জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর - জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল: পর্ব- ৮

04 May, 2022

জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর - জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল: পর্ব- ৮

জাভাস্ক্রিপ্ট Assignment অপারেটর 
অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহৃত হয় কোনো ভ্যারিয়েবলের মান নির্ধারণ করে দেয়ার জন্য । এসাইনমেন্ট অপারেটরসমূহ নিম্নে বর্ননা করা হলো: 
 

Assignment অপারেটর
প্রতীক বণনা
= বাম দিকের ভেরিয়েবলের মান ডানদিকে নির্দিষ্ট করা মানের সাথে সেট করা হবে। যেমন num=24
+= ডানদিকে উল্লিখিত মান বাম দিকের ভেরিয়েবলে যোগ করা হবে। যেমন num+=24 এর ফলে num ভ্যারিয়েবলের সাথে ২৪ যোগ হবে অর্থাৎ এর মান হবে ৪৮। যেহুতো আগে মান ছিল ২৪
-= ডানদিকে উল্লিখিত মান বাম দিকের ভেরিয়েবলে বিয়োগ করা হবে। যেমন num-=24 এর ফলে num ভ্যারিয়েবলের সাথে ২৪ বিয়োগ হবে অর্থাৎ এর মান হবে ২৪। যেহুতো আগে মান ছিল ৪৮
*= ডানদিকে উল্লিখিত মান বাম দিকের ভেরিয়েবলে গুণ করা হবে। যেমন num*=2 এর ফলে num ভ্যারিয়েবলের সাথে ২ গুণ হবে অর্থাৎ এর মান হবে ৪৮। যেহুতো আগে মান ছিল ২৪
/= ডানদিকে উল্লিখিত মান বাম দিকের ভেরিয়েবলে ভাগ করা হবে। যেমন num/=4 এর ফলে num ভ্যারিয়েবলের সাথে ৪ ভাগ হবে অর্থাৎ এর মান হবে ১২। যেহুতো আগে মান ছিল ৪৮।
%= বামদিকের ভ্যারিয়েবলকে ডানদিকের মান দিয়ে ভাগ করে যে ভাগশেষ থাকবে তাই হবে সেই ভ্যারিয়েবলের মান। যেমন - num%=৫ লেখা হলে এর মান দাঁড়াবে ২ (১২%৫= ২)। যেহুতো আগে মান ছিল ১২।
<<= ডানদিকে উল্লেখিত মান অনুসারে বামদিকের ভ্যারিয়েবলকে লেফট শিফট করা হবে। 
>>= ডানদিকে উল্লেখিত মান অনুসারে বামদিকের ভ্যারিয়েবলে রাইট শিফট হবে।
>>>= জিরো ফিল্ড রাইট শিফট ঘটে। 
&= ডানদিকে নির্দেশিত মান অনুসারে বামদিকের ভ্যারিয়েবলের সাথে বিটওয়াইজ এন্ড যোগ করে।


= অপারেটর




+= অপারেটর




-= অপারেটর




*= অপারেটর




/= অপারেটর




%= অপারেটর