বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং বিষয়ক প্রতিবেদন রচনা

বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং বিষয়ক প্রতিবেদন রচনা

প্রশ্ন: বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং বিষয়ক প্রতিবেদন রচনা কর। ( bidhut bivantro somporke protibedon )

বিদ্যুৎ এখন আর যায় না, মাঝে মাঝে আসে 
নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ ক্রমগত বিদ্যুত ঘাটতি দেশকে ক্রমেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ক্রমবর্ধমান লোডশেডিংয়ের জাঁতাকলে পড়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। জীবনযাত্রার ভোগান্তিবাড়ছে। লেখাপড়া, কল-কারখানা, ব্যবসায়-বাণিজ্য-সর্বত্রই উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সন্ধ্যা হলেই অধিকাংশ এলাকা ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। শুধু সন্ধ্যার পর নয়, দিনেও এখন সমানে লোডশেডিং হচ্ছে। এ কারণে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। ভেপসা গরম সহ্য করে মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করতে হচ্ছে শিক্ষার্থীদের। অন্যদিকে বিদ্যুৎনির্ভর চাষাবাদ, ব্যবসায় বাণিজ্য আজ ধ্বংসের মুখে। ডিজেলে চালিয়ে জেনারেটরে লাখ লাখ টাকার জ্বালানির অপচয় হচ্ছে। লোডশেডিংয়ের সঙ্গে লো-ভোল্টেজের কারণে মেশিনারি জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ফলে অনেক পরিবার আজ পথে বসতে চলেছে। গত তিন মাস ধরে চরম বিদ্যুত সংকটের কারণে বোরো চাষ মারাত্মক ব্যাহত হচ্ছে। চাহিদার মাত্র ৪০-৫০ শতাংশ বিদ্যুত পাওয়া যাচ্ছে। এভাবে বিদ্যুত্-সংকট চলতে থাকলে একসময় যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, তা বর্ণনাতীত। দেশবাসীর মনে প্রশ্ন কবে শেষ হবে এ গভীর অমানিশার কাল? এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে হবে- বিদ্যুত উৎপাদনের বিকল্প উত্স হিসেবে সৌরশক্তি, তাপশক্তি, গ্যাস, কয়লা ইত্যাদিকে কাজে লাগিয়ে সহজেই বিদ্যুত উৎপাদনের নতুন নতুন ইউনিট উদ্ভাবন করা যেতে পারে। বিদ্যুতের অপব্যবহার রোধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতার প্রয়োজন সর্বাগ্রে। আজকাল শহরের আধুনিক মার্কেটগুলোয় বিপুল পরিমাণ আলোকসজ্জা করে বিদ্যুতের অপচয় করা হচ্ছে, তা ছাড়া বিভিন্ন বিজ্ঞাপন যেমন নিয়ন সাইন, লাইটিং সাইন ইত্যাদিতেও বিদ্যুতের অপচয় লক্ষণীয়। বিভিন্ন বাসাবাড়ি, কলকারখানায় বিদ্যুতের যেসব অবৈধ সংযোগ রয়েছে তা বিচ্ছিন্ন করতে হবে। যথাসময়ে এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। বড় কলকারখানাগুলোতে বিদ্যুত ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে দিতে হবে। 
বেকার সমস্যা ও নানা দুরূত্ব সংকটে জর্জরিত এ দেশের এখন প্রয়োজন নতুন নতুন কলকারখানা স্থাপন, স্থাপিত কলকারখানাগুলোর সম্প্রসারণ ও তাদের শক্তির পূর্ণতম ব্যবহার, প্রয়োজন দেশজুড়ে একটা কর্মমুখর জোয়ার আনা। এটি সম্ভব হবে পর্যাপ্ত বিদ্যুত সরবরাহ হলে । 

বিনীত প্রতিবেদক
সাকিব