স্মারকলিপি অথবা অভিনন্দন পত্র বা মানপত্র কি ও কাকে বলে

স্মারকলিপি অথবা অভিনন্দন পত্র বা মানপত্র কি ও কাকে বলে

স্মারকলিপি অথবা অভিনন্দন পত্র বা মানপত্র কি ও কাকে বলে
স্মারকলিপি/অভিনন্দন পত্র বা মানপত্র 

স্মারকলিপি/অভিনন্দন কি?

এলাকার অভাব-অভিযোগ সংবলিত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য পত্রের আকারে যে বিবরণ লেখা হয় তাকে সাধারণত স্মারকলিপি বলে। যখন  কোনো স্থানে কোনো বিশিষ্ট ব্যক্তি আসেন তখন তার সামনে  সংবর্ধনাসূচক কিছু বক্তব্যের সাথে এলাকার মূল সমস্যাটিও তুলে ধরা হয়। প্রথমটি সংবর্ধনা এবং পরে  সমস্যাগুলোর যুক্তিপূর্ণ কথা তুলে ধরতে হবে। তাই  এ ধরনের পত্রের দিক দুটি থাকে। অভিযোগ পত্রে অভাব-অভিযোগের কথাই বেশি থাকে এবং এটাই মূল বিষয় থাকে। কোনো একজন সম্মানিত ব্যক্তি যখন কোনো এলাকায় আসেন তখন  এলাকাবাসীরা তাকে স্বাগত জানিয়ে যে সম্মাননাপত্র উপস্থাপন করেন অথবা কোনো একজন সম্মানিত ব্যক্তি যখন এক এক স্থান থেকে অন্যস্থানে বদলি হয়ে চলে যাই অথবা তার কর্মজীবন থেকে অবসর নেন তখন তাকে যে সম্মানপত্র দেয়া হয় তা-ই হলো অভিনন্দন পত্র। অভিনন্দন পত্র আবার দু রকমের হয়ে থাকে। কারো আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে যে সম্মানপত্র উপস্থাপন করা হয় তাকে বলে স্বাগত অভিনন্দন পত্র এবং  কারো বিদায়কালে যে সম্মানপত্র উপস্থাপন করা হয় তাকে বলে বিদায় অভিনন্দন। 

মানপত্র কি?
আবার অপরদিকে গৌরব বা সম্মানসূচক পত্র হলো মানপত্র। যখন কোনো কর্মকর্তা অথবা ছাত্র অথবা কোনো ব্যাক্তি তার সুনামবর্ণ কাজের কৃতিত্ব জন্য যে সংবর্ধনাপত্র দেয়া হয় তাকে মানপত্র বলে।