এমন এক বা একাধিক টিস্যুকে একত্রে টিস্যুতন্ত্র বলে। 

লাইসোজোম কী? 
উঃ জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষাকারী উৎসেচক নিঃসরণকারী কোষীয় অংশকে লাইসোজোম বলে। 

নিউরণ কী? 
উঃ স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলে। 

সিন্যাপস কাকে বলে? 
উঃ একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রনের সাথে মিলিত হওয়ার স্থানকে সিন্যাপস বলে। 

টিস্যু কাকে বলে? 
উঃ একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্য বা কলা বলে।

প্রকৃত কোষ কী? 
উঃ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষকে প্রকৃত কোষ বলে। 

দেহকোষ কী? 
উঃ যেসব কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে তাদের দেহ কোষ বলে। 

কোষ কাকে বলে? 
উঃ বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়া কলাপের একক যা অন্য সজীব মাধ্যম ব্যতিরেরেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে কোষ বলে। 

সরল টিস্যু কাকে বলে? 
উঃ যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। 

জটিল টিস্যু কী? 
উঃ বিভিন্ন কোষ সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় তাকে জটিল টিস্যু বলে। 

মাইক্রোভিলি কী? 
উঃ কোষঝিল্লীর ভাঁজকে মাইক্রোভিলি বলে। 

ক্রিস্টি কাকে বলে? 
উঃ মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটির প্রতিটি ভাঁজকে ক্রিস্টি বলে। 

মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? 
উঃ বেনভা (Benda) ১৮৯৮ সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। 

প্লাস্টিড কয় ধরনের? 
উঃ প্লান্টিড তিন ধরনের। যথা (ক) ক্লোরোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) লিউকোপ্লাস্ট 

সার্ফেস ফাইবার কী? 
উঃ বীজ (তুলো), পাতা বা ফল (নারিকেল) এর পৃষ্ঠ থেকে যে ফাইবার পাওয়া যায় তাকে সার্ফেস ফাইবার বলে। 

জাইলেমে কী কী কোষ থাকে? 
উঃ জাইলেমে থাকে ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার। 

ফ্রোয়েমে কী কী কোষ থাকে? 
উঃ ফ্লোয়েমে থাকে সিভকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার। 

সিডকোষ/সঙ্গিকোষ/ফ্লোয়েম প্যারেনকাইমা কোথায় থাকে? 
উঃ সিভকোষ, সঙ্গিকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম টিস্যুতে থাকে । 

অঙ্গসংস্থানবিদ্যা (Anatomy) কী? 
উঃ অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থানবিদ্যা (Anatomy) বলে। 

স্টোন সেল কী? 
উঃ খাটো, সমব্যাসীয়, লম্বাটে বা তারকাকার শক্ত, পর ও লিগনিন যুক্ত স্লেরেনকাইমা জাতীয় টিস্যুকে স্টোন সেল বলে। 

বাস্ট ফাইবার/কাঠতন্ত্র কী? 
উঃ অত্যন্ত দীর্ঘ, পরু প্রাচীর যুক্ত, শক্ত এবং দুইপ্রান্ত সরু স্ক্লেরেনকাইমা জাতীয় টিস্যুকে বাস্ট ফাইবার বলে। 

জনন কোষ কী? 
উঃ যেসব কোষ জনন কাজে অংশগ্রহণ করে তাদের জনন কোষ বলে। 

অক্সিজোম কাকে বলে? 
উঃ মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে বৃত্তযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজোম বলে।

অন্তঃক্ষরা গ্রন্থি কী? 
উঃ যেসব নালীবিহীন গ্রন্থি হতে হরমোন নিঃসৃত হয় তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। 

ইন্টারক্যালোটেড ডিস্ক কী? 
উঃ হৃদপেশির পরপর দুটি কোষের মধ্যস্থলে যে দাগ দেখতে পাওয়া যায় তাকে ইন্টারক্যালোটেড ডিস্ক বলে।

জিন কোথায় থাকে? 
উঃ জিন ক্রোমোজোমে থাকে। 

অঙ্গ কী? 
উঃ এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণী দেহের অংশবিশেষকে অঙ্গ (Organ) বলে ।