09 Sep, 2022
অভিনন্দন পত্র বা মানপত্র নবাগত ছাত্রছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে
নবাগত ছাত্রছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে একটি অভিনন্দন পত্র স্মারকলিপি বা মানপত্র রচনা
তোমার কলেজে নবাগত ছাত্রছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে একটি অভিনন্দন পত্র রচনা কর।
অথবা, তোমার কলেজে নবীন বরণ অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে একটি মানপত্র রচনা কর।
উত্তর:
মানপত্র
নবযাত্রী বন্ধুরা,
প্রাণের আকুলে এক সুন্দর প্রদীপ্ত আশার আলোক বহন করে তোমরা এসেছ ঐতিহ্যের ধারক মনিপুরী সেনা কলেজে । তোমাদের শুভাগমনে এই প্রতিষ্ঠানের সবুজ প্রাঙ্গণ আজ হয়েছে মুখরিত ও আলোকিত। আমরা হৃদয়ের সবটুকু আদর, ভালবাসা আর পরম স্নেহ দিয়ে তোমাদের অভ্যর্থনা জানাই। আজ থেকে তোমরা এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম আর গৌরবের সঙ্গে মিশে গেলে। আমরা সকলেই মিলে যাতে এই কলেজের সম্মান অক্ষুণ্ন রাখতে পারি তার জন্যে তোমাদের জানাই উদাত্ত আহ্বান।
অনুজ সাথীরা,
আজ থেকে শুরু হলো তোমাদের জীবনের এক নতুন অধ্যায়। এই অধ্যায়কে নিজেরা সমৃদ্ধ করার চেষ্টাই হোক তোমাদের একমাত্র সাধনা। এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পাবে সাধনার প্রাণদায়ী প্রেরণা যা আমরা গভীরভাবে বিশ্বাস করি। কেননা, জীবনের চলার পথপ্রদর্শকরূপে এখানে আছেন অনেক গুণী ও আদর্শবান অধ্যাপকমণ্ডলী। তাদের প্রদর্শিত আলোকিত পথ ধরে তোমাদের শুভ যাত্রা শুরু হোক এ কামনা করি।
উত্তরসূরি বন্ধুরা,
আমরা যারা পুরনো ছাত্রছাত্রী তারা অতি শিগ্রই এই কলেজের মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে যাব। তাই এই কলেজের গৌরবময় সম্মান সমুন্নত রাখার দায়িত্ব এখন থেকে আমাদেরই। তোমাদের জীবনের সাধনা এই কলেজের গৌরব ও সম্মান সমুন্নত রাখুক, পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা।
তারিখ : ফেব্রুয়ারী ১৩, ২০২৩ ইং
ঢাকা
তোমাদের অগ্রজপ্রতিম
মনিপুরী সেনা স্কুল এন্ড কলেজ