নিমন্ত্রণ পত্র রবীন্দ্র বা নজরুল জয়ন্তী বা সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে

নিমন্ত্রণ পত্র রবীন্দ্র বা নজরুল জয়ন্তী বা সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে

রবীন্দ্র জন্মজয়ন্তী অথবা নজরুল জয়ন্তী অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে নিমন্ত্রণপত্র
নিমন্ত্রণ পত্র লিখার নিয়ম 
আমরা জানি ব্যক্তিগতপত্র অনানুষ্ঠানিক ভাবে পত্র লিখা হয় কিন্তু নিমন্ত্রণ পত্র লিখতে হয় আনুষ্ঠানিক ভাবে। এখানে সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ দেওয়ার জন্য এ ধরণের নিমন্ত্রণ পত্র লিখা হয়। তাই বলা যাই যে অনুষ্ঠানে অতিথিদের দাওয়াত বা আমন্ত্রণ জানানোর জন্য যে ধরনের পত্র লেখা হয়, তাকে নিমন্ত্রণ পত্র বলে। এ ধরনের পত্র লিখার কিছু ব্যতিক্রম নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। যেমন :

যথাযোগ্য শিষ্টাচার : 

ক. জনাব, সুধী, মহাত্মন ইত্যাদি। 
খ. অনুষ্ঠানের তারিখ, সময়, স্থান। 
গ. নিমন্ত্রণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম পরিচয় ইত্যাদি দেয়া। 

নিমন্ত্রণ একই লিখাসম্পন্ন পত্র বহুজনের কাছে পাঠানো হয়। আবার একটি নিমন্ত্রণ একের অধিক জনকে নিমন্ত্রণ পাঠানো যায়। যা ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। 

নিমন্ত্রণ পত্র লিখার নমুনা 
তোমার কলেজ নজরুল জয়ন্তী/সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে একখানি নিমন্ত্রণপত্র রচনা কর। 

অথবা, কোনো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়ে একখানি পত্র রচনা কর। 

অথবা, রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা কর। 


প্রিয় সুধী,
আগামী ৭ই মে ২০২৩ বিকাল ১০ ঘটিকায় জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের / বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জম্মদিন  উপলক্ষে আমাদের স্কুলে/কলেজে মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন জনাব আলহাজ্জ্ব এ কে এম ফজলুল হক সাহেব।
উক্ত অনুষ্ঠানকে আনন্দময়ী ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনার উপস্থিতি আমাদের একান্তভাবে কাম্য।
অনুষ্ঠান সূচি 
 সকাল ১০.১৫ মিনিট 
সকাল ১০.২০ মিনিট 
সকাল ১০.২৫ মিনিট 
অতিথিদের আসন গ্রহণ 
পবিত্র কোরআন তিলাওয়াত 
আলোচনা সভা 
তারিখ : ৭ই মে ২০২৩
     ঢাকা 
বিনীত 
পারভেজ 
সাংস্কৃতিক সম্পাদক 
সেনা স্কুল এন্ড কলেজ
 

দ্রষ্টব্যঃ পরীক্ষায় রবীন্দ্র জয়ন্তী আসলে নজরুল বাদ দিয়ে এবং নজরুল জয়ন্তী আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিয়ে লিখতে হবে।