জাভাস্ক্রিপ্ট Arithmetic অপারেটর | জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল: পর্ব- ৬

03 May, 2022

জাভাস্ক্রিপ্ট Arithmetic অপারেটর | জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল: পর্ব- ৬

Arithmetic অপারেটর
গাণিতিক যেকোনো হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয় Arithmetic অপারেটর। নিম্নরূপ:
প্রতীক  অর্থ 
+ যোগ, যেমন a = ৭+৫+৩ হলে a এর মান ১৫
- বিয়োগ, যেমন b = ১৮-৭ হলে b এর মান ১১ 
* গুন 
/ ভাগ 
% মডুলাস, ভাগের ভাগশেষের মান নির্ধারণ করে। যেমন a = ১০ %৩ হলে a এর মান ১
- Positive নাম্বারের মান negative ও negative সংখ্যার মান positive করে।  যেমন a = 1 হলে a নেগেটিভ(-) বসলে এর মান -১ আবার, -১ এর আগে নেগেটিভ(-) বসলে হবে +১।
(যেহুতু -- = +) 
++ এক করে মান বাড়ে।  x এর মান ৪ হলে এর পরে x++ হলে x এর মান দাঁড়ায় ৫ 
-- এক করে মান কমে।  x এর মান ৪ হলে এর পরে x-- হলে x এর মান দাঁড়ায় ৩ 
++X X এর মান রিটার্ন করা হবে এবং তারপর এর মান এক করে বাড়ানো হবে। 
X++ X এর মান এক করে বাড়ানো হবে এবং তারপর এর মান রিটার্ন করা হবে।
--X x এর মান রিটার্ন করা হবে এবং তারপর এর মান এক করে কমানো হবে।
X-- x এর মান এক করে কমানো হবে এবং তারপর এর মান রিটার্ন করা হবে। 


Arithmetic operations in javascript examples:
 
Javascript addition  




Javascript subtraction  




Javascript multiplication
 




Javascript division  




Javascript Remainder  



Javascript Adding with Subtracting