জাভাস্ক্রিপ্টের লজিকাল অপারেটর - জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল: পর্ব- ৭

04 May, 2022

জাভাস্ক্রিপ্টের লজিকাল অপারেটর - জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল: পর্ব- ৭

Logical অপারেটর 
যেকোনো প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে লজিকাল অপারেটর একই রকম কাজ করে। লজিকাল অপারেটর ব্যবহার হয়ে থাকে বুলিয়ান বা true ও false নির্ধারণ করতে। লজিকাল অপারেটর গুলো হলো :

  • && (AND)এবং বুঝাতে
  • || (OR) অথবা বুঝাতে
  • ! (NOT) না বুঝাতে


 AND অপারেটর 
এখানে condiotion1 && condiotion2 উভয় যদি সত্য হয় তাহলে তৃতীয় ব্রাকেটের ভিতরের প্রোগ্রাম run হবে।  
Syentex:
if (condiotion1 && condiotion2)
{
  run....
}





OR অপারেটর 
এখানে condiotion1 && condiotion2 উভয়ের কোনোটির একটি যদি সত্য হয় তাহলে তৃতীয় ব্রাকেটের ভিতরের প্রোগ্রাম run হবে। 
Syentex:
if (condiotion1 || condiotion2)
{
  run....
}




​​​​​​​

! অপারেটর 
এখানে condiotion যদি সত্য না হয় তাহলে তৃতীয় ব্রাকেটের ভিতরের প্রোগ্রাম run হবে।
 
Syentex:
if (!condiotion1)
{
  run....
}