28 Jul, 2025
সূরা তোয়াহা (২০:১৩২):
وَأْمُرْ أَهْلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْـَٔلُكَ رِزْقًۭا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ
“তুমি তোমার পরিবারকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তাতে দৃঢ়তা অবলম্বন কর। আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমরাই তোমাকে রিজিক দিই।”
➡️ এ আয়াত প্রতিদিন ৩-৫ বার পাঠ করুন।
اللّهُمّ اكفني بحلالك عن حرامك، وأغنني بفضلك عمّن سواك
উচ্চারণ: Allahumma akfini bihalalika ‘an haramika, wa aghnini bifadlika ‘amman siwaka.
অর্থ: “হে আল্লাহ! তুমি আমাকে হালাল রুজিতে যথেষ্ট করো হারামের পরিবর্তে এবং তোমার অনুগ্রহে আমাকে অন্য সকলের থেকে মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো।”
اللَّهُمَّ ارْزُقْ زَوْجِي مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ، وَبَارِكْ لَهُ فِي رِزْقِهِ، وَاجْعَلْهُ مِنَ الشَّاكِرِينَ
উচ্চারণ: Allahumma arzuq zawji min haythu la yahtasib, wa barik lahu fi rizqihi, waj‘alhu min ash-shakirin.
অর্থ: “হে আল্লাহ! আপনি আমার স্বামীকে এমন স্থান থেকে রিজিক দিন, যা সে কল্পনাও করতে পারে না। তার রিজিকে বরকত দাও এবং তাকে কৃতজ্ঞ বানাও।”
ইস্তেগফার: বেশি বেশি করে বলুন –
أَسْتَغْفِرُ اللّٰهَ وَأَتُوْبُ إِلَيْهِ
(Astaghfirullah wa atubu ilayh)
➤ রিজিক বৃদ্ধির অন্যতম চাবিকাঠি ইস্তেগফার।
সালাত আদায়: নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজে নিজের ও স্বামীর রিজিকের জন্য দোয়া করুন।
সূরা ওয়াকিয়াহ:
➤ প্রতি রাতে সূরা ওয়াকিয়াহ পড়া রিজিক বৃদ্ধিতে অত্যন্ত উপকারী। আপনি নিজে বা স্বামী একসাথে পাঠ করতে পারেন।
রিজিক বৃদ্ধির দোয়া
উচ্চারণ : আল্লাহুম্মাগফির লি জাম্বি, ওয়া ওয়াসসি লি ফি দারি, ওয়া বারিক লি ফিমা রাজাকতানি।
অর্থ : হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন।
স্বামীর হালাল উপার্জনের জন্য দোয়া করুন, কারণ হালাল রিজিকেই বরকত আসে।
প্রতি শুক্রবার সকালে দোয়া করুন – এই দিনটি দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়।
দোয়া করার সময় নিজের মন থেকে স্বামীর নাম নিয়ে আল্লাহর দরবারে চাইলে তা আরও বেশি আন্তরিক হয়।
রিজিক আল্লাহর হাতে। একজন স্ত্রী যদি বিশ্বাস, ভালোবাসা ও নিষ্ঠা নিয়ে স্বামীর জন্য দোয়া করেন, তবে তা অবশ্যই আল্লাহর কাছে কবুল হয় ইনশাআল্লাহ।
আপনি চাইলে এই দোয়াগুলো Canva তে Islamic পোস্টার আকারে বানাতে পারি। প্রয়োজনে জানাবেন।
Tags: shamir rizik briddhir dua, jamayer rizik briddhir dua, স্বামীর রিজিক বৃদ্ধির দোয়া, রিজিকের দোয়া, ইসলামিক দোয়া স্বামীর জন্য, স্বামীর জন্য দোয়া, halal rizik dua, rizik barar dua, রুজি বৃদ্ধির দোয়া, স্বামীর রোজগার বৃদ্ধির দোয়া, rizik briddhir dua