অ্যালকেন কাকে বলে ও অ্যালকেন প্রস্তুতি

অ্যালকেন কাকে বলে ও অ্যালকেন প্রস্তুতি

অ্যালকেন কাকে বলে ? অ্যালকেন প্রস্তুতি লিখ। 

=> অ্যালকেন: সম্পৃক্ত হাইড্রোকার্বনসমূহকে IUPAC পদ্ধতিতে অ্যালকেন বলে। 

অ্যালকেন প্রস্তুতি: অ্যালকেন তিনটি উপায়ে উৎপন্ন করা যায়:-
১. ডিকার্বক্সিলেশন পদ্ধতি: কার্বক্সিলিক এসিডের সোডিয়াম লবনকে সোডালাইম (NaOH + ca0 এর মিশ্রণ) দ্বারা উত্তপত করলে অ্যালকেন পাওয়া যায়। এ ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড হিসেবে কার্বক্সিল মূলক অপসারিত হয় বলে এ পদ্ধতিতে ডিকার্বক্সিলেশন বলে। যেমন- 
ইথানোয়িক এসিডকে সোডিয়াম হাইড্রোঅক্সাইডের সাথে উত্তপত করলে সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন হয় এবং একে সোডালাইমের সাথে উত্তপত করলে মিথেন পাওয়া যায়। 

decarboxylation-method-alkene-bangla

প্রপানোয়িক এসিডকে সোডিয়াম হাইড্রোঅক্সাইডের সাথে উত্তপত করলে, সোডিয়াম প্রোপানয়েট উৎপন্ন হয়। এবং একে সোডালাইম দ্বারা উত্তপত করলে ইথেন পাওয়া যায়৷ 

decarboxylation-method-alkene-bangla-1

২. উর্টজ বিক্রিয়া: অ্যালকাইল হ্যালাইডের শুষ্ক ইথারীয় দ্রবনে ধাতব সোডিয়াম যোগ করে রিফ্লাক্স করলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়৷ উচ্চতর অ্যালকেন উৎপাদনের এ বিক্রিয়াকে উদ্ভাবকের নামানুসারে উর্টজ বিক্রিয়া বলে। 

wurtz-reaction-alkene-bangla

যেমন, ইথাইল আয়োডাইড এর শুষ্ক ইথারীয় ধাতব সোডিয়াম যোগ করলে বিউটেন পাওয়া যায়৷ 

wurtz-reaction-alkene-bangla-1

৩. অ্যালকিন থেকে : 150°-200° উষ্ণতায় Ni ধাতুর উপস্থিতিতে অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন সংযুক্ত হয়ে অ্যালকেন গঠিত হয়। যেসন, ইথিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথেন উৎপন্ন হয়। 

alkene-to-alkane-bangla