জাভাস্ক্রিপ্ট স্পেশাল অপারেটর - জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল: পর্ব- ১০

জাভাস্ক্রিপ্ট স্পেশাল অপারেটর - জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল: পর্ব- ১০

এখানে উল্লেখিত অপারেটরসমূহ ছাড়াও জাভাস্ক্রিপ্টে বেশ কয়েকটি স্পেশাল অপারেটর ব্যবহৃত হয় যার বর্ণনা নিচে দেয়া হলো: 

জাভাস্ক্রিপ্ট কমা (,) অপারেটর: 

এই অপারেটর দুটি এক্সপ্রেশনকে যাচাই করে এবং দ্বিতীয় এক্সপ্রেশনের মান নির্ধারণ করে। যেমন ধরা যাক আপনি লিখলেন x= (3+8), (6*2) তাহলে ক্রিপ্ট ইঞ্জিন দুটি এক্সপ্রেশনই যাচাই করবে এবং দ্বিতীয়টির মান গ্রহণ করবে, অর্থাৎ ভ্যারিয়েবল x এর মান হবে 12। 



জাভাস্ক্রিপ্ট delete অপারেটর: 

এই অপারেটরটি ব্যবহৃত হয় কোনো অবজেক্টের প্রপার্টি কিংবা কোনো অ্যারে থেকে নির্দিষ্ট মান মুছে ফেলার জন্য। যেমন delete Araayno(2) ব্যবহার করা হলে এটি Araayno অ্যারে থেকে তৃতীয় উপাদান মুছে ফেলবে। 




জাভাস্ক্রিপ্ট new অপারেটর : 

কোনো অবজেকষ্ট টাইপ তৈরি করার জন্য এই অপারেটর ব্যবহৃত হয়। যেমন - Var_Date= new Date() ব্যবহার করা হলে নৃতন ডেট টাইপের অবজেক্ট তৈরি হবে। 




জাভাস্ক্রিপ্ট typeof অপারেটর:

 কোনো মানের ডেটা টাইপ পাওয়ার জন্য এই অপারেটর ব্যবহৃত হয়। যেমন typeof 100 ব্যবহার করা হলে এটি ফল দেবে number । কারণ 100 একটি সংখ্যা। কিন্তু typeof Myschool ব্যবহার করা হলে ফল পাবো string। 




জাভাস্ক্রিপ্ট void অপারেটর: 

এটি কোনো মান রিটার্ন না করার জন্য ব্যবহার করা হয়।