মহানায়ক সম্মান ২০২৫: কারা পেলেন এই বছরের সম্মাননা | Bengali Film Award

26 Jul, 2025

মহানায়ক সম্মান ২০২৫: কারা পেলেন এই বছরের সম্মাননা | Bengali Film Award

মহানায়ক সম্মান ২০২৫: কারা পেলেন এই year's Bengali Film Honour

ভারতীয় বাংলা চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য ‘মহানায়ক সম্মান ২০২৫’ প্রদান করা হয়েছে একাধিক গুণী শিল্পীকে। এ বছর এই সম্মাননা পেয়েছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু, প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য, জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায় চৌধুরী, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবং রূপঙ্কর বাগচী। এছাড়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক গৌতম ঘোষ পেয়েছেন ‘মহানায়ক শ্রেষ্ঠ সম্মান-২০২৫’।

পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীদের উত্তরীয়, একটি বিশেষ স্মারক এবং নগদ অর্থ প্রদান করা হয়।

৪৫তম প্রয়াণ দিবসে উত্তম স্মরণ

২৪ জুলাই (বৃহস্পতিবার), মহানায়ক উত্তম কুমার-এর ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন এবং উত্তম কুমারকে “চলচ্চিত্রের গর্ব, দেশের গর্ব” বলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, “৪৫ বছর পরেও উত্তম কুমারকে মানুষ ভুলতে পারেনি, কোনোদিন পারবও না। ওনার গুণই ছিল—গানের প্রতিটি শব্দ মুখস্থ করে লিপ দিতেন নিখুঁতভাবে। নাম যেমন উত্তম, কাজেও তেমনই উত্তম।”

ব্যক্তিগত আক্ষেপ ও স্মৃতিচারণ

মুখ্যমন্ত্রী আফসোসের সুরে বলেন, তাঁর জীবনে বহু কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দেখা হলেও উত্তম কুমারের সঙ্গে কখনোই সাক্ষাৎ হয়নি, যা তাঁকে আজও কষ্ট দেয়। ছোটবেলার স্মৃতি টেনে তিনি বলেন, মা-কে সঙ্গে নিয়ে সিনেমা হলে গিয়ে গান শুনতেন, যদিও ঘুমিয়ে পড়তেন চানাচুর খেতে খেতে। সেই গানগুলো আজও তার মনে বাজে।

বাংলা গানের গুরুত্ব ও টিভি সিরিয়ালের সমালোচনা

মমতা ব্যানার্জি বর্তমানে টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে বাংলা গানের ব্যবহার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “স্বর্ণযুগের বাংলা গানগুলোর আবেদন আজও ফুরায়নি। সেইসব গান শোনা ছিল অভ্যাস, সংস্কৃতির অংশ।” পাশাপাশি সিরিয়ালের নিম্নমান নিয়েও প্রশ্ন তোলেন—“এখনকার সিরিয়ালে তো শুধু বিষ দেওয়ার গল্প চলে!”

বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আহ্বান

বাংলা ভাষার প্রতি বর্তমান আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা আমাদের মাতৃভাষা, জন্মভূমি, কর্মভূমি। অথচ বাংলা বললেই যেন ভুল করছেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলা ভাষাকে রক্ষা করতেই হবে।”

উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য, পরিচালক হরনাথ চক্রবর্তী, কবি শ্রীজাত, পরিচালক অরিন্দম শীল, মন্ত্রী ও গায়ক বাবুল সুপ্রিয়, সংগীতশিল্পী অদিতি মুন্সি, শ্রীরাধা ব্যানার্জি, মনোময় ভট্টাচার্য, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শোভনদেব চট্টোপাধ্যায় এবং স্পিকার বিমান ব্যানার্জি প্রমুখ।

এছাড়াও কলকাতায় নিযুক্ত বাংলাদেশ, রাশিয়া ও মিয়ানমারের কনসুল জেনারেলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় মহানায়ক উত্তম কুমারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে। শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় এই কিংবদন্তিকে।