15 Jul, 2022
একাদশ দ্বাদশ শ্রেণী এইচএসসি (HSC) পদার্থবিজ্ঞান এ ভৌত আলোকবিজ্ঞান এর গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক নোট।
এইচএসসি ভৌত আলোকবিজ্ঞান অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন পর্ব ৩
প্রশ্নঃ এক আলোকবর্ষ কাকে বলে?
উত্তরঃ এক আলোকবর্ষ : এক বছরে আলোক রশ্মি যে দূরত্ব অতিক্রম করে, তাকে আলোকবর্ষ বলে।
এক আলোকবর্ষ = আলোকের গতিবেগ x 1 বছরে সেকেন্ডের সংখ্যা।
(3x108 ms-1 ) x ( 365 x 24 x 60 x 60s)
=9.46x1015m
= 9.46x1012Km
প্রশ্নঃ ব্যতিচার ঝালর কাকে বলে?
উত্তরঃ ব্যতিচার ঝলর : একটি পর্দার উপর ব্যাতিচার ঘটানো হলে, পর্দার উপর অনেকগুলো পরস্পর সমগুরাল উজ্জ্বল ও অন্ধকার রেখা বা পট্রির সৃষ্টি হয়। এই পট্রি গুলোকে একত্রে আলোকের ব্যতিচার ঝালর বলে।
প্রশ্নঃ আলোর অপবর্তন কি?
উত্তরঃ আলোর অপবর্তন : তীক্ষ্ণ ধার ঘেঁষে বা সরু ছিদ্র দিয়ে যাবার সময় আলেকরশ্মি কিছুটা বেঁকে যায়। এ ধর্ষকে আলোর অপবর্তন বলে।
প্রশ্নঃ অসমবর্তিত আলো কি?
উত্তরঃ অসমবর্তিত আলো : যে আলোকের কলাগুলোর কম্পন গতিপথের লম্ব অভিমুখে চারদিকে সমান বিস্তারে কম্পিত হয় তাকে অসমবর্তিত বা সাধারন আলো বলে।
প্রশ্নঃ গ্রেটিং ধ্রুবক কি?
উত্তরঃ গ্রেটিং ধ্রুবক : অপবর্তন গ্রেটিং এর যে কোন একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দুরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। কোন সমতল নিঃসরণ গ্রেটিং এর অস্বচ্ছ রেখার বেদ 'b' এবং স্বচ্ছ অংশের বেধ 'a' হলে (a + b) দূরত্বকে গ্রেটিং উপাদান বা গ্রেটিং ধ্রুবক বলে।
প্রশ্নঃ সমবর্তন কোন কাকে বলে?
উত্তর: সমবর্তন কোনঃ কোন প্রতিফলক মাধ্যমে আপাতন কোণের যে সুনির্দিষ্ট মানের জন্য সমবর্তন সর্বাধিক হবে সেই আপাতন কোণকে সমবর্তন কোন বলে।
প্রশ্ন : আলোর সমবর্তন বা পোলারায়ন কি?