সরকারি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি  ২০২২ (৮১ পদ)

07 May, 2022

সরকারি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি ২০২২ (৮১ পদ)

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক পরিচালিত স্টাফবাস সার্ভিস কর্মসূচি এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিম্নোক্ত বিভিন্ন ক্যাটাগরির পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে: 

  • সংস্থা: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড 
  • ক্যাটাগরি: ০৯ 
  • শূন্যপদের সংখ্যা: ৮১ টি
  • আবেদন ফি: ২০০/= ও ৩০০/= টাকা
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • আবেদন মাধ্যম: ডাকযোগ
  • আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২২

পদের নাম: গাড়িচালক 
৯,৭০০-২৩,৪৯০/- 
(গ্রেড-১৫) 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
  • অষ্টম শ্রেণি/জেএসসি/জেডিসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী/মাঝারি মটরযান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারী মটরযান চালনায় বৈধ লাইসেন্সধারী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। 


পদের নাম: টিকেট চেকার 
৯,৩০০-২২,৪৯০/- 
(গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
  • এইচ.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে খ্যাতনামা যানবাহন চলাচল প্রতিষ্ঠান হতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। 

পদের নাম: বাস হেলপার 
৮,২৫০-২০,০১০/- 
(গ্রেড-২০) 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
  • অষ্টম শ্রেণি/জেএসসি/ জেডিসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। 

পদের নাম: মেকানিক হেলপার 
৮,২৫০-২০,০১০/- 
(গ্রেড-২০) 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি/জেএসসি/ জেডিসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 

পদের নাম: দারোয়ান 
৮,২৫০-২০,০১০/- 
(গ্রেড-২০) 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
  • অষ্টম শ্রেণি/জেএসসি/জেডিসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সু-স্বাস্থ্যের অধিকারী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র 

পদের নাম: কম্পিউটার অপারেটর কাম প্রশিক্ষিকা 
১১,০০০-২৬,৫৯০/- 
(গ্রেড-১৩) 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
  • ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; 
  • খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট standard Aptitude Test এ উত্তীণ হতে হবে।


পদের নাম: প্রশিক্ষিকা (সেলাই, কাটা-ছাটা, ফুল তােল ও উলবুনন) 
৯,৩০০-২২,৪৯০/- 
(গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
  • কোন অনুমোদিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড হইতে সাটিফিকেট প্রাপ্ত হতে হবে। তবে প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক/সমমান সরকার অনুমোদিত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ের উপর দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের সনদ প্রাপ্ত হতে হবে। এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। 

পদের নাম: ম্যাসেঞ্জার 
৮,২৫০-২০,০১০/- 
(গ্রেড-২০) 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
  • অষ্টম শ্রেণি/জেএসসি/জেডিসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সু-স্বাস্থ্যের অধিকারী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। 

পদের নাম: দারোয়ান 
৮,২৫০-২০,০১০/- 
(গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 
  • অষ্টম শ্রেণি/জেএসসি/জেডিসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সু-স্বাস্থ্যের অধিকারী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।


bd job circular today, govt job circular 2022 bangladesh, recent govt job circular 2022, recent job circular 2022, govt job circular 2022, govt job circular 2021 bangladesh, job news, all govt job circular 2022, private job circular 2022, sorkari job circular 2022, government job circular, bd govt job, upcoming govt job circular 2022, hsc pass govt job circular 2022, bangladesh railway job circular 2021, recent job circular 2021, bd govt job circular 2022, government job circular 2022, bd job circular 2022, job circular, job circular 2022, new govt job circular, bd job circular, bd govt job circular 2022 today, bd govt job circular, new govt job circular 2022, all bd govt job circular recent, all govt job circular bd, all govt jobs circular bd, bd all govt job circular 2022, bd all new govt job circular 2022, bd govt job circular today, bd govt jobs circular today, bd jobs govt job circular, bd jobs govt job circular 2022, bd ongoing all govt job circular, current govt job circular bd, gov bd govt job circular 2022, govt bank job circular 2022 bd, govt job circular bd, govt job circular in bd, govt jobs circular bd, latest bd govt job circular, latest bd govt job circular 2022, latest government job circular bd, latest govt job circular 2022 bd, latest govt job circular bd, latest govt job circular in bd, online govt job circular bd, recent all govt job circular bd, recent govt job circular bd, recent govt job circular bd 2022, today govt job circular bd, weekly bd govt job circular