সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতলো বাংলাদেশ

সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতলো বাংলাদেশ

৯ উইকেট হাতে রেখেই সাউথ আফ্রিকার মাটিতেই সাউথ আফ্রিকাকে বধ করলো তামিম সাকিবরা। 

টসে হেরে বোলিং পাই বাংলাদেশ। পরে প্রথমে সাউথ আফ্রিকা শুরুটা স্বাভাবিকেই রেখে ছিল তাদের টার্গেট ছিল ৩০০ এর উপরে। কিন্তু হটাৎ মেহেদী হাসানের বলে ৪৬ রানের জুটি ভেঙে যাই কুইন্টন ডি কক আউট হওয়ার মাধ্যমে। এর মাধ্যমেই দশ নামতে শুরু করে সাউথ আফ্রিকার। কুইন্টন ডি কক ৮ বলে ১২ রান করে ২টি চার মারেন পরে তিনি মেহেদী হাসানের বলে ক্যাচ আউট হন। এর পর মাঠে নামেন কাইল ভেরেইন তিনি ১৬ বলে ৯ রান করে ১টি চার মারেন তিনি দলীয় ৬৬ রানের মাথায় তাসকিন আহমেদের বলে আউট হন। এর পর মাঠে নামেন টেম্বা বাভুমা কিন্তু তার সাথে জুটি বাঁধতে পারেননি জনেমান মালান তিনি ৫৬ বলে ৩৯ রান করে ৭ টি চার মারেন এবং তাসকিনের বলে ক্যাচ আউট হন। এর পর মাঠে নামেন রাসি ভ্যান ডের ডুসেন। কিন্তু তখনই ২ রান পরেই সাকিবের ধারা এল বি ডাবলু শিকার হন টেম্বা বাভুমা। তিনি গা বলে ২ রান করেন। তখন মাঠে নামেন ডেভিড মিলার এক উত্তেজনার ছুঁয়া। কিন্তু দলীয় রান ৮৩ আর মতই আউট হন রাসি ভ্যান ডের ডুসেন ১০ বলে ৪ রান করে  তিনি শরিফুলের বলে ক্যাচ আউট হন। এরপর দলীয় ১০৭ রানের সময় আউট হন ডোয়াইন প্রিটোরিয়াস তাসকিনের বলে তিনি ২৯ বলে টো রান সংগ্র করে ১ টি চার ও ১ টি ছক্কা মারেন। এর পর আউট হন তাসকিনের বলে ডেভিড মিলার তিনি ৩১ বলে ১৬ রান নিয়ে ২ টি চার মারেন। এর পর এর সাউথ আফ্রিকার ঘুরে ধারানুর কথা চিন্তাও করা যাই না একে একে আউট হলে বাকিরা কাগিসো রাবাদা ৩ বলে ৪ রান ও ১ টি চার মারেন ক্যাচ আউট হন তাসকিনের বলে। লুঙ্গি এনগিদি ১৪ বল খেলে সাকিবের বলে ক্যাচ আউট হন। সর্ব শেষে কেশব মহারাজ ৩৯ বলে ২৮ রান করে তামিম ইকবাল এর ধারা রান আউট হন। সর্বশেষে ৩৭ ওভারে ১০ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকার দলীয় রান ১৫৪। তাসকিন আহমেদ ৫ টি উইকেট লাভ করে। এত কম রানের টার্গেট হয়ে বাংলাদেশকে বেশি কষ্ট করতে হয় নি মাত্র ১ টি উইকেট হারিয়েই জয় লাভ করে বাংলাদেশ। তামিম ইকবাল অর্ধশতক পূর্ণ করে। কিন্তু লোটন দাস ২ রানের কারণে অর্ধশতক পূর্ণ করতে পারেননি তিনি ৫৭ বলে ৪৮ রান করে কেশব মহারাজের বলে ক্যাচ আউট হন। পরে তামিম সাকিবের হাত ধরেই জয় পাই বাংলাদেশ।