ত্বকের যত্ন রুক্ষ ত্বক হতে সুন্দর হওয়ার টিপস - Skin care tips at home in Bengali new idea

ত্বকের যত্ন রুক্ষ ত্বক হতে সুন্দর হওয়ার টিপস - Skin care tips at home in Bengali new idea

সুন্দর মুখের জন্য সর্বদা ত্বকের যত্ন নিতে হয়। ত্বকের যত্ন না নিলে ত্বক রুক্ষ বিশ্রী দেখায়। নিয়ম মাফিক ত্বকের যত্ন নিলে মনও ভালো থাকে। তাই সুন্দর মুখের যত্ন নিতে নিচের টিপস গুলো ফলো করা খুবই প্রয়োজন। 


মুখ ধৌত করতে গরম পানি ব্যবহার করবেন না:
অনেকেই আছেন গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করতে পছন্দ করেন। কিন্তু তা খুবই খারাপ কারণ আপনি যখন গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করেন তখন তা আপনার ত্বকের প্রয়োজনীয় তেল সহ তা পরিষ্কার হয়ে যায়, যার ফলে আপনার মুখ শুষ্ক দেখায়। আপনি যদি ইতিমধ্যে শুষ্ক ত্বকের সমস্যায় ভুগেন তাহলে আপনাকে গরম পানি দিয়ে মুখ পরিষ্কার না করে ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। 

মৃদু ক্ষারের ক্লিনজার ব্যবহার করুন:
ত্বক শুষ্ক হলে ত্বকের ধরন অনুযায়ী সেরা ফেসিয়াল ক্লিনজার বাছাই করতে হবে। ফেসিয়াল ক্লিনজার মুখের তেল, ময়লা এবং মেকআপের ভিতর থেকে পরিষ্কার করে যার ফলে মুখে বর্ন বা শুষ্ক হয় না। 

এক্সফোলিয়েট ব্যবহারে নেতিবাচক চিন্তা বদলান:
লোকেরা প্রায়শই ত্বক শুষ্ক থাকলে এক্সফোলিয়েট ব্যবহার করতে চান না কারণ তারা ভাবে এগুলো ব্যবহারে ত্বক আরো বেশি শুকিয়ে যেতে পারে। সত্যি বলতে ত্বক শুষ্ক থাকলে ত্বক বেশি মারা যায় এবং তা ত্বকের উপরিভাগে লেগে যায় যার ফলে আপনার ত্বক নিস্তেজ, ছিদ্র ছিদ্র এবং ফ্যাকাশে দেখায়। কিন্তু এক্সফোলিয়েট ব্যবহারে এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং মসৃণ করতে সাহায্য করে। 

হ্যালুরোনিক অ্যাসিড সিরাম ব্যবহার করুন:
শুষ্ক ত্বকের ত্রাণকর্তা হ্যালুরোনিক অ্যাসিড। এটি ত্বকে আর্দ্রতা আটকিয়ে রাখতে এবং আর্দ্রতা আকৃষ্ট করতে সাহায্য করে। পরিষ্কার বেজা ত্বকে হ্যালুরোনিক অ্যাসিড ব্যবহার করুন। 

প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যাবহার করুন:
তৈলাক্ত ত্বক পাতলা থাকে সেখানে যেকোনো ময়েশ্চারাইজার ব্যবহার উপকৃত পাওয়া যায় কিন্তু শুষ্ক ত্বকের জন্য সাবধানতার সাথে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। শুষ্ক ত্বকের স্কোয়ালেনের হাইড্রেটিং বা হাইলুরোনিক অ্যাসিড, ভিটামিন-সি এবং রেটিনলসহ ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে। এটি ত্বককে পুষ্ট করবে এবং  সুরক্ষিত রাখবে। 

গোসল করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন:
গোসল থেকে বেরিয়ে মুখ হালকা মুছে ময়শ্চারাইজার প্রয়োগ করুন। কারণ তখন মুখে স্যাঁতসেঁতে এবং পরিষ্কার থাকে ওই সময় ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বকের উপরিভাগে ময়শ্চারাইজারের উপাদানগুলি প্রবেশ করতে পারে। ফলে মুখ মসৃণ হয়। 

মুখে তেল দিয়ে ময়েশ্চারাইজার লক করুন:
আপনার ত্বক অত্যন্ত শুষ্ক হলে আপনি ময়েশ্চারাইজার লাগানোর পর এর উপরে কয়েক ফোঁটা ফেসিয়াল অয়েল প্রয়োগ করতে পারেন। ব্যবহার করলে ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট পাবে এবং ত্বক হাইড্রেট হবে। তাড়াতাড়ি ত্বকের উন্নতির জন্য প্রতিদিনের রুটিনের সাথে কাজটি করতে পারেন। 

প্রতিদিন সানব্লক ব্যবহার করুন:
যেকোনো ধরনের ত্বকের জন্য সানব্লক ব্যবহার করা খুবই জরুরি। সূর্যের রোশনি ত্বককে পুড়ে শুষ্ক করে ফেলে। এসপিএফ-৩০ সানব্লক ব্যবহার করতে হবে আর এর থেকে কম ব্যবহার করতে চাইলে সানব্লকের সাথে ময়েশ্চারাইজার একত্রিত করে ব্যবহার করুন। 

ঠোঁট শুষ্ক হতে দিবেন না:
শরিলের মধ্যে মুখের তুলনায় ঠোট শুষ্কতার প্রবণতা অত্যন্ত বেশি। সব সময় ঠোটের যত্ন নিতে হবে ঠোটের যত্নে লিপ বাম লাগাতে পারেন তা হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। তাছাড়া আপনি হাইড্রেটিং লিপস্টিক ব্যবহার করতে পারেন যা আপনার তৎকে মোটা, লাল, শিশিরের চকচকে রাখবে। 

হাইড্রেটিং মেকআপ ব্যবহার করুন:
আল্ট্রা-ম্যাট মেকআপ ত্বককে শুষ্ক রাখে। তখন ত্বককে হাইড্রেট করতে মেকআপ ফর্মুলা যেমন হায়ালুরোনিক অ্যাসিড আছে যা ময়েশ্চারাইজড করবে এবং আপনার মুখের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে। 

হাইড্রেটিং স্কিন কেয়ার প্রোডাক্ট এড়িয়ে চলুন:
ত্বককে হাইড্রেটিং স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে চেহারার উজ্জ্বলতার ভাব প্রকাশ করা যায়। ত্বক শুষ্ক থাকার ফলে মুখে যে নিস্তেজ দেখায় তা এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে বৃদ্ধি পাবে। 

ভিজা ত্বকে  হাইড্রেটিং উপাদান ব্যবহার করুন:
ত্বক শুষ্ক হলে মুখটি হালকা হালকা ভিজা ভিজা থাকা ভালো তখন মুখে হাইড্রেটিং উপাদান ব্যবহার করুন যা ত্বককে পুষ্টির জোগান দিবে। 


প্রতিদিন এই টিপস গুলো ফলো করলে মাস খানিকের মধ্যেই ত্বক সুন্দর, ফর্সা এবং মলমলে হয়ে যাবে।