Present Tense Bangla Present tense কাকে বলে উদাহরণ সহ তার যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা

Loading... Present Tense Bangla Present tense কাকে বলে উদাহরণ সহ তার যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা

Loading...

Present Tense

Present Tense এর চারটি রূপ রয়েছে যথা : 
  1. Present Indefinite Tense/Simple Present Tense (সাধারন বর্তমান কাল):

Present Indefinite Tense/Simple Present Tense কাকে বলে?

যে ধারা অনিদিষ্ট বর্তমানে কোনো কাজ করা অথবা চিরসত্য অথবা অভ্যাসগত কোনো কর্মকে বুজায় তাকে Present Indefinite Tense/Simple Present Tense বলে।

Present Indefinite Tense চেনার দুটি সহজ উপায়:

প্রথম উপায়: বাংলায় ক্রিয়ার শেষে অ, আ, ই, ও, এ, করি, কর, করিস, কয়, করে, করেন, এন, যাই, আয়, যাও, যান, যাস, এস, পড়, পড়ে, পড়েন, ধরে, পড়িস, ঘুমায়, ঘুমাও, আন, ঘুমান, ইত্যাদি থাকে।
দ্বিতীয় উপায়টি হলো : যে কথাটি বলা হয়েছে তার কাজটি হতেও পারে আবার নাও হতে পারে।

চলুন এবার এগুলো উদাহরণের সহজে বুঝার চেষ্টা করি:
  1. সে মাছ ধরে। 
  2. সে প্রতিদিন স্কুলে যায়। 
  3. শুভ খেলা করে।  

এখানে তিনটি বাক্য ভালো ভাবে খেয়াল করলে দেখি প্রথম বাক্যটির "ধরে" আছে এবং সে মাছটি ধরতেও পারে এবার নাও ধরতে পারে। দ্বিতীয় বাক্যটি "যাই" উল্লেখ রয়েছে এবং সে স্কুলে যেতেও পারে আবার নাও যেতে পারে। তৃতীয় বাক্যটির ক্ষেত্রে "করে" উল্লেখ রয়েছে এবং সাব্বির খেলা করতেও পারে আবার নাও খেলতে পারে।

সূত্র : subject(sub)+ মূল verb এর Present form(v1) + object(obj)

  1. I(sub) catch(v1) fish(Obj)- আমি মাছ ধরি
  2. You(sub) work(v1) so-hard(Obj) - তুমি এত পরিশ্রম কর
  3. He(sub) catches(v1) fish(Obj)- সে মাছ ধরে
তিন নম্বর বাক্যটি লক্ষ্য করলে দেখবেন verb এর  শেষে es যুক্ত হয়েছে কারণ সাবজেক্টটি থার্ড person singular number। যদি subject- 3rd person singular number হয় তাহলে verb এর  শেষে s বা  es যুক্ত হবে।

3rd person চিনার উপায়: "আমি তুমি ছাড়া এই ভুবনে যারা 3rd person তারা।"  যেমন: He, They, Them,she etc

Present Indefinite Tense এর ব্যবহার

  1. The Boy Plays well - ছেলেটা ভালো খেলে
  2. The wind blows hot - গরম বাতাস বইছে
  1. The sun rises in the east- সূর্য পূর্ব দিকে উঠে
  1. I wake up every morning - আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি
  1. Ramadan begins in the next month Often - পরের মাস থেকে রমজান শুরু হবে
  1. He goes to the mosque on only Fridays - সে শুধুমাত্র শুক্রবারে মসজিদে যায়। 
  2. Children usually enjoy reading about the Prophet (PBUH) -শিশুরা সাধারণত নবী (সাঃ) সম্পর্কে পড়তে উপভোগ করে
  1. Prophet Muhammad (PBUH) said that “Verily, it is one of the respects to Allah to honor an old man.” - মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, "নিঃসন্দেহে একজন বৃদ্ধকে সম্মান করা আল্লাহর কাছে অন্যতম সম্মান।"
  1. Nabab Siraj ascends the throne - নবাব সিরাজ সিংহাসনে আরোহণ করেন
  1. Learn about Present Tense from us - আমাদের কাছ থেকে Present Tense সম্পর্কে শিখুন
  1. If he wants, I'll give him some money.
  1. I promise never to talk to you again -  আমি কথা দিচ্ছি তোমার সাথে আর কথা বলব না
  1. I shall wait until you come back
  2. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল):

Present Continuous Tense কাকে বলে ?

যে Tense দ্বারা বর্তমানকালে কোন কাজ অনবরত চলতেছে এরূপ বুঝায় তাকে Present continuous Tense বলে।

Present Continuous Tense চেনার দুটি সহজ উপায়:

উপায়: বাংলায় ক্রিয়ার শেষে  তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছ, ছেন, ইতেছে, ইতেছি, ইতেছ ইত্যাদি থাকে।
  1. আমি নবীদের জীবনী পড়ছি - I am reading a biography of a prophet

এখানে "পড়ছি" এর "ছি" রয়েছে 

সূত্র : subject(sub)+ am/is/are/ + মূল verb এর Present form(v1) + ing + other

  1. I(sub) am reading(v1+ing)
  2. you(sub) are reading(v1+ing)
  3. He(sub) is reading(v1+ing)

Present Continuous Tense এর ব্যবহার

  1. I am leaving the day after tomorrow - আমি পরশু চলে যাচ্ছি
  1. Shanto is working on the examination - শান্ত কাজ করছে পরীক্ষা নিয়ে
  1. The crow is always disturbing me - কাকটি সবসময় আমাকে বিরক্ত করে
  1. The population of Dhaka is increasing day by day - ঢাকার জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে 
  2. The earth's weather is increasing hot - পৃথিবীর আবহাওয়া গরম বাড়ছে
  3. Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল):

Present Perfect Tense কাকে বলে ?

যে Tense দ্বারা বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে তাকে Present Perfect Tense বলে।

Present Perfect Tense চেনার সহজ উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে করিনি, করি নাই, খাইনি, খাই নাই এছ, এছ, এছে, য়েছি য়াছ, য়াছে, য়েছে য়াছি, য়াছে, য়াছেন, য়েছেন য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি থাকে।
  1. আমি ভাত খেয়েছি ।
  2. সে স্কুলে গিয়েছে ।

সূত্র : subject(sub)+ Have/Has + মূল verb এর Past participle form(v3) + other

  1. I(sub) have eaten(v3) rice(other) - আমি ভাত খেয়েছি
  2. He(sub) has gone(v3) to college(other) - সে কলেজে গিয়াছে

Present Perfect Tense এর ব্যবহার

  1. I have just seen the message - আমি এইমাত্র বার্তাটি দেখেছি
  1. He has been a lecturer since 1995 - তিনি ১৯৯৫ সাল থেকে একজন প্রভাষক ছিলেন
  1. He has been spent many years in our house - তিনি আমাদের বাড়িতে অনেক বছর কাটিয়েছেন 
  1. I have already written the application - আমি ইতিমধ্যে আবেদন লিখেছি
  2. Have you ever visited Netrokona - আপনি কি কখনো নেত্রকোনায় গেছেন?
  3. I have just woken up - আমি মাত্র ঘুম থেকে উঠেছি
  4. Present Perfect Continuous Tense (পুরাঘটমান বর্তমান কাল):

Present Perfect Continuous Tense কাকে বলে?

যে Tense দ্বারা অতীত কালে শুরু হয়ে বর্তমানেও চলতেছে তাকে Present Perfect Continuous Tense বলে।

Present Perfect Tense চেনার সহজ উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে ছ তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্ ছু, ছে, ছেন, চ্ছে, ছি ইত্যাদি থাকে।
  1. সকাল থেকে তুফান হচ্ছে । 

সূত্র : subject(sub)+ Have been/Has been + মূল verb এর Present form(v1) + ing + other

  1. it(sub) has been raining since morning - সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

Present Perfect Continuous Tense এর ব্যবহার

  1. It has been raining since 5 pm - বিকেল ৫টা থেকে বৃষ্টি হচ্ছে
  1. I have been living in this house for five years - আমি পাঁচ বছর ধরে এই বাড়িতে থাকি