ভবিষ্যতের সাথে তাল মিলাতে জাভাস্ক্রিপ্ট ও সিএসএস এর বিকল্প ব্যবহার করুন

ভবিষ্যতের সাথে তাল মিলাতে জাভাস্ক্রিপ্ট ও সিএসএস এর বিকল্প ব্যবহার করুন

এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট এর বদলে আপনি টেইলউইনডসিএসএস এর মতো ইউটিলিটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন। কারণ আমরা যখন এইচটিএমএল, সিএসএস নিয়ে কাজ করি তখন আলাদা আলাদা করে ফাইল তৈরী করি এইচটিএমএল অনুযায়ী আমরা প্রচুর পরিমানে সিএসএস কোড লিখি কিন্তু এতে অনেক সময় অপচয় হয়। তাছাড়া আপনি যদি কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে চান। তখন আপনার সাইটের জন্য অনেক  সিএসএস, জাভা স্ক্রিপ্ট কোড লিখতে হয়। কারণ আপনার সাইটকে রেস্পন্সিভ এবং কোন কোন ডিভাইসে কি কি হবার হবে তার জন্য অনেক বড় বড় জাভা স্ক্রিপ্ট কোড লিখতে হবে ব্যাক এন্ড এর সাথে মিল রেখে। আপনার ডিভ এ একটু খানি ভুল হলেই সাইটটি ইরেস্পন্সিভ হয়ে যায়। আপনার মাথায় সম্পূর্ণ  জাভা স্ক্রিপ্ট ও সিএসএস কোড লিখার নিয়মাবলী থাকতে হবে। কিন্তু টেইলউইনডসিএসএস এর মতো ইউটিলিটি ফ্রেমওয়ার্ক আপনার এইচটিএমএল সাথে থেকেই আপনাকে সিএসএস ও জাভা স্ক্রিপ্ট কোড লেখার পরিমান কমিয়ে দেয় শুধুমাত্র ইউটিলিটির কিছু ক্লাস লিখার মাধ্যমেই সমাধান হয়ে যায়। এর মানে এই নয় যে  টেইলউইনডসিএসএস আপনাকে অটো সিএসএস ও জাভা স্ক্রিপ্ট কোড লিখে দিবে। লিখতে হবে আপনাকেই খালি ইউটিলিটি ক্লাস কে কল করে যেমন my4, my8, mx2। এর মাধ্যমেই আপনার বাবা পেজটি হবার , মার্জিন এবং  কালারফুল ইত্যাদি হয়ে যাবে।  আলাদা করে কোনো সিএসএস ও  জাভা স্ক্রিপ্ট ফাইল আপনাকে কষ্ট করে তৈরী করতে হবে না। এটি অনেকটা পাইথন প্রোগ্রামের মতো কাজ করে প্রচুর পরিমানে ক্লাস এতে রয়েছে তাই এটির ওয়েব পেজ ধীর গতির হয়ে থাকে তবে ডেভেলপমেন্ট খুব দ্রুত গতিতে করা যাই। ২-৩ মাসের কাজ আপনি ১ সপ্তাহেই করে ফেলতে পারবেন। যারা গেম ডেভেলপার বা সোশ্যাল ওয়েবসাইট তৈরী করতে চান তারা এর জেট ব্যবহার করলেই বুজতে পারবেন কোডিং করে কত মজা পাবেন। অবশ্য সিএসএস ও জাভাস্ক্রিপ্ট বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ। টেইলউইনডসিএসএস শুধুমাত্র কোডকে কমিয়ে দেয়। এর ইউটিলিটি মাধ্যমে সহজেই পুনরায় আপডেট ডিলিট করতে পারবেন কিন্তু  সিএসএস এর ক্ষেত্রে আপনাকে আগে ক্লাস খুঁজে পরে আপডেট ডিলিট করতে হয়। তাই আপনি যদি কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে চান অবশ্য ইউটিলিটি ফ্রেমওয়ার্ক মতো ব্যবহার করবেন।