স্যামসাং গ্যালাক্সি ঘোসনা করলো এস২২ সিরিজের Galaxy S22 Galaxy S22plus Galaxy S22 Ultra

স্যামসাং গ্যালাক্সি ঘোসনা করলো এস২২ সিরিজের Galaxy S22 Galaxy S22plus Galaxy S22 Ultra

স্যামসাং গ্যালাক্সি ঘোসনা করলো এস২২ সিরিজের Galaxy S22 Galaxy S22plus Galaxy S22 Ultra

দ্য গ্যালাক্সি আনপ্যাকড শীর্ষক অনুষ্টানে বলা হয়েছে আর মাত্র ১৫ দিন পর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ়। ২৫ শে ফেব্রুয়ারীতে আসবে এই সিরিজটি। সেখানে তিনটি মডেল দেখা যাবে। মডেল গুলো হলো গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস২২ প্লাস এবং গ্যালাক্সি এস২২ আলট্রা। এই সিরিজের প্রত্যেকটি মডেল প্রো গ্রেড পারফরম্যান্স থাকবে। গ্যালাক্সি এস২২ এর সর্বনিম্ন দাম থাকবে ৬৮,৭০০ টাকা, গ্যালাক্সি এস২২ প্লাস এর সর্বনিম্ন দাম থাকবে ৮৫,৯০০ টাকা এবং গ্যালাক্সি এস২২ আলট্রা ভার্শনের সর্বনিম্ন দাম থাকবে ১,০৩১০০ টাকা টাকা। গ্যালাক্সি এস২২ আলট্রা ভার্শন ফোনটিতে এস পেন সাপোর্ট সিস্টেম দেওয়া হয়েছে যা বাজারে তোলপাল সৃষ্টি করতে পারে। আগের এস সিরিজ গুলোর মতো এগুলোতেও টপ নচ ক্যামেরা ফিচার্স সিস্টেম রয়েছে। ২৪ ঘন্টা নক্স প্ল্যাটফর্ম সিকিউরিটি কার্যকরিতা এতে থাকবে এবং তা ভাইরাস, ম্যালওয়্যার থেকে প্রতিরোধ করবে। অ্যাপস, ফটো, ভিডিও এবং ফাইল গুলো সুরক্ষিত করার জন্য ডিভাইসটি সর্বোচ্চ নিরাপত্তা দিবে। নিচে এই তিনটি ডিভাইসের কিছু ফিচার দেওয়া হলো: 

গ্যালাক্সি এস২২ :
৬.১ ইঞ্চি স্ক্রিন আছে গ্যালাক্সি এস২২ তে| ২৩৪০x১০৮০ পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে সাথে করনিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন থাকছে। পিপিআই হবে ৪২৫ যা ভালো কোয়ালিটিকে মান দেয়। ফোনটিতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ হবে। এটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ এসওসি অথবা স্যামসং এক্সিনস ২২০০ চিপসেট দেওয়া হতে পারে। এর ওপেরাটিং সিস্টেম এন্ড্রোইড ১২। ট্রিপল ক্যামেরা সেটআপ সাথে প্রথমটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দ্বিতীয়টি ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তৃতীয়টি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ভিডিও রেকর্ডিং ৮কেএ ৭৬৮০x৪৩২০ পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে। ৩,৭০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এতে রয়েছে। আর ওজন হবে ১৬৭ গ্রাম এবং সেলফি ক্যামেরা ১০ মেগাপিক্সেল।

গ্যালাক্সি এস২২ প্লাস :
৬.৬ ইঞ্চি স্ক্রিন আছে স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাসতে| ২৩৪০x১০৮০ পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে সাথে করনিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন থাকছে। পিপিআই হবে ৩৯৩ যা স্যামসাং গ্যালাক্সি এস২২ অপেক্ষা ভালো কোয়ালিটিকে মান দিবে। ফোনটিতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ হবে। এটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ এসওসি অথবা স্যামসং এক্সিনস ২২০০ চিপসেট দেওয়া হতে পারে। এর ওপেরাটিং সিস্টেম এন্ড্রোইড ১২। ট্রিপল ক্যামেরা সেটআপ সাথে প্রথমটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দ্বিতীয়টি ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তৃতীয়টি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ভিডিও রেকর্ডিং ৮কেএ ৭৬৮০x৪৩২০ পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে। ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এতে রয়েছে। আর ওজন হবে ১৯৫ গ্রাম এবং সেলফি ক্যামেরা ১০ মেগাপিক্সেল । 

গ্যালাক্সি এস২২ আলট্রা :
৬.৮ ইঞ্চি স্ক্রিন আছে স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রাতে| ৩০৮০x১৪৪০ পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে সাথে করনিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন থাকছে। পিপিআই হবে ৫০০ যা স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস এবং গ্যালাক্সি এস২২ অপেক্ষা ভালো কোয়ালিটিকে মান দিবে। ফোনটিতে ১২ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট  ইন্টারনাল স্টোরেজ হবে। এটির প্রসেসর এগজ়িনস ২২০০ প্রসেসর দেওয়া হবে। এর ওপেরাটিং সিস্টেম এন্ড্রোইড ১২। অ্যাডাপ্টিভ পিক্সেল এপ্লিকেশন ক্যামেরায় সেটআপ করা হয়েছে। কোয়াড ক্যামেরা সেটআপ সাথে প্রথমটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দ্বিতীয়টি ১০৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তৃতীয়টি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং চতুর্থটি ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।জুমের ক্ষেত্রে ১০০এক্স স্পেস রয়েছে যার ১০এক্স ডিজিটাল জ়ুম ও ১০এক্স অপ্টিক্যাল জ়ুম সাপোর্ট করবে। এর ম্যাক্সিমাম রিফ্রেশ রেট ১২০ এইচজেড। ভিডিও রেকর্ডিং ৮কেএ ৭৬৮০x৪৩২০ পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে। ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এতে রয়েছে এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং হবে । আর ওজন হবে ২২৮ গ্রাম এবং সেলফি  ক্যামেরা ১০ মেগাপিক্সেল। গ্যালাক্সি এস২২ আলট্রাতে এস পেননের কলমটি ১০৫.০৮ মিলিমিটার লম্বা এবং ৪.৩৫ মিলিমিটার প্রস্ত এর ওজন ৩.০৪ গ্রাম।