বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাওয়ার উপায় Bkash Vule Taka Chole Gele ta pawar upai

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাওয়ার উপায় Bkash Vule Taka Chole Gele ta pawar upai

আমরা অনেক সময় বিকাশে ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেয়। পরে ওই ব্যক্তিকে জানানো হলে হয়তো তিনি টাকাটি দিয়ে দেয় অথবা টাকাটি নিজে নিয়ে নেয়। আজকে আমরা জন্য কিভাবে ভুল নাম্বারে টাকা চলে গেলে কিভাবে টাকাটি ফেরত পাবো। পদ্ধতি বিকাশ, রকেট, নগদ যেকোনো ক্ষেত্রে প্রযুজ্য হবে। 

পদ্ধতি ১: যদি আপনার ভাগ্য ভালো থাকে তবে ঐ নাম্বারে যদি কোনো বিকাশ একাউন্ট খোলা না থাকে তাহলে আপনি সাথে সাথে আপনার টাকাটি ফেরত পাবেন নিচে প্রসেসটি উল্লেখ করা হলো :

  • প্রথমে বিকাশের অ্যাপ টির হোম পেজ এ যান সেখানে দেখবেন "সেন্ড মানি" এখানে ক্লিক করুন। 
Bkash-Vule-Taka-Chole-Gele-ta-pawar-upai-1
  • সেখানে ক্লিক করার পর দেখবেন "বাতিল" কথাটি, সেখানে ক্লিক করুন।   
Bkash-Vule-Taka-Chole-Gele-ta-pawar-upai-2
  • সর্বশেষ হ্যা বাটনে ক্লিক করুন।  
Bkash-Vule-Taka-Chole-Gele-ta-pawar-upai-3

পদ্ধতি ২ : প্রথমে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন তাকে কোনো ফোন করা যাবে না। আপনি আপনার নিকটস্থ থানায় একটি জিডি করবেন যে আপনি অমুক নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলাম কিন্তু ভুল বসত এই নাম্বারে টাকাটি চলে গেছে এই বিষয়ে থানায় একটি থানায় একটি সাধারণ জিডি করবেন। পরে  জিডির কপি নিয়ে আপনি যাবেন বিকাশ কাস্টমার কেয়ার অথবা বিকাশ সেন্টারে এ যাবেন। তখন তারা  জিডির কপি দেখে সাথে সাথে ঐ যে বিকাশের নাম্বারটিতে ভুল করে টাকা পাঠিয়েছেন ওটি ওনারা বন্ধ করে দিবে। বন্ধ করে দিয়ে ঐ নাম্বারটি তে ফোন দিয়ে জিজ্ঞেস করা হবে আপনার এই টাকাটি আপনার কোন যদি ব্যক্তিটি বলে না , তাহলে ওনার একাউন্টি সাথে সাথে ওপেন করে দেয়া হবে এবং আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। আর যদি ব্যক্তিটি বলে হ্যা টাকাটি আমার। তাহলে ওনাকে অনুরোধ করা হবে ৬ মাসের ভিতরে ওনাকে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করে প্রমান করতে বলা হবে যে টাকাটি ওনার। তিনি যদি ৬ মাসের ভিতরে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ না করে তাহলে আপনার টাকাটি আপনি পেয়ে যাবেন। আর এরই মধ্যেই আপনি তার সম্পর্কে জানতে আপনার মোবাইলে নাম্বারটি সেভ করুন তখন দেখেন তিনি হোয়াটস্যাপ, ফেইসবুক, ইমো, ট্রু কলার ইত্যাদি ব্যবহার করে কিনা এর মাধ্যমে আপনি তার সম্পর্কে জানতে পারবেন। 

এই দুইটি উপায়য়েই কেবল বিকাশ থেকে ভুলে টাকা চলে গেলে টাকা উত্তেলন করা যাই তবে যে নাম্বারে ভুলে টাকা চলে গিয়েছে তিনি যদি টাকাটি উত্তেলন করে ফেলেন তাহলে টাকাটি নেওয়া কষ্ট সাধ্য হয়ে পরবে। ১৬২৪৭ তে ডায়াল করে বিকাশর হেল্পলাইন দিন রাত ২৪ ঘন্টা যোগাযোগ করতে পারবেন।  

ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আপনি জানতে পেরেছেন বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয় কি কি আপনার। নগদে ভুল নাম্বারে টাকা গেলে আপনি একই পদ্ধতি অবলম্বন করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না। বিকাশে থেকে টাকা ফেরত আনার নিয়ম হলো এই দুটি মাধ্যম যা বিকাশ অফিসিয়াল ভাবে বলা হয়েছে। এখানে জেনে নিন বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফিরে পাওয়ার সকল উপায় নতুন সংলগ্ন উপায়ে। বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয় গুলো করলেই ইনশাআল্লাহ আপনি আপনার টাকাটি ফেরত পেয়েযেতে পারেন। ভুল নম্বরে টাকা চলে গেলে যেভাবে ফেরত পাবেন তা এখানে বলা হলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তাতে তারাও উপর্কিত হবে। ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে পদ্ধতি গুলো অবলম্বন করুন। এই ভাবেই শুধু মাত্র বিকাশে ভুলবশত টাকা গেলে ফেরত পাবেন যেভাবে তার নিয়মাবলী। বিকাশে ভুলে অন্য নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয় পড়ুন ভালো থাকুন।