ব্যাংক গ্রাহকের মৃত্যুতে টাকা উত্তোলনের জন্য আবেদন

ব্যাংক গ্রাহকের মৃত্যুতে টাকা উত্তোলনের জন্য আবেদন

ব্যাংকের কোনো গ্রাহক মারা গেলে তার জমাকৃত অর্থ তাহার নমিনি ও উত্তরাধিকারীগণ ভাগিদার থাকে। তাই ঐ টাকা নেওয়ার জন্য ব্যাংকের ম্যানেজারের নিকট আবেদন করতে হয়।

মৃত ব্যক্তির ব্যাংকে রেখে যাওয়া টাকা কে পাবে ?
উত্তর : মৃত ব্যক্তির উত্তরাধিকার ও নমিনি পাবে। যদি নমিনি, উত্তরাধিকারগনদের টাকা দিতে না চাই তাহলে উত্তরাধিকারগন নমিনির বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নিতে পারবে। টিক একই ভাবে উত্তরাধিকারগনরা যদি নমিনিকে টাকা দিতে না চাই তাহলে নমিনিও উত্তরাধিকারগনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নিতে পারবে। মৃত ব্যক্তির ব্যাংকে রেখে যাওয়া টাকা, ব্যাংক সঠিক ভাবে উত্তরাধিকার ও নমিনিকে টাকা বন্টন করে দিবে। 
 

***ব্যাংক গ্রাহক ও নমিনি একসঙ্গে মৃত্যুবরণ করলে এইভাবে আবেদন করতে হবে।*** 


তারিখঃ ০৬-০১-২০২৩ইং 
জনতা ব্যাংক লিমিটেড 
মিরপুর ১৭ শাখা 

বিষয়ঃ আপনার শাখায় পরিচালিত মরহুম জনাব আকবর আলী খান এর একাউন্ট নং ০৫১০০০৮০৫৪***, এর সমৃদয় অর্থ উত্তরাধিকারী সনদ অনুযায়ী তার উত্তরাধিকারীদের পরিশোধ করা প্রসঙ্গে। 

বিনীত নিবেদন এই যে, মরহুম আকবর আলী খান, ঠিকানা বিল্ডিং নম্বর ১৪, ফ্ল্যাট নং ২২, মিরপুর-১৭, থানা- , ঢাকা-১২১৩ বিগত ১০-০৫-২০২২ সংঘটিত রোড এক্সিডেন্টে আহত হয়ে ১৭-০৫-২০২২ তারিখে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, উক্ত হিসাবের নমিনি মরহুমের স্ত্রী সাদিয়া আফরিন উক্ত এক্সিডেন্টে আহত হন এবং ২৫-০৫-২০২২ তারিখে মৃত্যুবরণ করেন। উত্তরাধিকারী সনদ অনুযায়ী মরহুম আকবর আলী খানের উত্তরাধিকারী হিসেবে আমরা উল্লিখিত হিসাবের সমুদয় অর্থ নিতে ইচ্ছুক। এতদ্‌প্রেক্ষিতে আমাদের যৌথ নামে সোনালী ব্যাংক লিমিটেড, রাজউক ভবন শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে।

এমতাবস্থায়, মরহুম আকবর আলী খান নামে পরিচালিত উল্লিখিত হিসাবটি বন্ধ করে এর সমুদয় অর্থ আমাদের যৌধনামে সোনালী ব্যাংক লিমিটেড, রাজউক ভবন শাখায় পরিচালিত হিসাব নং- ৩৫৩০৪৮০১০০২*** এ বিএফটিএন এর মাধ্যমে স্থানান্তর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এতদ্‌প্রেক্ষিতে গ্রাহক ও নমিনির মৃত্যুসনদ ও ওয়ারিশগণের আনুষঙ্গিক অন্যান্য কাগজপত্র দাখিল করা হল।


০১। স্বাক্ষর 
(আফরোজা রহমান) 
বিল্ডিং নম্বর ৩৩, ফ্ল্যাট নং ২২, মিরপুর- 
১৭. থানা- কাফরুল, ঢাকা-১২১৩। 
মোবাইল নং : ০১৩৪৫৩৪৫৬৪*** 

০২। স্বাক্ষরঃ 
(আরিফ মিয়া) 
বিল্ডিং নম্বর ৩৩, ফ্ল্যাট নং ২২, মিরপুর- 
১৭. থানা- কাফরুল, ঢাকা-১২১৩। 
মোবাইল নং : ০১৩৪৫৬৩৬৫৬****  


সংযুক্তিঃ 
১) ডেথ সার্টিফিকেট (গ্রাহক ও নমিনির)। 
২) ওয়ারিশান সনদ। 
৩) কবরস্থানের সনদ(গ্রাহক ও নমিনির)। 
৪) সাকসেশন সার্টিফিকেট। (যদি টাকা ১ লক্ষ্য টাকার উপরে থাকে)
৫) অভিভাবক নিযুক্তীর সার্টিফিকেট। 
৬) এন আই ডি (গ্রাহক)। 
৭) আবেদনকারীগণের এনআইডি এবং জন্মসনদ। 

 
***ব্যাংক গ্রাহক মৃত্যুবরণ করলে নমিনি এইভাবে আবেদন করতে হবে।*** 


তারিখঃ ০৬-০১-২০২৩ইং 
জনতা ব্যাংক লিমিটেড 
মিরপুর ১৭ শাখা 

বিষয়ঃ আপনার শাখায় পরিচালিত মরহুম জনাব আকবর আলী খান এর একাউন্ট নং ০৫১০০০৮০৫৪***, এর সমৃদয় অর্থ নমিনি অনুযায়ী তার নমিনিকে পরিশোধ করা প্রসঙ্গে।  

বিনীত নিবেদন এই যে, মরহুম আকবর আলী খান, ঠিকানা বিল্ডিং নম্বর ১৪, ফ্ল্যাট নং ২২, মিরপুর-১৭, থানা- , ঢাকা-১২১৩ বিগত ১০-০৫-২০২২ সংঘটিত রোড এক্সিডেন্টে আহত হয়ে ১৭-০৫-২০২২ তারিখে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, উক্ত হিসাবের নমিনি আমি মরহুমের স্ত্রী সাদিয়া আফরিন নমিনি অনুযায়ী মরহুম আকবর আলী খানের নমিনি হিসেবে আমি উল্লিখিত হিসাবের সমুদয় অর্থ নিতে ইচ্ছুক। এতদ্‌প্রেক্ষিতে আমার নামে সোনালী ব্যাংক লিমিটেড, রাজউক ভবন শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে। 

এমতাবস্থায়, মরহুম আকবর আলী খান নামে পরিচালিত উল্লিখিত হিসাবটি বন্ধ করে এর সমুদয় অর্থ আমার  সোনালী ব্যাংক লিমিটেড, রাজউক ভবন শাখায় পরিচালিত হিসাব নং- ৩৫৩০৪৮০১০০২*** তে  স্থানান্তর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এতদ্‌প্রেক্ষিতে গ্রাহকের মৃত্যুসনদ ও নমিনির আনুষঙ্গিক অন্যান্য কাগজপত্র দাখিল করা হল।

   স্বাক্ষর 
(সাদিয়া আফরিন) 
বিল্ডিং নম্বর ৩৩, ফ্ল্যাট নং ২২, মিরপুর- 
১৭. থানা- কারুল, ঢাকা-১২১৩। 
মোবাইল নং : ০১৩৪৫৩৪৫৬৪*** 


সংযুক্তিঃ 
১) ডেথ সার্টিফিকেট (গ্রাহক)। 
২) কবরস্থানের সনদ(গ্রাহক )। 
৩) সাকসেশন সার্টিফিকেট। (যদি টাকা ১ লক্ষ্য টাকার উপরে থাকে)
৪) এন আই ডি (গ্রাহক)। 
৫) আবেদনকারীগণের এনআইডি এবং জন্মসনদ।