Terms & Conditions
Terms & Conditions
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আমার প্রিয় ভাই ও বোনেরা worldtimetech.com সাইট ব্যবহার করার পূর্বে আপনাকে অবশ্যই আমাদের এই
ওয়েবসাইটের কিছু নিদৃষ্ট নিয়ম কানুন, অর্থাৎ নীতিমালা ও শর্তাবলি সমূহ আপনাকে জেনে নিতে হবে।
যেহেতু আমাদের এই ওয়েবসাইটি সবার উপকারের কথা চিন্তা করে, স্বাস্থ্যের উপকারিতা, বিজ্ঞান প্রযুক্তি ও উন্নত দেশ গড়ার লক্ষে তৈরি করা হয়েছে।
তাই আমাদের এই worldtimetech.com সাইটের দ্বারা কারো কোন প্রকার ক্ষতি বা সম্মান হানি হউক এমন টা আমরা কখনোই চাইবো না যা
আপনাদের কাছে আমরা ওয়াদ বদ্ধ।
আমাদের ওয়েবসাইটের ব্যবহারকারী পাঠকদের কথা চিন্তা করে কিছু নিদৃষ্ট কিছু শর্তাবলি নিম্নে দেওয়া হলো -
আমাদের শর্তাবলী সমূহ
- কোন প্রকার ধর্মীয় বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটে কোনো প্রকার কথা কাটাকাটি করা যাবেনা।
- কোন প্রকার বাজে মন্তব্য বা নোংরা কথা বার্তা করা যাবে না।
- কোন প্রকার রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে এমন কিছু করা যাবেনা।
- কোনো প্রকার অশ্লীল বাক্য, ঝগড়া, গালাগাল করা যাবেনা।
- এই সাইটের শর্তাবলী সমূহ অমান্য করিলে তাকে সাথে সাথে এই ওয়েবসাইট থেকে বিতারিত করা হবে।
আমাদের শর্তাবলী সমূহ যদি আপনি পছন্দ না করেন বা মান্য না করতে চান তাহলে দয়া করে আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করবেন না।
আশা করি এই ওয়েবসাইটের সকল ব্যবহারকারীরা সকলেই আমাদের এই সাইটের নৈতিক শর্তবলী সমূহ মেনে চলবেন।
সকলে সুস্থ্য ও ভালো থাকবেন। সকলেই মিলেমিশে থাকবেন, হিংসা অহংকার মন থেকে দূরে ফেলে হাসি খুশি জীবন যাপন করবেন। পরিবারের সকলের যত্ন নিবেন।
আমাদের ওয়েবসাইটটি আপনার কাছে ভালো লাগলে আবার আমাদের কাছে চলে আসবেন, ধন্যবাদ।