28 May, 2025
খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের MCQ পরীক্ষায় নিচের বিষয়গুলো থেকে প্রশ্ন আসে:
বিষয় | নমুনা প্রশ্নের সংখ্যা | প্রাসঙ্গিক বই |
---|---|---|
বাংলা ভাষা ও সাহিত্য | 20 | MP3, Saifur’s, NCTB |
ইংরেজি ভাষা | 20 | Saifur’s, Barron’s (basic), NCTB Grammar |
গণিত (Math) | 20 | MP3, NCTB Class 9-10, Shortcut books |
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) | 20 | Chronicle, MP3, Recent Affairs |
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি | 10 | Basic ICT books |
খাদ্য অধিদপ্তর সম্পর্কিত জ্ঞান | 10 | Official website, Recent circulars |
ব্যাকরণ, বানান, ভাষার রীতি, বাক্য গঠন ও Common Errors চর্চা করুন।
English Comprehension এবং Synonym/Antonym ভালোভাবে প্র্যাকটিস করুন।
শতকরা, লাভ-ক্ষতি, বয়স সমস্যা, গড়, আনুপাতিক হিসাব, সংখ্যা পদ্ধতি চর্চা করুন।
সময় বাঁচাতে Short Tricks ব্যবহার করুন।
সাম্প্রতিক ঘটনাবলী (বিশেষত খাদ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত) আপডেট থাকুন।
সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতীয় দিবস, আন্তর্জাতিক সংস্থা ইত্যাদি পড়ুন।
MS Word, Excel, PowerPoint, ইন্টারনেট, সফটওয়্যার ও হার্ডওয়্যার সম্পর্কিত প্রশ্ন আসতে পারে।
খাদ্য অধিদপ্তরের ইতিহাস, কাজের পরিধি, মিশন-ভিশন, চলমান প্রকল্প ইত্যাদি পড়ুন।
বিষয় | সাজেশন বই |
---|---|
বাংলা | MP3, Professor's |
ইংরেজি | Saifur’s, SP Bakul |
গণিত | MP3, 10 Minute School Math Guide |
সাধারণ জ্ঞান | Chronicle, Recent Affairs Monthly |
কম্পিউটার | ICT for General Knowledge |
স্পেশাল | খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও পূর্ববর্তী প্রশ্নপত্র |
ডেইলি রুটিন তৈরি করে বিষয়ভিত্তিক পড়া চালান।
মডেল টেস্ট ও বিগত বছরের প্রশ্ন নিয়মিত দিন।
ভুলগুলো লিপিবদ্ধ করে রিভিশন দিন।
নিচে খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে Important MCQ দেওয়া হলো, প্রতিটিতে একটি প্রশ্ন এবং একটি সঠিক উত্তর দেওয়া হয়েছে:
‘রবীন্দ্রনাথ ঠাকুর’ এর “গীতাঞ্জলি” কোন ধরনের গ্রন্থ?
কাব্যগ্রন্থ
“সোনার তরী” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
“বিদ্রোহী” কবিতাটি কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
“আমার সোনার বাংলা” কোন ধরনের রচনা?
দেশপ্রেমমূলক গান
“নূরুলদীন এই বলে গিয়েছিলেন” নাটকটি কার রচনা?
সৈয়দ শামসুল হক
বাংলা সাহিত্যে সর্বপ্রথম মুসলিম কবি কে?
শাহ মুহম্মদ সগীর
“লালন ফকির” কোন ধারার কবি ছিলেন?
লোককবি
“সপ্তপর্ণী” উপন্যাসের রচয়িতা কে?
বুদ্ধদেব বসু
বাংলা গদ্য সাহিত্যের জনক কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
“আনন্দমঠ” উপন্যাসে ‘বন্দেমাতরম’ গানটির রচয়িতা কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘আত্মজীবনী’ সাহিত্যের কোন শাখার অন্তর্গত?
প্রবন্ধ
“মেঘনাদবধ কাব্য” কোন রীতিতে রচিত?
মহাকাব্য
“চর্যাপদ” কোন যুগের সাহিত্য?
প্রাচীন যুগ
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
নাথানিয়েল ব্রাসি হালহেড
“তিতাস একটি নদীর নাম” এর লেখক কে?
আদwaita মল্ল বর্মণ
“হুজুর” উপন্যাসটি কে লিখেছেন?
সেলিনা হোসেন
“রক্তাক্ত প্রান্তর” নাটকটির লেখক কে?
সেলিম আল দীন
“আনোয়ারা” উপন্যাসের লেখক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
‘পুঁথি’ সাহিত্যের ধরন কী?
গীতিমূলক কাব্য
“দেবদাস” উপন্যাসের রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
— চন্দ্রাবতী
“সার্ধ শতবর্ষে রবীন্দ্রনাথ” গ্রন্থটির লেখক কে?
— হুমায়ুন আজাদ
“সোনার বাংলা” গানটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
— গীতাঞ্জলি
“পল্লিগীতি” ধারার প্রবর্তক কে?
— জসিম উদ্দিন
“কপালকুণ্ডলা” কোন ধরনের রচনা?
— উপন্যাস
রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান?
— ১৯১৩ সালে
বাংলা সাহিত্যে মুসলিম নবজাগরণ শুরু হয় কোন শতকে?
— উনিশ শতকে
“কবিতা সংকলন ‘নির্বাচিত কবিতা’” কে সম্পাদনা করেন?
— জীবনানন্দ দাশ
“আনন্দমঠ” উপন্যাসে কোন আন্দোলনের চিত্র পাওয়া যায়?
— সন্ন্যাসী বিদ্রোহ
“চর্যাপদ” আবিষ্কার করেন কে?
— মহামোহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
“কালো মেয়ের পায়ে আজ রূপালি নূপুর” — কার লেখা?
— আল মাহমুদ
“কবর” নাটকটি কে লিখেছেন?
— মুনীর চৌধুরী
বাংলা সাহিত্যে “নির্বাচিত প্রবন্ধ” রচনা করেন কে?
— আবুল মনসুর আহমদ
“বনলতা সেন” কবিতার কবি কে?
— জীবনানন্দ দাশ
“লালসালু” উপন্যাসটি কে লিখেছেন?
— সৈয়দ ওয়ালীউল্লাহ
“রুদ্র মঙ্গল” কাব্যগ্রন্থটি কার লেখা?
— শক্তি চট্টোপাধ্যায়
“মুক্তধারা” নাটকটি কে রচনা করেছেন?
— রবীন্দ্রনাথ ঠাকুর
“নকশী কাঁথার মাঠ” রচয়িতা কে?
— জসিম উদ্দিন
“চোখের বালি” কোন ধরনের সাহিত্যকর্ম?
— উপন্যাস
“মধ্যযুগে” বাংলা সাহিত্যের প্রধান ধর্মীয় প্রভাব ছিল কোনটি?
— বৈষ্ণব ধর্ম
“ত্রয়ী কবি” কারা?
— মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল
“কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী” কোন ধরনের রচয়িতা ছিলেন?
— মঙ্গলকাব্যকার
বাংলা সাহিত্যে “পল্লী কবি” হিসেবে পরিচিত কে?
— জসিম উদ্দিন
“আষাঢ়ে বরষা” কোন কবিতার অংশ?
— ধনধান্য পুষ্পভরা
বাংলা সাহিত্যে “গীতাঞ্জলি” কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কে?
— রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা গদ্যরীতির প্রবর্তক কে?
— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
“চিলেকোঠার সেপাই” উপন্যাসের রচয়িতা কে?
— আখতারুজ্জামান ইলিয়াস
“শ্রীকান্ত” উপন্যাসের লেখক কে?
— শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
“অপরাজিত” উপন্যাসটি কে লিখেছেন?
— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
“জীবনানন্দ দাশ” কোন ধারার কবি?
— আধুনিক কবি
বাংলা সাহিত্যে প্রথম আধুনিক নাট্যকার কে?
— দীনবন্ধু মিত্র
“নীলদর্পণ” নাটকটি কিসের প্রতিবাদে লেখা হয়েছিল?
— নীল চাষের শোষণ
বাংলা সাহিত্যে “কাজী নজরুল ইসলাম” কে বলা হয়—
— বিদ্রোহী কবি
“রাণুর প্রথম চিঠি” গল্পের রচয়িতা কে?
— রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা সাহিত্যে “বামাচরণ চরিত” গ্রন্থের রচয়িতা কে?
— গড়াচরণ দাস
বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে?
— হান্টার
“রাখাল বালক” কবিতার রচয়িতা কে?
— কাজী নজরুল ইসলাম
বাংলা ভাষার আদ্যপ্রথম ছাপা বই কোনটি?
— ব্যাকরণ (Grammar of the Bengali Language by Halhed)
“প্রেমচন্দ্র” কোন ভাষার সাহিত্যিক ছিলেন?
— হিন্দি (কিন্তু বাংলা অনুবাদে জনপ্রিয়)
“মাইকেল মধুসূদন দত্ত” কিসে বিখ্যাত?
— অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনে
“চর্যাপদ” কোন ভাষায় লেখা?
— প্রাচীন বাংলা
বাংলা সাহিত্যে “নব্যবঙ্গ সাহিত্যের” প্রবর্তক কারা?
— ঈশ্বরচন্দ্র গুহ, অক্ষয় কুমার দত্ত
“বেহুলা-লখিন্দর” কাহিনি কোন মঙ্গলকাব্যের অংশ?
— মনসামঙ্গল
“রাজা” নাটকটি কে লিখেছেন?
— রবীন্দ্রনাথ ঠাকুর
“দুই বোন” উপন্যাসের রচয়িতা কে?
— হুমায়ূন আহমেদ
“নূরজাহান” উপন্যাসের লেখক কে?
— সৈয়দ মুজতবা আলী
“রাবণ” চরিত্রটি কোন মহাকাব্যের?
— রামায়ণ
“তাসের দেশ” কী ধরনের রচনা?
— নাটক
“আকবর” কার সমসাময়িক ছিলেন?
— আব্দুল হাকিম
“আল্লামা রুমি” কোন ভাষার কবি ছিলেন?
— পারস্য (কিন্তু বাংলায় অনুবাদ প্রচলিত)
“বাংলা ভাষার আদিযুগে” প্রধানত কী ধরনের সাহিত্য রচিত হতো?
— ধর্মীয় ও দার্শনিক
“বাংলাদেশের হৃদয় হতে” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
— আল মাহমুদ
“শেষের কবিতা” কী ধরনের রচনা?
— উপন্যাস
বাংলা ভাষার ব্যাকরণে “সমাস” কত প্রকার?
— চার প্রকার
“বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠা করেন কে?
— রবীন্দ্রনাথ ঠাকুর
“ঘাসফুল” কবিতাটি কার লেখা?
— জসিম উদ্দিন
“শ্রীকান্ত” উপন্যাসে প্রধান চরিত্র কে?
— শ্রীকান্ত
“রবীন্দ্রনাথ ঠাকুর” কত বছর বয়সে প্রথম কবিতা লেখেন?
— আট বছর
“স্মৃতির মিনার” গ্রন্থের লেখক কে?
— সেলিনা হোসেন
“একাত্তরের দিনগুলি” গ্রন্থটি কার লেখা?
— জাহানারা ইমাম
“দুর্দিনে আমার ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়” — এই পঙ্ক্তির কবি কে?
— সুকান্ত ভট্টাচার্য
“আবরণ খোলো খোলো গো মুখপট” — এই লাইনটি কার লেখা?
— রবীন্দ্রনাথ ঠাকুর
“চিত্রলেখা” উপন্যাসটি কার লেখা?
— বাগবাহাদুর বর্মা
“প্রমথ চৌধুরী” কোন ধারার রচয়িতা হিসেবে খ্যাত?
— প্রবন্ধকার
“ছুটি” গল্পটির লেখক কে?
— রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা সাহিত্যে “পঞ্চ কবি” বলতে কাদের বোঝায়?
— রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বুদ্ধদেব, শঙ্খ ঘোষ
“ভানুসিংহ ঠাকুর” কার ছদ্মনাম?
— রবীন্দ্রনাথ ঠাকুর
“বাংলা সাহিত্যের রেনেসাঁ যুগ” শুরু হয় কবে?
— উনিশ শতকে
“মধুমালা” কাব্য কোন ধরনের সাহিত্য?
— পুঁথি সাহিত্য
“নির্বাচিত কলাম” বইটির লেখক কে?
— আহমদ ছফা
“জীবনানন্দ দাশ” কোন ছন্দে বেশি লিখতেন?
— অক্ষরবৃত্ত ছন্দ
“নাট্যরস” কত প্রকার?
— নয় প্রকার
“নবনাট্য আন্দোলন” কবে শুরু হয়?
— ১৯৭০ সালের দিকে
“গীতাঞ্জলি” গ্রন্থে কতটি কবিতা রয়েছে?
— ১০৩টি
“সানাউল্লাহ নূরী” কোন ক্ষেত্রে খ্যাতিমান?
— শিশু সাহিত্য
“ধাত্রী” শব্দের বিপরীত কী?
— পুত্রবধূ
“অপরাজিতা” শব্দের অর্থ কী?
— যে হার মানে না
“সাবিত্রী ও সত্যবান” কাহিনি কোন পুরাণে আছে?
— মহাভারতে
“ঘরে বাইরে” উপন্যাসের মূল বিষয় কী?
— স্বদেশি আন্দোলন
“সত্যজিৎ রায়” কোন ধরনের সাহিত্যেও অবদান রেখেছেন?
— শিশু সাহিত্য ও রহস্য উপন্যাস (ফেলুদা)
বাংলা ভাষার প্রথম কবি হিসেবে কাকে ধরা হয়?
— লুইপা
“বিদ্রোহী” কবিতায় ব্যবহৃত প্রধান অলঙ্কার কোনটি?
— বীর রস
“আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটি কে রচনা করেন?
— আব্দুল গাফ্ফার চৌধুরী
“মৃত্যুঞ্জয়ী” উপন্যাসের লেখক কে?
— হুমায়ূন আহমেদ
বাংলা ভাষায় প্রচলিত সর্বপ্রথম অভিধান কোনটি?
— বঙ্গভাষা অভিধান
“পথের পাঁচালী” উপন্যাসের রচয়িতা কে?
— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
“আমার পরিচয়” কবিতাটি কার লেখা?
— শামসুর রাহমান
“শিশু” কবিতাটি কে রচনা করেন?
— সুকান্ত ভট্টাচার্য
“যদি তোর ডাক শুনে কেউ না আসে” গানটি কার লেখা?
— রবীন্দ্রনাথ ঠাকুর
“মেঘনাদবধ কাব্য” কোন চরিত্রকে কেন্দ্র করে রচিত?
— মেঘনাদ
“মীর মশাররফ হোসেন” কোন কাব্যপ্রধান রচনা লিখেছেন?
— বিষাদসিন্ধু
“আলোকিত মানুষের গল্প” কার লেখা?
— হুমায়ূন আহমেদ
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্পকার কে?
— রবীন্দ্রনাথ ঠাকুর
“অন্তর্যামী” গল্পটি কে রচনা করেন?
— মানিক বন্দ্যোপাধ্যায়
“আদর্শ হিন্দু হোটেল” উপন্যাসের লেখক কে?
— বিভূতিভূষণ মুখোপাধ্যায়
“শঙ্খচিল” শব্দের অর্থ কী?
— একটি পাখির নাম
“মনোজদের অদ্ভুত বাড়ি” কার লেখা?
— সুনীল গঙ্গোপাধ্যায়
“হঠাৎ বৃষ্টি” কোন ধরণের রচনা?
— উপন্যাস
“পদ্মা নদীর মাঝি” উপন্যাসটি রচয়িতা কে?
— মানিক বন্দ্যোপাধ্যায়
“অগ্নিবীণা” কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
— ১৯২২ সালে
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
— নীলদর্পণ
“সঞ্চয়িতা” কী ধরনের গ্রন্থ?
— কবিতার সংকলন
“আধুনিক বাংলা সাহিত্যের জনক” কাকে বলা হয়?
— মাইকেল মধুসূদন দত্ত
“স্মৃতি তৃষ্ণা” কবিতাটি কার লেখা?
— জীবনানন্দ দাশ
“তিতাস একটি নদীর নাম” কোন ধরনের রচনা?
— উপন্যাস
“সোনার তরী” কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা আছে?
— ৪০টি
“গল্পগুচ্ছ” গ্রন্থের রচয়িতা কে?
— রবীন্দ্রনাথ ঠাকুর
“বসন্ত” কবিতায় কোন ঋতুর রূপ বর্ণিত হয়েছে?
— বসন্ত
“শক্তি চট্টোপাধ্যায়” কোন ধারার কবি?
— আধুনিক কবি
“বিজয়িনী” গল্পটি কে রচনা করেছেন?
— কাজী নজরুল ইসলাম
“দেবদাস” উপন্যাসে প্রধান নারী চরিত্র কে?
— পার্বতী
বাংলা ভাষায় সর্বাধিক শব্দ ব্যবহৃত হয়েছে কোন কবির লেখায়?
— রবীন্দ্রনাথ ঠাকুর
“অচলায়তন” কোন ধরনের সাহিত্য?
— নাটক
“আনন্দমঠ” উপন্যাসে ব্যবহৃত বিখ্যাত গান কোনটি?
— বন্দেমাতরম
“জীবনানন্দ দাশ”-এর সাহিত্যধারা কী নামে পরিচিত?
— নিঃসঙ্গতার কবিতা
“নির্জন স্বপ্নভঙ্গ” কবিতাটি কার লেখা?
— সুধীন্দ্রনাথ দত্ত
“রবীন্দ্রনাথ” কোন বয়সে প্রথম গল্প লিখেন?
— ১৬ বছর
“বাংলা ব্যাকরণে” ধাতু কাকে বলে?
— যে পদ থেকে ক্রিয়া গঠিত হয়
“বঙ্গভাষা” শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়?
— হালহেড-এর গ্রামারে
“প্রহসন” কী ধরনের রচনা?
— হাস্যরসাত্মক নাটক
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়?
➤ ভাষা
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
➤ সংস্কৃত
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে?
➤ সংস্কৃত
মানুষের মুখেই কেন ভাষার উৎপত্তি হয়েছে?
➤ বলার সুবিধার জন্য
বাংলা ব্যাকরণের কয়টি রূপ?
➤ দুটি
রূপ দুটি কী কী?
➤ পদ রূপ ও ধ্বনি রূপ
‘অরণ্যে মোর গহীন দুপুরে’ - বাক্যটি কোন রীতি?
➤ সাহিত্যিক রীতি
ভাষার মৌলিক অংশ কয়টি?
➤ তিনটি
বাংলা ব্যাকরণের শাখা কয়টি?
➤ তিনটি (রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, ও ধ্বনিতত্ত্ব)
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
➤ ১১টি (অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ)
বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
➤ ৩৯টি
বাংলা ভাষায় ধ্বনি কয় প্রকার?
➤ দুটি (স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি)
মৌলিক শব্দ কোথা থেকে এসেছে বলা যায় না, তাকে কী বলে?
➤ মৌলিক শব্দ
বাংলা ভাষায় মৌলিক শব্দ কয়টি?
➤ প্রায় ৬৫০টি
তৎসম শব্দ কোন ভাষা থেকে এসেছে?
➤ সংস্কৃত
বাক্যের মৌলিক অংশ কয়টি?
➤ দুটি (উপসর্গ ও প্রত্যয়)
কোন ধ্বনি ব্যঞ্জনবর্ণ হিসেবে উচ্চারিত হলেও স্বরবর্ণ হিসেবে লিখা হয়?
➤ ঋ
শুদ্ধ বানানের জন্য কী ব্যবহৃত হয়?
➤ অভিধান
বাংলা ভাষায় কোন রীতি দুইটি বিদ্যমান?
➤ চলিত ও সাহিত্যিক রীতি
কোন বর্ণটি ধ্বনির আগে উচ্চারিত হয় না, ত হয়?
উত্তর: ট-ধ্বনির
৭-ধ্বনির অনুকরণে সৃষ্ট কোন বানানটি অশুদ্ধ?
উত্তর: পুর্ববর্ণী
অনুরণন শব্দটি -
উত্তর: বিশেষণ
সন্নিক শব্দের বিপরীত -
উত্তর: বিযুক্ত/দূরবর্তী
যোগফল কোন শব্দ-সমষ্টি?
উত্তর: ব্যাকরণ শব্দ
প্রচারণা-
উত্তর: বিশেষ্য পদ
পলস্বতী -
উত্তর: বিশেষ্য পদ
কাঁসারী – এটি কোন শব্দ?
উত্তর: ব্যাকরণ শব্দ
দেশি শব্দের বিশেষ্য কয়টি?
উত্তর: তিন-চারটি
চিত্রনাট্য কাকে বলে?
উত্তর: সিনেমার কাহিনি-চিত্র
চাচাতো/মামাতো সম্পর্কবিশেষ –
উত্তর: শব্দ-চিত্র
দুই বর্ণের পরস্পরের মিলনকে কী বলে?
উত্তর: সন্ধি
তৎসম শব্দ:
উত্তর: সংস্কৃতভাষা-অধিক
দুর্ভিক্ষ
উত্তর: তৎসম
শিল্পবুদ্ধি
উত্তর: তৎসম
অন্যায়
উত্তর: তৎসম
দুর্নীতি
উত্তর: তৎসম
পিতা-মাতার
উত্তর: তৎসম
উপদেশ
উত্তর: তৎসম
বই-এর পৃষ্ঠা-শিরোনাম কর –
উত্তর: ‘শব্দতত্ত্ব’
‘সমর্থন’
উত্তর: তৎসম শব্দ
‘সমবায়’
উত্তর: তৎসম শব্দ
‘ব্যবস্থাপনা’
উত্তর: তৎসম শব্দ
‘ইতিহাস’
উত্তর: তৎসম শব্দ
‘বইটিকে’
উত্তর: তৎসম শব্দ
‘উৎপাদক’
উত্তর: তৎসম শব্দ
বাংলা উপসর্গ:
উত্তর: একত্রী
বাংলা উপসর্গ মোট –
উত্তর: একত্রিশটি
বাংলা উপসর্গ:
উত্তর: অ, অনা, অত, অতি, আ, আদ্য, আন, অন্ত, ইতি, উপ (উপ)
কশ, দু, প্রতি, পতি, তি, ত্বর, প্রায়, সম, যূথ
সবচেয়ে শক্তিশালী উপসর্গ কী?
উত্তর: সম
‘প্রতিদিন’ শব্দটি কোন ধরনের শব্দ?
উত্তর: উপসর্গযুক্ত বিশেষ্য
‘হকারি’ শব্দে কোন উপসর্গ আছে?
উত্তর: হ
‘হরিদ্বার’ শব্দে কোন উপসর্গ আছে?
উত্তর: হরি
‘নিদর্শন’ শব্দে কোন উপসর্গ আছে?
উত্তর: নি
যে শব্দের অর্থ নেই, কিন্তু বাক্যে আবশ্যক, তাকে বলে –
উত্তর: অব্যয়
বাংলা ভাষায় উপসর্গযুক্ত শব্দ কয়টি?
উত্তর: ১০০+
বিশুদ্ধ বাংলা শব্দ:
উত্তর: সবুজ, বিদ্যালয়, সমাজ/নির্মাণ
অপভ্রংশ কোন ধরনের শব্দ?
উত্তর: উপভাষা
‘কুলি’ কোন ভাষার শব্দ?
উত্তর: তামিল
‘কমলা’, ‘হলুদ’ কোন ভাষার শব্দ?
উত্তর: আরবি
‘অমাবস্যা’
উত্তর: তৎসম
‘জলদস্যু’
উত্তর: তৎসম
‘বহুব্রীহি’
উত্তর: তৎসম
‘যথার্থ’
উত্তর: তৎসম
‘তোমার’ কোন ভাষার শব্দ?
উত্তর: দেশি
‘যাহা’ কোন ভাষার শব্দ?
উত্তর: তদ্ভব
‘শস্য’ কোন ভাষার শব্দ?
উত্তর: তৎসম-তদ্ভব
‘অরন্য’
উত্তর: তদ্ভব
‘আত্মা’, ‘হৃদয়’ কোন প্রকারের শব্দ
উত্তর: তৎসম
‘চঞ্চলতা’র কোন দেশি ভাষার শব্দ নিয়ে গঠিত?
উত্তর: তদ্ভব ও তৎসম
ভারতের বহু- কোন শ্রেণির শব্দ?
উত্তর: তৎসম
শব্দের অনুপাতে বাংলা ভাষায় শব্দসমূহকে ভাগ করা যায়-
উত্তর: চারটি
বিদ্যুৎ কোন ভাষার শব্দ?
উত্তর: তৎসম
মৌলিক
অনুরূপতার শব্দটি কোন ভাষার?
ফারসি ও আরব–ফারসির আরবি
রোজগারের শব্দটি কোন ভাষার?
ফারসি
‘হরেন’ কোন ভাষার শব্দ?
আসামি
“শব্দকল্পদ্রুম” শব্দটি কোন দুটি শব্দের মিশ্রণ?
শব্দ + কল্পদ্রুম
কোনটি উপসর্গ?
নি
কোনটি ক্রিয়ারিশি শব্দ?
কর
ব্যবসায়/পণ্য/ব্যবসায়ী/বাণিজ্যিক
পাঠ্য বই ভাষা। বিশেষ্য পদকে ক্রিয়া বাক্যে নির্দেশ করে?
ব্যবহার
"হাতে লেখা দেখা যায়" ব্যাক্যাটি 'হাতে লেখা' হলো–
বিশেষ্য পদ
"আত্মা-হারা হয়ে পড়ল"
ধর্মবাচক শব্দ
পান করিলে–
ক্রিয়ারূপ শব্দ
"মা শিশুকে খাওয়াচ্ছে"–ব্যাক্যটি “খাওয়াচ্ছে” কোন ক্রিয়াপদের উদাহরণ?
মাঝ
“আমি বই থেকে পড়ে মানে” ব্যাক্যটি কোন ক্রিয়া ব্যবহারে গঠিত?
অব্যয়ক্রিয়া
‘তুমি পত্রিকায় কি দেখেছো আজ?’ কী বিভক্তি?
বিভক্তি
বাংলাদেশের প্রধান কোন কালকে জায়গায়?
সাধারণ বর্তমান
ক্রিয়ার
তুমি বিদ্যালয়ে ২-কোন কালের উদাহরণ?
অবধারিত কাল
চেষ্টা করলেও পারবে। কোন কালকে বুঝানো হয়েছে–
অভিপ্রায়
কে জানে আগামী জাতীয় এমন হবে–এই বাক্যটি কোন কালের উদাহরণ?
সাধারণ ভবিষ্যৎ
কোন বাক্যে অতীতকাল বোঝানো হয়েছে?
সে কি গিয়েছিল?
কোন পদান্বিত হয়?
ধর্মব
বিজ্ঞান শব্দের অর্থ–
উপলব্ধি
কোনটি?
উৎপন্ন
তুমি কাটা কেটে কী করো?
ক্রিয়া
‘তা সহজে অনুমান করা যায়’ এক কথা–
বোধগম্য
‘স্ত্রী’ শব্দের বাচক শব্দ–
নারী
সঠিক লিংগ –
নিজস্ব স্ত্রী লিংগ
শুদ্ধভাবে হামলা করা করেকটি পুরুষবাচক শব্দ–
পিতা, কাকা, গুরুশ্রেষ্ঠ, ব্রাহ্মণ, বিশাখ, বিশিষ্ট, ঢাকি, পুরুষ
শুদ্ধভাবে হামলা করা করেকটি স্ত্রীবাচক শব্দ–
জননী, সহধর্মিণী, কন্যা, সতী, আনুসূয়া, দয়িতা, ভগিনী, রাজনন্দিনী, বিধবা
নারীবাচক শব্দ কোনটি?
গুরুনী
"পণ্ডিতা" শব্দটি কোন লিংগ?
স্ত্রীলিঙ্গ
ইতরলিঙ্গ কোন পদ?
অন্তঃসত্বা
যে পদ নারী/পুরুষ উভয়ের জন্য বোঝায়–
উভয়লিঙ্গ বাচক
যে পদকে বিভক্তি ও প্রত্যয় হইলে–
মুহূর্ত-মুহূর্ত
"নানাবিধ" শব্দের মূল শব্দ কী?
বিধ
কোন পদটির উপসর্গ না থাকলে প্রকৃতি এবং প্রকৃতি শব্দের মধ্যে পার্থক্য বোঝা যায় না?
আবশ্যিক
‘অধিকাংশ’ কোন শ্রেণির পদ গঠিত?
সমাসবদ্ধ
‘শান্তিপূর্ণ’ শব্দ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
শান্তি-পূর্ণ
প্রকৃতি ও প্রত্যয়যুক্ত শব্দ ভাবাবৃত্তি বিশেষ বুঝায়–
আবিষ্কার
কোন পদকে মূল অঙ্গকে কী বলা?
প্রকৃতি
‘সাহিত্য’ শব্দ কোন প্রকৃতি?
তৎসম
প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়?
রূপতত্ত্ব
Save the link , it Will be Continue .....