ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ৪০৯ জনের হাসপাতালে ভর্তি

27 Jul, 2025

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ৪০৯ জনের হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪০৯

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৪০৯ জন রোগী।

রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ৭৪ জন, চট্টগ্রামে ৭২ জন, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ৬৭ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৪ জন, খুলনায় ২৮ জন, রাজশাহীতে ৫১ জন, ময়মনসিংহে ১১ জন, রংপুরে ১৬ জন এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩০ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ২২৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ জনে। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৭৬ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে একজন করে মারা গেছেন।

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, এবং তখন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছর এখনও পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে।