এক বছরের শিশুর কামড়ে কোবরা সাপের মৃত্যু, বিস্ময়ে বিহারের গ্রাম

28 Jul, 2025

এক বছরের শিশুর কামড়ে কোবরা সাপের মৃত্যু, বিস্ময়ে বিহারের গ্রাম

এক বছরের শিশুর কামড়ে কোবরা সাপের মৃত্যু, সুস্থ শিশুটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু

ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলার একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা—এক বছরের একটি শিশু কামড়ে মেরে ফেলেছে একটি কোবরা সাপকে। সাধারণত বর্ষার মৌসুমে সাপের কামড়ে শিশু মৃত্যুর সংবাদ পরিচিত হলেও, এবার ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা।

ঘটনাটি ঘটেছে মোহছি বনকাটোয়া গ্রামে। শিশুটির নাম গোবিন্দ। তার পরিবার জানায়, ঘটনার সময় গোবিন্দ বাড়ির পাশে খেলছিল এবং তার মা ঘরের পেছনে রান্নার কাঠ গোছাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ বেরিয়ে এলে শিশুটি ভয় না পেয়ে উল্টো সাপটিকে কামড়ে ধরে। পরিবারের লোকজন পরে জানতে পারেন, সেটি ছিল একটি কোবরা সাপ, যাকে স্থানীয়ভাবে গেহুঁওন বলা হয়।

ছেলেটির কামড়েই মারা যায় কোবরা, পরে অজ্ঞান হয়ে পড়ে গোবিন্দ

গোবিন্দের নানী মতিসারি দেবী জানান, সাপটিকে কামড়ানোর পর কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ অজ্ঞান হয়ে পড়ে। প্রথমে তাকে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে বেতিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসা শেষে শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে।

চিকিৎসকের ব্যাখ্যা

শিশুটির চিকিৎসক ডা. কুমার সৌরভ জানান, ভর্তির সময় শিশুটির মুখের চারপাশ কিছুটা ফুলে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সে সাপের দেহের একটি অংশ মুখে নিয়েছিল বা খেয়েও ফেলেছিল। তবে আশার কথা, বিষ মাড় বা পেটে গেলে তা শরীর সহজেই হজম করে ফেলতে পারে। তবে কারও মুখ, গলা বা অন্ত্রে যদি ক্ষত বা আলসার থাকে, তাহলে বিষ রক্তে মিশে যেতে পারে এবং প্রাণঘাতী হতে পারে।

গ্রামে চাঞ্চল্য, চিকিৎসকদের প্রশংসা

এ ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সাংবাদিক নেয়াজ জানান, শ্রাবণ মাসে সাপ বের হওয়া স্বাভাবিক ঘটনা হলেও শিশু দ্বারা কোবরা সাপ নিহত হওয়ার ঘটনা এই এলাকায় এটাই প্রথম।

ভারতে সাপে কাটা নিয়ে ভয়াবহ চিত্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে সাপে কাটা কারণে মৃত্যু হয় প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার মানুষের। তার মধ্যে শুধু ভারতে মারা যায় প্রায় ৫৮ হাজার জন। বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশসহ কয়েকটি রাজ্য এই মৃত্যুর অধিকাংশ ঘটনার জন্য দায়ী।

২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিহারে সাপের কামড়ে ৯৩৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৭ হাজার ৮৫৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে বিহার স্বাস্থ্য দপ্তর।