বাংলাদেশ থেকে অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করার সহজ পদ্ধতি Earn money online

বাংলাদেশ থেকে অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করার সহজ পদ্ধতি Earn money online

বাংলাদেশে ঘরে বসেই আপনি অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম থেকে প্রচুর পরিমানে বিদেশে টাকা আয় করতে পারেন। দিন দিন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অনলাইন কাজের পরিমাণও বেড়ে যাচ্ছে। যারা এসব অনলাইনের প্লাটফর্ম থেকে জড়িত তারাই শুধু এই করতে পারছে আর যারা এসব প্লাটফর্ম থেকে অগ্রত তারাই কিছু করতে পারছে না। আমাদের দেশে বেকারত্বের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই সমস্যা সমাধান করার জন্য কিছু আলোচনা করা হলো :

ইউটুব থেকে ইনকাম করার সহজ উপায় -
ইউটুব থেকে টাকা ইনকাম করা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়। এর জন্য আপনি শুধু মাত্র একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। জিমেইল একাউন্ট থেকে ইউটুব ওয়েবসাইটে ঢুকলেই ইউটুবে এ একটি একাউন্ট হয়ে যাবে। সেখানে আপনি আপনার মোবাইলে বিভিন্ন ধরণের ভিডিও ইউটুবে ছাড়লেই তা যদি দর্শক জনপ্রিয়তা পাই তাহলেই ইনকাম করতে পারবেন। আগে ইউটুব থেকে ভিডিও আপলোড করলেই টাকা ইনকাম করা গেলেও বর্তমানে ইউটুব ৩টি নিয়ম বা শর্ত পূরণ করতে হয় টাকা ইনকাম করার জন্য প্রথম শর্তটি হলো আপনার চ্যালেনের ১০০০ সাবস্ক্রাইব, ১০০০০ হাজার ওয়াচ টাইম এটি হতে হবে এক বছরের মধ্যে এর তৃতীয় শর্তটি হলো ভিডিও গুলো কপি আইন মেনে চলা। এই তিনটি শর্ত মেনে চলেই আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন। আপনি যা রান্না করতে পারেন, যে বিষয়ে আপনার জ্ঞান আছে (পড়াশুনার ব্যাপারে হলে ভালো হয়), আশেপাশের সুন্দর প্রকৃতির ভিডিও ধারণ করেও আপনি ভিডিও তৈরী করতে পারেন। 

আপওয়ার্ক থেকে ইনকাম -
আল্লাহ তালার রহমতে আমার সর্ব প্রথম ইনকাম আপওয়ার্ক থেকেই শুরু হয়েছিল। তখনও আমার ইউটুবের একাউন্ট ছিল কিন্তু আপওয়ার্ক দাঁড়াই আমার প্রথম ইনকাম। প্রথমে আপনার চিন্তা ধারণা করে আপওয়ার্ক একাউন্টটি খুলতে হবে। সেখান থেকে আপনি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ এবং বুকমার্কিং ইত্যাদি কাজ নিয়ে সেখান থেকে এই করতে পারেন। আমি আপনার প্রথম কাজের ধারণা আপনাকে বলছি ২০ ডলারের বিনিময়ে আমি একটি কাজ পেয়েছিলাম সেখানে আমার আমেরিকার বিভিন্ন বৃদ্ধাশ্রমের মালিকদের কন্ট্রাক্ট ইনফরমেশন জোগাড় করা। যা আমার জন্য খুবই সহজ ছিল এবং সহজেই ৭ দিনের কাজ তিন দিনে ডেলিভারি করি। তাছাড়া আপনি যদি অন্যান্য কাজের অভিজ্ঞ থাকে তাহলে আপনি সে সব কাজ আপওয়ার্ক ধারা নিতে পারেন। আপওয়ার্ক এর মতো আরো অনেক কাজের জন্য সাইট রয়েছে ফিভার, ফ্রীলান্সার, গুরু, পিপলপারআওয়ার এবং হাবস্টাফট্যালেন্ট ইত্যাদি এগুলা সাইট থেকেও প্রচুর আর্নিং করা যায়।  

ব্লগে লিখালিখি করে -
বর্তমানে অনেক সাইট রয়েছে যেখানে বিনা মূল্যে ওয়েবসাইট তৈরী করা যায়। আপনি একটি ডোমেইন কিনে সেখানে ওয়ার্ডপ্রেস ধারা একটি ওয়েবসাইট তৈরী করে গুগল এডসেন্স দিয়ে প্রচুর পরিমানে বিদেশি মুদ্রা আয় করতে পারেন। আপনি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে লেখালেখি করতে পারেন। তাছাড়া আপনার যদি ডোমেইন কিনার সামর্থ্য না থাকে তাহলে আপনি গুগল এর ব্লগস্পর্ট ডট কম থেকে একটি জিমেইল ধারা ওয়েবসাইট তৈরী করতে পারেন। সেখানে আপনি কোনো টাকা খরচ না করে লেখালেখি করে আপনি গুগল থেকে ভালো একটি প্রফিট আয় করতে পারবেন। কিন্তু আপনি যদি চান নিজস্ব ওয়েব সাইট তৈরী করতে তাহলেও কোনো সমস্যা নেই আপনি গুগল ফ্রি ডোমেইন হোস্টিং লেখে সার্চ দিলেই দেখা যাবে অনেক ডোমেইন আছে তারা ১ বছরের জন্য ডোমেইন হোস্টিং ফ্রি তে দেয়। যেমন ইনফিনিটিফরী, ০০০ওয়েবহোস্ট, ফ্রিহোস্টিয়া, উইক্স এবং গুগল ক্লাউড হোস্টিং ইত্যাদি।    

সার্ভে করে ইনকাম -
বাংলাদেশ থেকে সার্ভে করা তা তেমন সহজ নয় কারণ বাংলাদেশের কারেন্সি অন্যানো ধনী দেশের তোলনায় কম। তবুও কিন্তু অনেকে সার্ভে করে প্রতি মাসে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত আয় করতেছে। তারা মূলত ভিপিএন ব্যবহার করে কাজটি করে। ভিপিএন গুলো অবশ্যই পেইড ভিপিএন হতে হবে। সার্ভেতে মুততে গেম খেলতে, ইনফরমেশন দেওয়া, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা, এড দেখা ভিডিও দেখা এবং বিভিন্ন টাস্ক পূরণ করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। এছাড়া আপনি যদি ভিপিএন ছাড়া কাজ করেন তাহলে আপনি কাজ করেই যাবেন কোনো ইনকাম হবে না খালি সময় অপচয় হবে।  

ফেইসবুক থেকে ইনকাম -
আপনি একটি যেকোনো ক্যাটাগরি ফেইসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারেন। ইউটুব এর মতো এখানেও শর্ত রয়েছে আপনাকে ১০ হাজার ফলোয়ার এবং ৬০ দিনের মধ্যে দিনের মধ্যে ৩০ হাজার ওয়াচ টাইম লাগবে। যেকোনো বিষয়ের উপর কনটেন্ট তৈরী করে আপনি নিয়মিত আপলোড করতে থাকলেই আপনি সহজেই মনেটিযাশন পেয়ে যাবেন। এছাড়া ফেইসবুক পেজে আপনি বিভিন্ন বস্তু অনলাইনে বিক্রি করে টাকা বিকাশের মাধ্যমে টাকা উত্তলন করতে পারেন। বর্তমান সময়ে গেম লাইভ করে টাকা কামাচ্ছে বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষরা। অনেকে দেখা যায় পেজ বিক্রি করে অথবা তার পেজ অন্য কোনো পণ্য প্রমোশন করেও টাকা হাতিয়ে নিচ্ছে। 

এফিলিয়েট  মার্কেটিং করে ইনকাম -
১০ বছর ধরে অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম পদ্ধতি বেশ জনপ্রিয় অবস্থানে আছে। বাংলাদেশেও অনেক প্রতিষ্টান রয়েছে যেখানে এফিলিয়েট মার্কেটিং করে রকেট, নগদ বা বিকাশের মাধ্যমে টাকা তুলে যায় কিন্তু এতে টাকার পরিমান খুবই কম। কিন্তু বিদেশী সাইট থেকে এফিলিয়েট  মার্কেটিং করলে অনেক টাকা আয় করা যায়। এইখানে কাজটি হলো ধরুন আমাজন ওয়েব সাইট থেকে একটি জামা বিক্রি করবে, আপনি সেই জামাটি আপনার বন্ধুদের দেখালেন, কেউ একজন আপনার দেওয়া লিংক থেকে জামাটি ক্রয় করলো তাহলে আপনি ঐ জামার সম্পূর্ণ মূল্যের ২০% টাকা আপনি পাবেন। এইভাবে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন পোস্টের কমেন্টে, সোশ্যাল বুক মার্ক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে করে ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে টাকা ইনকাম করা যায়। 

নোট বিক্রি করে ইনকাম -
আমরা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয় গুলোতে প্রচুর নোট তৈরী করি বিভিন্ন ম্যাথ করি পরে বছর শেষে পাশ করে ফেললে এগুলো ফেলে দেই। কিন্তু এই নোট গুলো চড়া মূল্যে আমরা বিক্রি করতে পারি। বিভিন্ন ওয়েব সাইট আছে যেমন স্লাইডশেয়ার ডটনেট, চেগ ডটকম, একাডেমিয়া ডটএডু এবং রিসার্চগেট ডটনেট ইত্যাদি ছাড়াও আরো অনেক ওয়েব সাইট রয়েছে সেখানে বিনা মূল্যে একাউন্ট খুলে আপনার নোট গুলি বা বিভিন্ন ম্যাথের সমাধান করে বিদেশী মুদ্রা আয় করতে পারবেন। 

অ্যাপ দিয়ে ইনকাম -
বর্তমান যুগে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে মোবাইল সেটগুলি সেই সাথে বাড়ছে অ্যাপ এর চাহিদা। ফ্রীলান্সারেরা অ্যাপ তৈরী করে বিশাল অংকের টাকা গুগল এডসেন্সের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। প্লেস্টোরে ১ টি একাউন্ট খুলে সেখানে আপনার বানানোর তৈরী অ্যাপ ছাড়লেই আপনার আয় হওয়া শুরু হয়ে যাবে। 


এই ওপরের উপায় গুলো হলো অনলাইনের ইনকাম করার সবচেয়ে সহজ রাস্তা। সবচেয়ে বেস্ট এন্ড্রোইড অ্যাপ ফর মানি আর্নিং ইন বাংলাদেশ ২০২২ এর মধ্যে এখনো কোনো ইনকামের তেমন ভালো অ্যাপ বাজারে আসেনি। তবে টাকা খরচ করে অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করা যাই আমি এই কথা শুনেছি তবে কতটা সত্য তা আমার জানা নেই।আমি আপনাদের বলেছি অনলাইন ইনকাম  বিডি  পেমেন্ট  বিকাশ ২০২২ এ বাংলাদেশের কিছু এফিলিয়েট মার্কেটিং যেমন দারাজ বা আরো অন্যান্য থাকতে পারে বা ফেইসবুক প্রমোশনের  মাধ্যমে টাকা পাবেন। সব সময় মনে রাখবেন আপনার সাহস ও ইচ্ছা শক্তির মাধ্যমেই অনলাইন টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে সবসময় আমরা ইয়ার্ন মানি অনলাইন ইন বাংলাদেশ দুনিয়াতে স্বাগতম করি।