23 Dec, 2022
HSC Suggestion Chemistry 2nd Paper (পরিবেশ রসায়ন- জ্ঞানমূলক)
HSC Suggestion Chemistry 2nd Paper (পরিবেশ রসায়ন- জ্ঞানমূলক)
সকল বোর্ডের জন্য জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন ২০২৩ ও ২০২৪
উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন
TDS কী?
TDS (Total Dissolved Solid) হলো- কোনো নমুনা পানিতে সমস্ত দ্রবীভূত কঠিন পদার্থ।
মোল ভগ্নাংশ কী?
মোল ভগ্নাংশ হলো কোনো মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে ঐ মিশ্রণে উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাত
অনুবন্ধী অম্ল কী?
কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয় তাই ঐ ক্ষারকের অনুবন্ধী অম্ল।
আদর্শ গ্যাস কাকে বলে?
যেসব গ্যাস সকল তাপমাত্রায় ও চাপে গ্যাসের সূত্রসমূহ যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগেড্রোর সূত্র যথাযথভাবে মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে।
এসিড বৃষ্টি কাকে বলে?
যে বৃষ্টির পানিতে নানাবিধ অম্লধর্মী অক্সাইড বা এসিড মিশ্রিত থাকার কারণে ঐ বৃষ্টির পানির pH < 5.6 হয় সে বৃষ্টিকেই এসিড বলে।
বাস্তব গ্যাস কাকে বলে ?
যেসব গ্যাস সব তাপমাত্রা ও চাপে PV = nRT সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে ।
অনুবন্ধী অম্ল কী?
কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয় তাই ঐ ক্ষারকের অনুবন্ধী অম্ল।
অনুবন্ধী ক্ষারক কী?
অনুবন্ধী ক্ষারক হলো কোনো অম্ল থেকে প্রোটন অপসারণের ফলে সৃষ্ট ক্ষারক।
কার্ধেক্যাটায়ন কী?
ধনাত্মক চার্জবিশিষ্ট জৈব আয়নসমূহকেই কার্বোক্যাটায়ন বলে।
এসিড বৃষ্টি কী?
মনুষ্য সৃষ্ট উৎস হতে নির্গত কিছু গ্যাস যেমন- SO2, এবং No2 বায়ুমণ্ডলের জারণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন পদার্থ পরবর্তিতে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন রকম এসিড উৎপন্ন করে যা বৃষ্টির পানির সাথে মিশে ভূ-পৃষ্ঠে পতিত হয়। এরূপ বৃষ্টিকে এসিড বৃষ্টি বলা হয়।
আদর্শ গ্যাস কাকে বলে? .
যেসব গ্যাস সকল তাপমাত্রায় ও চাপে গ্যাসের সূত্রসমূহ যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগেড্রোর সূত্র যথাযথভাবে মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়।
STP কি?
STP এর পূর্ণরূপ হচ্ছে- Standard Temperature and Pressure। এ পদ্ধতিতে তাপমাত্রা 0°C বা 273K ও চাপ 1 atm বা 101.325 kPa ধরা হয়।
প্লাস্টিসিটি কী?
যখন কোনো পদার্থ বা উপাদান তাদের উপর প্রয়োগকৃত বল প্রত্যাহার করার পরও বিকৃত বা অস্বাভাবিক অবস্থা হতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না তখন পদার্থের ঐ ধর্মকে প্লাস্টিসিটি বলে।
রেসিমিক মিশ্রণ কী? .
দুটি এনানসিওমার সমাণুর সমতুল বা সমপরিমাণ মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এ ধরনের মিশ্রণ সমবর্তিত আলোর তলকে ঘুরাতে পারে না বলে আলোক নিষ্ক্রিয় হয়।
কার্যকরী মূলক কী?
যে সকল পরমাণু বা পরমাণুগুচ্ছ বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ঐ যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি কার্যত রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বলা হয়।
নাইলন কি ?
অ্যামাইডের পলিমারকে পলিঅ্যামাইড বলে। পলিঅ্যামাইড তন্তুময় পদার্থ। বাণিজ্যিকভাবে এ সাংশ্লেষিক তত্ত্ব নাইলন নামে পরিচিত। যেমন, নাইলন-661
আরো আসবে........