14 Jul, 2022
একাদশ দ্বাদশ শ্রেণী এইচএসসি (HSC) পদার্থবিজ্ঞান এ ভৌত আলোকবিজ্ঞান এর গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক নোট।
এইচএসসি ভৌত আলোকবিজ্ঞান অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন পর্ব ১
প্রশ্নঃ তরঙ্গমূখ কি?
উত্তরঃ তরঙ্গমূখ: তরঙ্গস্থিত সমদশা সম্পূর্ণ কণাগুলো যে তলে অবস্থান করে তাকে তরঙ্গমুখ বলে।
প্রশ্নঃ সমতল তরঙ্গমূখ কি?
উত্তরঃ সমতল তরঙ্গমূখ : তরঙ্গস্থিত সমদশা সম্পূর্ণ কণাগুলোর সঞ্চার পথ সমতল হলে তাকে সমতল তরমুখ বলে।
প্রশ্নঃ বেতার তরঙ্গ কি ?
উত্তরঃ বেতার তরঙ্গ: 10-2 m থেকে 104 m ক্রমের তরঙ্গ বৈশিষ্ট বিকিরণকের বেতার তরঙ্গ বলে । তড়িৎ স্পন্দনের মাধ্যমে ইহা উৎপন্ন হয়। সাধারণ এন্টেনা দ্বারা ইলেক্ট্রনকে স্পন্দিত করে বেতার তরঙ্গ উৎপন্ন করা হয়। তাই এন্টেনা দ্বারা বিকিন যে তড়িৎ শক্তি শুন্যস্থানে তাড়িত চোম্বক তরঙ্গ হিসেবে থাকে তাকে বেতার তরঙ্গ বলে।
প্রশ্নঃ গামা রশ্মি কি ?
উত্তর: গামা (Y) রশ্মি: তাড়িতচৌম্বক বর্ণালীতে 10-10m থেকে 10-12m পর্যন্ত বা তার চেয়েও কম তরঙ্গদৈর্ঘ্যের তাড়িতচৌরকীয় তরঙ্গকে গামা (Y) রশ্মি বলে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে এই রশ্মি নির্গত হয়।
প্রশ্নঃ তাড়িত চৌম্বক তরঙ্গ কি?
উত্তরঃ তাড়িত চৌম্বক তরঙ্গ: শূন্যস্থান দিয়ে আলোর দ্রুতিতে গতিশীল তড়িৎ ও চৌম্বক আলোড়ন, তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র পরস্পর লম্ব এবং এগুলো উভয়ই তরঙ্গ সঞ্চালন অভিমুখের সাথে লম্ব থাকে, তাকে তাড়িতচৌম্বকীয় তরঙ্গ বলে।
প্রশ্নঃ এক্স রশ্মি কি ?
উত্তরঃ এক্স রশ্মি: তাড়িতচৌম্বক বর্ণালীতে 6x10-12 থেকে 1.4x10-10 পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের তাড়িতচৌম্বকীয় তরঙ্গকে এক্স রশ্মি বলে। এক্স রশ্মি নল বা যন্ত্র দ্বারা বিশেষভাবে এই রশি উৎপন্ন করা হয়।
প্রশ্নঃ তাড়িতচৌম্বক বর্ণালী কি?
উত্তরঃ তাড়িতচৌম্বক বর্ণালী: তরঙ্গ দৈঘ্যের নিম্ন সীমা ও উচ্চ সীমার মধ্যে বিস্তৃত বিভিন্ন প্রকার বিকিকরণের সংজ্ঞাকে তাড়িতচৌম্বক বর্ণালী বলে।
প্রশ্নঃ দৃশ্যমান রশ্মি কি ?
উত্তর: দৃশ্যমান বিকিরণ তাড়িতচৌম্বক বর্ণালীতে 4x10 -7 m থেকে 7x10 -3 m পর্যন্ত তরঙ্গের দের্ঘ্যের তাড়িত চুম্বকীয় তরঙ্গকে দৃশ্যমান রশ্মি বা আলো বলে।
প্রশ্নঃ গোলীয় তরঙ্গমূখ কি?
উত্তরঃ গোলীয় তরঙ্গমূখ : তরঙ্গস্থিত সমদশা সম্পূর্ণ কণাগুলোর সঞ্চার পথ গোলক্রিয় হলে তাকে গোলীয় তরঙ্গমুখ বলে।
প্রশ্নঃ পয়েন্টিং ভেক্টর কাকে বলে ?
উত্তরঃ পয়েন্টিং ভেক্টর: কোনো তাড়িতচৌম্বক তরঙ্গ এর গতি পথের সাথে লম্ব ভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে শক্তি সঞ্চালন করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে।
এখানে ,