সরকারি ড্রাইভার নিয়োগ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

সরকারি ড্রাইভার নিয়োগ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (LDDP) এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার (১৬ তম গ্রেডভূক্ত, Support Staffs) শূণ্যপদে নিয়োগ/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইট-এ (www.lddp.portal.gov.bd) নির্ধারিত ফরম ডাউনলোড করে স্বহস্তে পুরণকৃত আবেদনপত্র আহবান করা যাচ্ছে। 

  • পদ সংখ্যা 
  • ৩৬০
  • আবেদনকারীর বয়স 
  • ১২/০৫/২০২২ ইং তারিখ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর
  • শিক্ষাগত যোগ্যতা
  • অষ্টম শ্রেণী পাশ
  • যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না
  • খাগড়াছড়ি বান্দরবন, রাঙামাটি
  • মাসিক সাকুল্য বেতন
  • ৩০,০০০০/= (ত্রিশ হাজার টাকা)
  • আবেদনের শেষ সময় 
  • ১২ মে ২০২২ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে
অভিজ্ঞতা/প্রযোজনীয় যোগ্যতা
ক) সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে রাঙ্গামটি, খাগড়াছড়ি (কম বা বেশী হতে পারে) ১৮-৪৫ বছর (বয়স প্রমাণের জন্য কোনরূপ এফিডেভিট গ্রহণযোগ্য নয়) 
খ) এছাড়াও পূর্ণ প্রতিবেদন, সময়সূচী এবং গাড়ির লগবুই পুরণ করার সক্ষমতা থাকতে হবে গ) প্রার্থীর BRTA কর্তৃক প্রদত্ত নূন্যতম হালকা যান চালানোর হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে 
ঘ) প্রার্থীকে যেকোন সরকারি/ বেসরকারি/ আধাসরকারি/ স্বায়ত্তশাসিত/বৃহৎশিল্প/বাণিজ্যিকপ্রতিষ্ঠান/স্বনামধন্য ব্যক্তির গাড়ি চালনাসহ রক্ষণাবেক্ষণ কাজে নুন্যতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে) 
ঙ) উপর্যুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহন করা হবে। 
চ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে শারিরীক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র দাখিল করতে হবে 
ছ) প্রার্থীকে সৎ, পরিশ্রমী, সুঠাম দেহী, উত্তম চরিত্রের অধিকারি ও বিশ্বস্ত হতে হবে


শর্ত ও নিয়মাবলীঃ 
  • আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক নিম্নস্বাক্ষরকারীর ঠিকানায় আগামী ১২/০৫/২০২২ খ্রি. তারিখ রোজ বৃহ:বার বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। 
  • সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। 
  • আবেদনপত্র সম্বলিত খামের উপর স্পষ্টাক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে (খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে) 
বাকি তথ্যাবলী নিম্নে দেওয়া হলো.....


ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 2022, সরকারি ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি, ড্রাইভার নিয়োগ ২০২২, ড্রাইভার নিয়োগ 2022, মন্ত্রণালয়ে ড্রাইভার নিয়োগ ২০২২, ড্রাইভার নিয়োগ পত্র, ড্রাইভার, ড্রাইভার নিয়োগ, প্রাইভেট ড্রাইভার নিয়োগ 2022, ড্রাইভার নিয়োগ দেওয়া হবে।, ড্রাইভার পদে নিয়োগ 2022, নতুন ড্রাইভার চাকরি নিয়োগ, ড্রাইভার চাকরি নিয়োগ ২০২২, ড্রাইভার চাকরি নিয়োগ চলছে, ৮ম পাশে ড্রাইভার চাকরি নিয়োগ, ড্রাইভার চাকরি