তাপগতিবিদ্যা অধ্যায়ের সকল সূত্র সমূহ

25 Jun, 2022

তাপগতিবিদ্যা অধ্যায়ের সকল সূত্র সমূহ

তাপগতিবিদ্যা সূত্র সমূহ এইচএসসি Thermodynamics Hsc Formula
এইচএসসি পদার্থবিজ্ঞানে তাপগতিবিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ সূত্র সমূহ এখানে দেওয়া হলো। বোর্ড পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও কমন পড়বে নিচের এই সূত্র গুলি: 
 

প্রয়োজনীয় সূত্রাবলী:

W = JH .                      এখানে, W = কৃত কাজ, H = উৎপন্ন তাপ, এবং J = তাপের যান্ত্রিক সমতা। 
dQ=dU+dw.                 এখানে, dQ=গৃহীত তাপ, dU= অন্তঃস্থ শক্তির পরিবর্তন, dw = কাজ। 
dW=PdV                      এখানে, dW = সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ। 
dQ=CpdT                    এখানে, dQ=গৃহীত তাপ, Cp=স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, dT= তাপমাত্রার পরিবর্তন। 
dU=CvdT                    এখানে, dU=অন্তঃস্থ শক্তির পরিবর্তন তাপ, Cv=স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, dT= তাপমাত্রার পরিবর্তন। 
CP - CV =R               এখানে, Cp=স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, Cv=স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। 
y= CP/CV
P1V1y = P2V2y

         এখানে, n=ইঞ্জিনের দক্ষতা, Q1 = গৃহীত তাপ, Q2 = বর্জিত তাপ। 
            এখানে, T1 = উৎসের তাপমাত্রা, T2, = সিল্কের তাপমাত্রা।​​​​​​​

        এখানে, W = প্রতি চক্রে কার্লো ইঞ্জিন কতৃক কৃত কাজ। 

  এখানে, ds = এন্ট্রপির পরিবর্তন, T = তাপমাত্রা। ​​​​​​​
   এখানে, K = রৌদারেটরের কর্মসম্পাদন সহগ। ​​​​​​​

W=  nRTln(V2/V1)    এখানে, W= সমোষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের সমীকরণ


তাপগতিবিদ্যা সূত্র সমূহ তাপগতিবিদ্যা সূত্র সূত্র তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যা অধ্যায়ের সকল সূত্র সমূহ,তাপগতিবিদ্যা সূত্র সমূহ এইচএসসি এইচএসসি তাপগতিবিদ্যা সূত্র Thermodynamics Hsc Formula Hsc Formula tapgotibidda তাপগতিবিদ্যার সকল সূত্র pdf তাপগতিবিদ্যার সকল সূত্র hsc Hsc তাপগতিবিদ্যার সকল সূত্র।