29 Jul, 2025
সন্তান আল্লাহ তাআলার এক অমূল্য দান। এ পৃথিবীর অফুরন্ত নিয়ামতের ভেতর সন্তান এক বিশেষ উপহার। সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হলে কেবল পারিবারিক শিক্ষাই যথেষ্ট নয়, আল্লাহর দরবারে তাদের কল্যাণের জন্য দোয়া করাও অত্যন্ত জরুরি।
পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু মূল্যবান দোয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে সন্তান শয়তানের ধোঁকা, দুনিয়ার ফেতনা এবং সবরকম অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকে। নিচে সেসব দোয়াগুলোর কিছু উল্লেখ করা হলো—
আরবি:
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
উচ্চারণ:
রাব্বিজ আলনী মুকীমাস সালা-তি ওয়ামিন জুররিয়্যাতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়া।
অর্থ:
হে আমার রব! আমাকে নামাজের প্রতিষ্ঠাকারী বানান এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক! আমার দোয়া কবুল করুন।
(সূরা ইবরাহিম: আয়াত ৪০)
আরবি:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
উচ্চারণ:
আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিঁও ওয়া হাম্মাহ; ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা
অর্থ:
আল্লাহর পূর্ণ কালেমাগুলোর মাধ্যমে আমি সব শয়তান, বিষাক্ত প্রাণী ও কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।
(আবু দাউদ: ৪৭৩৭; ইবনে মাজাহ: ৩৫২৫)
আরবি:
رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء
উচ্চারণ:
রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ।
অর্থ:
হে প্রভু! তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।
(সূরা আলে ইমরান: আয়াত ৩৮)
আরবি:
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ:
রাব্বি হাবলি মিনাস সালেহিন।
অর্থ:
হে আমার প্রভু! আমাকে একজন সৎ সন্তান দান করুন।
(সূরা সাফফাত: আয়াত ১০০)
আরবি:
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
উচ্চারণ:
রাব্বানা- হাবলানা- মিন আযওয়াঝিনা- ওয়া জুররিইয়্যা-তিনা- কুররাতা আ’ইউনিওঁ ওয়াঝআ’লনা- লিলমুত্তাক্বিনা ইমা-মা।
অর্থ:
হে আমাদের রব! আমাদের স্ত্রী-সন্তানদের দ্বারা আমাদের চোখ জুড়ান এবং আমাদের মুত্তাকিদের নেতা করুন।
(সূরা ফুরকান: আয়াত ৭৪)
আরবি:
رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
উচ্চারণ:
রাব্বানা লিয়ুকিমুস সালাতা ফাঝআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুক্হুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।
(সূরা ইবরাহিম: আয়াত ৩৭)
অর্থ:
হে আমার প্রতিপালক! তারা (সন্তান-সন্তুতি) যাতে নামাজ প্রতিষ্ঠা করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও। আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা কর; যাতে তারা (আল্লাহ তাআলার) শুকরিয়া আদায় করতে পারে।’
সূরা: ইবরাহিম (Ibrahim)
আয়াত নম্বর: ৩৭
আরবি:
رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ الصَّلاَةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
উচ্চারণ:
রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়্যাতি বি-ওয়াদিঘাইরি যি জর'ঈন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বানা লি-ইউক্বীমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান্ নাসি তাহ্ওয়া ইলাইহিম ওয়ারযুক্হুম মিনাস সামারাতি লা'আল্লাহুম ইয়াশকুরূন।
বাংলা অর্থ:
"হে আমাদের প্রতিপালক! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম এক অনুর্বর উপত্যকায়, তোমার পবিত্র ঘরের পাশে, হে আমাদের প্রতিপালক! যাতে তারা সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি ঝুঁকিয়ে দাও এবং তাদেরকে ফল-মূল দ্বারা জীবিকা দান করো, যেন তারা কৃতজ্ঞ হয়।"
মহানবী (সা.) বলেছেন, "মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জারি থাকে— সদকায়ে জারিয়া, উপকারি জ্ঞান, এবং নেক সন্তানের দোয়া।"
(সহিহ মুসলিম: ১৬৩১)
নবিজি (সা.) আরও বলেছেন, "তোমরা তোমার সন্তানদের মধ্যে ইনসাফ করো, কারণ তোমরা তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে।"
(সহিহ বুখারি: ২৫৮৭)
রাসুলুল্লাহ (সা.) বলেন, "তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে।"
(নাসাঈ: ৩১০৪)
সন্তানকে দুনিয়া ও আখিরাতে সফল করতে হলে তাদের জন্য নিয়মিত এসব দোয়া করা প্রত্যেক পিতা-মাতার একান্ত কর্তব্য। ফেতনার এই যুগে এসব কোরআনি ও হাদিসের দোয়া আপনার সন্তানকে ইনশাআল্লাহ সুরক্ষা দেবে।
আল্লাহ যেন আমাদের সবাইকে নেক সন্তান দান করেন এবং তাদের হেদায়েতের পথে রাখেন। আমিন।