01 Mar, 2022
বেশির ভাগ বাটন মোবাইলের নিয়োমাবলি একই। তবুও আমরা চেষ্টা করবো যাতে আপনার মোবাইলে কার্যকলাপের সাথে মিল রেখে যেন আপনি আপনার সমস্যা গুলি সমাধান করতে পারেন। হয়তো বর্তমানে বাটন মোবাইলের চাহিদা কম তাই এই সম্পকে আমাদের ধারনাও কিছু মানুষের নাও থাকতে পারে। নিম্নে এই সম্পর্কে সাধারণ সমস্যা গুলো নিয়ে আলোচনা করা হলো :
বাটন মোবাইলে দিয়ে টর্চ লাইট জ্বালানো :
প্রথমে আপনার মোবাইলের মেনু বাটনটি চাপুন। তখন সেখানে খুজুন যেখানে টর্চের একটি ছবির আইকন দেয়া আছে সেখানে সিলেক্ট করে ক্লিক করুন। তারপর আপনি সেখানে তিনটি অপশন দেখতে পাবেন "On, Sos, Off" ডিফল্ট ভাবে সেখানে Off অপশনে দেওয়া থাকে আপনি ওপরে উঠার বাটন অথবা নিচে নামার বাটন ক্লিক করে আপনাকে On অপশনে ক্লিক করতে হবে। এবং Sos অপশনের মাধ্যমে আপনার টর্চ লাইটটির বার্তি উঠা নামা করবে এতে ব্যাটারি খরচ কম হবে। তাছাড়া আপনি সরাসরি শূন্য বাটন অথবা মেনু বাটন চেপে ধরে বার্তি জ্বালাতে পারেন।
বাটন মোবাইলে দিয়ে ভাষা পরিবর্তন করা :
বেশির ভাগ সময় আমরা ভাষা পরিবর্তন করতে গিয়ে হিমশীম খেয়ে যাই। কারণ সব ইলেক্টিক ডিভাইসে আমরা ইংরেজি ভাষা দেখে অব্যস্ত হটাৎ অন্যান্ন ভাষা দেখলে আমরা বুজতে পারি না। এমনকি আমরা বাংলা লেখা থাকলেও আমরা বুজতে পারিনা। তাই আজকে এই সমস্যা থেকে কিবাবে সমাধান পাওয়া যাই এই সম্পর্কে জানবো। প্রথমে আপনার মোবাইলের মেনু অপশনে গিয়ে "সেটিং" আইকনে ক্লিক করুন পরে সেখানে খুঁজলে "ফোন সেটিং" অপশনে ক্লিক করুন সেখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন আপনি "ল্যাঙ্গুয়েজে সেটিং অথবা ভাষা পরিবর্তন" অপশনে ক্লিক করুন সেখানে "ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে" অপশনে গেলেই আপনি আপনার পছন্দের ভাষা চিহ্নিত করতে পারবেন।
কিভাবে কোনো ফোন নাম্বার ব্লক করতে হয় বা ব্লক খুলতে হয় :
কিভাবে ব্লক করবেন-
আপনি যে নাম্বারটি ব্লক করতে চান সেটি অবশ্যই আপনার মোবাইলে ফোন সেভ থাকতে হবে অথবা আপনার কল হিস্টোরিতে থাকতে হবে তবেই আপনি নাম্বারটি ব্লক করতে পারবেন ফোন নাম্বারটি টাইপ করে ব্লক করতে পারবেন না। যদি নাম্বারটি আপনার কল হিস্টোরিতে থাকে তাহলে সেখানে গিয়ে নাম্বারটি মেনুতে ক্লিক করে করে "Details" এ যান সেখানে "optione" এ ক্লিক করে নিচে দেখুন "Add to blacklist" এ গিয়ে "Ok" তে ক্লিক করলেই ব্লক হয়ে যাবে। যে নাম্বার সেভ করা রয়েছে সেক্ষেত্রে ভিকটিম নাম্বারটি সিলেক্ট করে "optione" এ লিক করে নিচে খুঁজলেই "Add to blacklist" অপশন পাবে সেখানে "ok" বাটনে চাপলেই ব্লক হয়ে যাবে। তাছাড়া আপনার মেনু বার থেকে "Call History" তে গিয়ে "Call Setting" এ যান তার পর নিচে দেখুন "Advanced Setting" সেখানে "Blacklist" অপশনে ক্লিক করে "Blacklist list" এ যান সেখানে অপশনে ক্লিক করে "New" বাটনে চাপুন পরে ভিক্টিমের নাম্বার লিখে "ok" দিলেই ব্লক হয়ে যাবে।
কিভাবে ব্লক খুলবেন-
আপনার মেনু বার থেকে "Call History" তে গিয়ে "Call Setting" এ যান তার পর সেখানে নিচে দেখুন "Advanced Setting" সেখানে "Blacklist" অপশনে ক্লিক করে "Blacklist list" এ যান সেখানে যে নাম্বারটি ডিলিট করতে চান সে গিয়ে "অপশনে" ক্লিক করে "Delete" বাটনে চাপুন পরে সে নাম্বারটি ডিলিট হয়ে যাবে।
কিভাবে মোবাইলে পাসওয়ার্ড দিবেন :
প্রথমে আপনার মোবাইলের মেনু অপশনে যান সেখানে গিয়ে সেটিং অপশনে গিয়ে ok বাটনে ক্লিক করুন সেখানে "Security setting" গেলে নিচে খোঁজা খোজি করলেই দেখবেন "Screen lock password" এ ক্লিক করে আপনার পছন্দ মতো যেকোনো পাসওয়ার্ড দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই হয়ে যাবে।
কিভাবে আপনার ইনকামিং কলটি অন্য ফোন নাম্বারে ডিভার্ট করবেন -
আপনি যাতে আপনার গুরুত্বপূর্ণ কলটি মিস না করতে চান এবং চান আমি না ধরলে অন্য নাম্বারে যেন কলটি চলে যায়, তাহলে আপনি প্রথমে আপনার মেনু অপশন থেকে ডাইরেক্ট "কল হিস্ট্রি" তে যান সেখানে "কল সেটিং" এ ক্লিক করুন তারপর দেখবেন "Call drivert" সেখান থেকে আপনার মোবাইলের সিম অপারেটরটি সিলেক্ট করুন। তারপর "Divert if unreachable" অথবা "Divert if not answered" অপশনে ক্লিক করুন পরে "Active" এ ক্লিক করুন পরে "Divert to number" সেখানে আপনি যে নাম্বারে কলটি ট্রান্সফার করতে চান সে নাম্বারটি দিন পরে "Ok" অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। আর ডিলিট করতে চাইলে যেখানে "Active" অপশন দেখেছেন ঐখানেই ডিলিট অপশনও রয়েছে। আর আপনার কাজটি হয়েছে কিনা দেখতে "Active" অপশনের নীচেই "status" রয়েছে কাজ রানিং তাকলে একটিভ বলবে আর না থাকলে ডিএক্টিভ বলবে।
নোকিয়া কিপ্যাড মোবাইলে সাইলেন্ট মুড রিমুভ করার উপায় :
যদি আপনি এমন একটি অদ্ভুত সমস্যার মধ্যে পড়েন যে আপনার মোবাইলে যে কেউ ফোন দিলে রিংটোন বেজে উঠে কিন্তু একটি বা দুইটি নাম্বার থেকে কল আসলে কোনো রিংটোন হয় না এরূপ সমস্যার ক্ষেত্রে-
প্রথমে আপনি আপনার মেনু বার থেকে সেটিং এ যান তারপর "Call setting" অপশনে ক্লিক করুন সেখানে আপনি দেখবেন নিচের দিকে "No screening" অপশন সেখানে সিলেক্ট করে যে নাম্বারটি ডিলিট করতে চান সেখানে সিলেক্ট করে অপশন এ ক্লিক করে ডিলিট করে দিন। দেখবেন আর সমস্যা হবে না।
স্যামসুং বাটন মোবাইলে নেটওয়ার্ক সমস্যা হলে -
প্রথমে আপনি আপনার মোবাইলে থেকে মেনু বাটনে চাপুন সেখানে "Application" অপশনে যান পরে সেখানে "Vodafone Service" এ যান। সেখান থেকে নিচে গেলে আপনি "International Roaming" থাকবে সেখানে ক্লিক করুন। প্রথমে আপনি "Vodafone" অপশনে ক্লিক করে দেখবেন আপনার নেটওয়ার্ক ঠিক হয়েছে কিনা আর যদি না হয় তাহলে "International" অপশনে ক্লিক করুন দেখবেন মোবিলিটি অটো রিবোর্ট হচ্ছে। তখন দেখবেন আপনার সমস্যাটি ইনশাল্লাহ দূর হয়ে যাবে।
Itel it2163 মডেলের Hard Reset কিভাবে করবেন :
প্রথমে আপনার itel বাটন মোবাইল থেকে মেনু বার চাপুন। সেখানে সেটিং অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। একটু নিচে খোজ খোজি করলেই দেখতে পাবেন "Restore factory setting" সেখানে একটি ইনপুট বক্স আসবে সেখানে "1234" অথবা "0000" অথবা "1111" ডায়াল দিয়ে "Ok" বাটনে চাপুন। দেখবেন আপনার মডেলটি হার্ড রিসেট হয়ে যাবে। মনে রাখবেন আপনি হার্ড রিসেট করলে আপনার মোবাইল সবকিছু ডিলিট হয়ে যাবে, আপনি মোবাইল নতুন কিনার সময় যেসব ফাংশন গুলি ছিল সেগুলো থাকবে।
স্যামসাং কিপ্যাড বা বাটন মোবাইলের Hard Reset কিভাবে করবেন :
স্যামসাং তাদের ব্যবহারকারিদের জন্য হার্ড রিসেট খুবই সহজ করে দিয়েছে। আপনি শুধু মাত্র ৮টি সংখ্যা ডায়াল করেই রিসেট করতে পারবেন। আপনি হার্ড রিসেট করতে ডায়াল করবেন "*2767*3855#" ডায়াল করলে আপনার মোবাইলটি ১ মিনিট সময় চাবে কিন্তু এতে ৫ মিনিট এর মতো সময় লাগতে পারে। মনে রাখবেন হার্ড রিসেট করলে মোবাইল সবকিছু ডিলিট হয়ে যাবে।
কিপ্যাড ফোন স্ক্রিন লাইট সবসময় চালু থাকলে -
এই সমস্যাটি আমাদের একটি কমন সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে আপনার বাটন মোবাইলের মেনু বার থেকে সেটিং অপশনে যেতে হবে। পরে সেখানে "Phone setting" অপশনটি সিলেক্ট করতে হবে তারপর সিলেক্ট করবেন "Display setting" সর্বশেষ আপনি সেখানে "Backlight" অপশনটি দেখবেন সেখানে হয়তো লেখা আছে "always on" আপনি শুধু মাত্র সেটি অফ করে দিতে হবে কিন্তু সবচেয়ে ভালো হবে আপনি ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড সিলেক্ট করলে।
আশা করি ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটটি দ্বারা আপনি উপকৃত হয়েছেন। ভালো লাগলে আবার আমাদের ওয়েবসাইটে আসবেন।