05 Jul, 2022
পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ এই শিরোনামে একটি প্রতিবেদন
প্রতিবেদন : পরিবেশের ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপণ
পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর ( protibedon poribesher barshammo rokhai chai bikhoropon )
পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির ভূমিকা
তোমার দেখা সম্প্রতি আয়োজিত বৃক্ষমেলার উপর একটি প্রতিবেদন তৈরি কর।
প্রতিবেদনের নাম : বৃক্ষরোপণের গুরুত্ব
প্রতিবেদনের শিরোনাম : পরিবেশের ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপণ
প্রতিবেদকের নাম : সাকিব খান
প্রতিবেদন তৈরির সময় ও তা :২০/০২/২০২২ ইং
প্রতিবেদন তৈরির স্থান : রামপুরা বন্দর, আগারগাঁও
প্রতিবেদনের ধরন : বিশেষ ধরন |
“পরিবেশের ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপণ”
মানব সভ্যতাকে টিকিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ উপকরণ হল পরিবেশ। এই বিশাল জগত সংসারে মানুষই একমাত্র জীব যারা প্রকৃতির নিয়ম-নীতি ভেঙ্গে নিজেদের আরাম আয়েসে প্রকৃতির উপকরণ যথেচ্ছা ব্যবহার করে যাচ্ছে। এই যথেচ্ছা ব্যবহারের ফলে পৃথিবী আজ চরম বিপর্যয়ের মুখামুখি। মানুষের বসবাসের জন্য প্রয়োজন পৃথিবীর আদিম পরিবেশ সংরক্ষণ। একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা উচিত। কিন্তু নির্বিচারে বৃক্ষনিধনের ফলে দেশে বনভূমির পরিমাণ এখন প্রায় ১৬ ভাগে নেমে এসেছে। এতে বহুপ্রজাতির উদ্ভিদ ও প্রাণি আজ বিলুপ্তির পথে। বিপন্ন আজ জীব বৈচিত্র্য। তাই কেবল পরিবেশ সংরক্ষণের জন্যই নয় বরং পরিবেশগত ভারসাম্যের জন্য, জীবনকে বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষ রোপনের প্রয়োজন অনস্বীকার্য। বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ না থাকলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়ত। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্যতা রক্ষা করছে। বৃক্ষ আমাদের খাদ্য দিয়ে থাকে। এছাড়া পরিবেশের ভারসাম্যতা রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ যেমন- ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, ভূমিধ্বস, মাটি ক্ষয়, নদীভাঙন, বরা ইত্যাদির হাত থেকে রক্ষা করে। এ সকল বিষয় বিবেচনা করে বৃষ্ণ নিধন রোধের পাশাপাশি অধিক মাত্রায় বৃক্ষরোপন করা এখন জরুরি হয়ে পড়েছে। যদি আমরা বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে অধিক মাত্রায় বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি তবেই বাঁচবে আমাদের এ ধরণী, বাঁচব আমরা, বুক ভরে নিতে পারব শীতল নিশ্বাস।
সাকিব খান
প্রতিবেদক