03 May, 2022
| প্রতীক | অর্থ |
| + | যোগ, যেমন a = ৭+৫+৩ হলে a এর মান ১৫ |
| - | বিয়োগ, যেমন b = ১৮-৭ হলে b এর মান ১১ |
| * | গুন |
| / | ভাগ |
| % | মডুলাস, ভাগের ভাগশেষের মান নির্ধারণ করে। যেমন a = ১০ %৩ হলে a এর মান ১ |
| - | Positive নাম্বারের মান negative ও negative সংখ্যার মান positive করে। যেমন a = 1 হলে a নেগেটিভ(-) বসলে এর মান -১ আবার, -১ এর আগে নেগেটিভ(-) বসলে হবে +১।
(যেহুতু -- = +)
|
| ++ | এক করে মান বাড়ে। x এর মান ৪ হলে এর পরে x++ হলে x এর মান দাঁড়ায় ৫ |
| -- | এক করে মান কমে। x এর মান ৪ হলে এর পরে x-- হলে x এর মান দাঁড়ায় ৩ |
| ++X | X এর মান রিটার্ন করা হবে এবং তারপর এর মান এক করে বাড়ানো হবে। |
| X++ | X এর মান এক করে বাড়ানো হবে এবং তারপর এর মান রিটার্ন করা হবে। |
| --X | x এর মান রিটার্ন করা হবে এবং তারপর এর মান এক করে কমানো হবে। |
| X-- | x এর মান এক করে কমানো হবে এবং তারপর এর মান রিটার্ন করা হবে। |