প্রতিবেদন একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ

প্রতিবেদন একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ

তোমাদের বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রতিবেদন রচনা কর। ( tumar biddaloye akushe february udjapon upolokhe ayojito onustanmalar biboron diye protibedon rochona koro )

প্রশ্ন: তোমাদের বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রতিবেদন রচনা কর।

অধ্যক্ষ,
সরকারি তিতুমীর কলেজ, 
বীর উত্তম এক খন্দকার রোড, ঢাকা ১২১৩। 

বিষয়: অত্র প্রতিষ্ঠানে মহান একুশে ফ্রেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা প্রসঙ্গে পূর্ণাঙ্গ প্রতিবেদন। 

সম্প্রতি বিদ্যালয়ে অনুষ্ঠিত একুশে ফেব্রুয়ারি উদযাপন অনুষ্ঠান সম্পর্কে যে প্রতিবেদন চাওয়া হয়েছে তা নিম্নে পেশ করা হলো --

 
ভাব গাম্ভীয্য এর মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ 
‘২১ ফেব্রুয়ারি’ আমাদের জাতীয় জীবনের এক উল্লেখযোগ্য দিন। এদিন বাঙালি জীবনে এক দাবি আদায়ের দিন। কারণ এদিনে আমাদের প্রিয় মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের জন্য আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন। রাস্তার কালো পিচ ঢালা পথ সেদিন রক্তে হয়েছিল রঞ্জিত। খালি হয়েছিল নাম না জানা অনেক মায়ের বুক। যার ফলে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা, যে দিনটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেব স্বীকৃতি পেয়েছে। সেদিনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এ বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছরও তাই হয়েছে। এ উপলক্ষে কবিতা রচনা, প্রবন্ধ লিখন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিষয়ের ওপর প্রথম ও দ্বিতীয় স্থান প্রাপ্তদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করা হয় যার ব্যয়ভার অত্র প্রতিষ্ঠানের কোষাগার থেকে প্রদান করা হয়। এছাড়া ভাষা শহিদদের স্মরণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়। অনুষ্ঠান শেষভাগে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবীব। এছাড়া উক্ত অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সমাজসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সভাপতি মহোদয় ভাষা শহিদদের মর্যাদা ও তাঁদের কৃতিত্বের অনুপ্রেরণ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যা শিক্ষার্থীদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করেছে। 
২১ ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি অত্র এলাকায় আমাদের এ প্রতিষ্ঠানের ভাব-মূর্তিতে ব্যাপক হারে প্রভাব ফেলেছে। আরন্ত থেকে সমাপ্তি পর্যন্ত এ অনুষ্ঠানটি  মাননীয় সভাপতির তত্ত্বাবধানে সু-শৃঙ্খল ভাবে সমাপ্ত হয়েছে।

'সাকিব খান'
প্রতিবেদক 
 
প্রতিবেদনের নাম                                 : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 
প্রতিবেদনের শিরোনাম                          : ভাব গাম্ভীয্য এর মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ 
প্রতিবেদকের নাম                                 : সাকিব খান
প্রতিবেদন তৈরির সময় ও তার               : ২৩/০৮/২০২২  ইং
প্রতিবেদন তৈরির স্থান                          : সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গন
প্রতিবেদনের ধরন                                : বিশেষ ধরন