29 Jul, 2025
ইসলাম ধর্মে দোয়ার গুরুত্ব অপরিসীম। একজন স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে তা অনেক বেশি বরকত ও কল্যাণের মাধ্যম হতে পারে। স্বামীর দীর্ঘ হায়াত বা জীবনকাল বৃদ্ধির জন্য একটি হৃদয় থেকে উচ্চারিত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। নিচে আমরা এমন একটি দোয়া তুলে ধরছি যা স্বামীর হায়াত বৃদ্ধির জন্য করা যেতে পারে।
اللَّهُمَّ أَطِلْ فِي عُمْرِ زَوْجِي عَلَى طَاعَتِكَ، وَبَارِكْ لَهُ فِي صِحَّتِهِ وَرِزْقِهِ، وَاجْعَلْنِي لَهُ زَوْجَةً صَالِحَةً.
আল্লাহুম্মা আতিল ফি উমরি জাওজি ‘আলা তা‘আতিকা, ওয়া বারিক লাহু ফি সিহহাতিহি ওয়া রিযকিহি, ওয়াজ‘আলনী লাহু জাওজাতান সালিহাহ।
হে আল্লাহ! আমার স্বামীর হায়াত বা জীবনকাল তোমার আনুগত্যের মধ্যে দীর্ঘ করো, তাঁর স্বাস্থ্যে ও রিজিকে বরকত দান করো, এবং আমাকে তাঁর জন্য একজন নেককার স্ত্রী বানাও।
স্বামীর দীর্ঘ হায়াতের জন্য হৃদয় থেকে আল্লাহর কাছে চাওয়া।
দাম্পত্য জীবনে শান্তি ও বরকতের প্রার্থনা।
স্বামীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের নিদর্শন।
স্ত্রী হিসেবে নিজেকেও একজন নেককার বানানোর দোয়া।
প্রতিদিন সকালে ফজরের নামাজের পর অথবা রাতে ঘুমানোর আগে।
পবিত্র অবস্থায় (অজু সহ) মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন।
নিজের হৃদয়ের ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করুন।
দোয়া কবুলের জন্য সততা, ধৈর্য, এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দোয়া যেন শুধুমাত্র মুখে না হয়, বরং হৃদয় থেকে হওয়া চাই।
একজন মুসলিম নারীর দোয়া তার পরিবারের জন্য রহমতের চাদর হয়ে উঠতে পারে। তাই প্রতিদিন স্বামীর সুস্বাস্থ্য, হায়াত এবং ঈমানের জন্য দোয়া করুন। আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন।
Tags:
হায়াত বৃদ্ধির দোয়া, স্বামীর হায়াত বৃদ্ধির আমল, স্বামীর হায়াত বৃদ্ধির দোয়া, যে দোয়া পড়লে স্বামীর হায়াত বৃদ্ধি পাবে, স্বামীর আয় বৃদ্ধির দোয়া, স্বামীর হায়াত বৃদ্ধি, স্বামীর হায়াত বৃদ্ধি পাওয়ার আমল, কারো হায়াত বৃদ্ধির দোয়া করা যাবে কিনা, স্বামীর কল্যাণ ও নেক হায়াত এবং হেদায়েত বৃদ্ধির জন্য দোয়া, স্বামীর হায়াত বৃদ্ধির জন্য স্ত্রীরা কি করতে পারেন?, হায়াত বৃদ্ধির আমল, হায়াত বৃদ্ধির উপায় আছে কি
hayat briddhir dua, hayat briddhir amol o dua, hayat briddhir dua jannater poth, hayat briddhir doa, hayat briddhir amol, hayat briddhir amol ki, samir hayat bidhir dua, shamir hayat bidhir dua, jamayer hayat bidhir dua,