বিলুপ্ত প্রজাপতি মাদেইরান লার্জ ওহাইট - Madeiran Large White

বিলুপ্ত প্রজাপতি মাদেইরান লার্জ ওহাইট - Madeiran Large White

বিশ্ব উন্নত হওয়ার আগের থেকেই বিভিন্ন প্রাণী বিভিন্ন সময়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রাকৃতিক কারণেও বিলুপ্ত হয় আবার মানব সৃষ্ট কূ-কর্মফলের জন্যে। এমনেই একটি প্রাণী হলো মাদেইরান লার্জ ওহাইট বাংলায় যার নাম দাঁড়ায় বৃহত্তর সাদা মাদেইরান। ১৮৮২ সালে সর্ব প্রথম এই মাদেইরান লার্জ ওহাইট প্রজাপতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রজাপতিটি সুন্দর হওয়ার কারণে এর খবর পাওয়ার পর থেকে মানুষ জঙ্গলে খোঁজ নিতে শুরু করে। নিরীহ মাদেইরান লার্জ ওহাইট কে অনেক দুষ্ট লোকেরা নিয়ে খাসায় বন্দি করে রাখতো। এটি বহু বছর যাবৎ কাব্বাগে বুটারফ্লাই (পিয়েরিস ব্রাসিকাই) এর উপ-প্রজাতি হিসাবে ধরা হতো। এখন সেটির নিজস্ব প্রজাতি রয়েছে পিয়েরিস ভোলাস্টনি। প্রায় ৬৭-৭২ মি.মি  চওড়া বৃহত্তর প্রজাপতি এবং সাদা রং হওয়ায় এটির নাম রাখা হয়। এই প্রজাপতির মহিলারা পুরুষদের তুলনায় হলদে ভাব এবং সাদা সাদা ছোপ বেশি থাকে। কিছু মাদেইরান প্রজাপতি সবুজ রঙের কালো পিণ্ড থাকে ডানার শেষ প্রান্তে এবং সম্পূর্ণ শরীল হলদে রঙের হয়ে থাকে। ১৯৯৭ সালে আমেরিকায় একটি জরিপে দেখা গিয়েছে যে মাদেইরান লার্জ ওহাইট প্রজাপতি হলো তাদের অঞ্চলের বৃহত্তর প্রজাতি। মার্চ থেকে অক্টোবরের শেষ পর্যন্ত তাদের প্রজননের সময় থাকে। এই প্রজাপতি পিয়েরিস ভোলাস্টনি (বাটলার, ১৮৮৬), এরা অনিমালিয়া পর্বের, আর্থ্রোপোডা বর্গের, ইনসেক্টা শ্রেণীর, পিডোপটেরা  গণের, পিএডিডাই প্রজাতির অন্তৰ্ভুক্ত। তারা খোলা জায়গায় বসবাস করতে পছন্দ করতো। তাই তারা ঘন জঙ্গলের ভিতরে উন্মুক্ত উপত্যকা বেঁচে নেয়। লরিসিলভা লরেল বন দ্বীপের উত্তর দিকে খোলা উপত্যকাতে এই প্রজাপ্রতি গুলো বসবাস করতো। 

তাদের যত বারই দেখা গিয়েছিলো তারা বেশিরভাগই মাদেইরার লরিসিলভা বনের উত্তর-উন্মুক্ত উপত্যকায় দেখা গিয়েছিলো আর কোথাও দেখা যায়নি। তারা এমন আবাসস্থল বেছে নিয়েছে কারণ সেখানে প্রচুর পরিমাণে লার্ভা হোস্টপ্ল্যান্ট বৃদ্ধি পায় এবং সহজেই থিসল এবং ন্যাপউইড উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করা যায়। তাদের  স্ত্রী প্রজাপতি ডিমগুলিকে ক্যাপারিস স্পিনোসা এবং ট্রোপেলাম মাজুস গাছের পাতায় জমা রাখে। প্রজাপতিগুলো নিজেদের বিভিন্ন পোকামাকড় থেকে বাঁচতে বিষ ব্যবহার করতো। তারা তাদের ডিমগুলিতে সরিষার তেল মিশিয়ে গাছগুলিকে বিষাক্ত পদার্থ উৎপন্ন করতো। কিন্তু এতে বাছা গুলো সুরক্ষিত থাকতো এবং পাখিদের আকৃষ্ট করতো না। প্রজাপতিগুলি বিষাক্ত গন্ধ নির্গত করে যার ফলে তাদের শত্রুরা তাদের কাছে আসে না। ছোট প্রজাপ্রতি গুলো দল বদ্ধ হয়ে বসবাস করে এবং পূর্ণ বয়স্ক হলে তারা আলাদা হয়ে যায়। প্রজাতিটি মাদেইরা দ্বীপের স্থানীয় প্রজাতিদের মধ্যে একটি এবং সেখানেই এরা সীমাবদ্ধ ছিল। ১৯৭০ সালে প্রথম বিলুপ্ত প্রাণীর তালিকায় নাম এর নাম আসে। এছাড়া ১৯৮০ সালে এই প্রাণীর অধিক পরিমানে দেখা গিয়েছিলো এমন কিছু তথ্য পাওয়া যায়। পরে ১৯৯০ সালে হারিকেন দিয়ে খোঁজার পরও তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। গত ৩০ বছরেও বিশ্ব এর দেখা পাইনি। তাই এটি সম্পূর্ণ বিলুপ্ত বলে গণ্য করা হয়। ১৯৮৬ সালে সর্বশেষ এ প্রজাতির শেষ দেখা গিয়েছিলো। কিন্তু অনেকে ধারণা করেন ১৯৭৭ সালে এ প্রজাপতিটি সর্বশেষ দেখা যায়। এই সুন্দর সাদা প্রজাপতিটি বিলুপ্ত হবে প্রধান কারণ ছিল প্যারাসাইটয়েড ওয়াসপ নামে ভাইরাস সংক্রমণ এবং তাদের বাসস্থান ধ্বংস করার কারণেই তাদের তারা আজ বিলুপ্তিতে। তখন কলকারখানা নির্মাণ, গাছ কাটা, এবং গোলা বারুদের ধোয়া ইত্যাদি পরিবেশকে ব্যাপক হারে দূষিত করে যার ফলে ক্ষুদ্র এই প্রাণীটির সংখ্যা দিন দিন কমতে থাকে। তাছাড়া মানুষ পাহাড়ে ঘর বাড়ি বানাতে, ব্যবসা বাণিজ্য এবং প্রচুর হারে নিধন গাছপালা শুরু করেছিল সেখানে। ইউরোপের প্রথম এমন প্রজাপতি যা মানবজাতির প্রভাবের ফলে বিলুপ্তি হয়ে যায়। তাই আমাদের উচিত এসব বিলুপ্ত প্রায় প্রাণীদের সংস্করণ করা এবং বন জঙ্গল রক্ষা করা। 
বন জঙ্গল পুন্য বিন্যাসে সরকার সহযোগিতা করা একান্ত কাম্য।