আফগানদের হোয়াইটওয়াশ করে আরো পয়েন্ট বাড়াতে চাই টাইগার টিম

27 Feb, 2022

আফগানদের হোয়াইটওয়াশ করে আরো পয়েন্ট বাড়াতে চাই টাইগার টিম

আগামীকাল ২৮ ফেব্রুয়ারী সকাল ১১ টা ঘটিকায় আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন আমাদের টাইগার ক্রিকেট বাহিনী। আফগানিস্তানের সাথে গত দুটি ম্যাচ খেলে জিতে তারা ২০ পয়েন্ট তাদের কোষাগারে জমা করতে পেরেছে। তারা বর্তমানে ১০০ পয়েন্ট নিয়ে  ওয়ানডের ভিতর সেরা দোল গুলোর মধ্যে প্রথম স্থানে অবস্থান করছে। আমরা সকলেই জানি এবারের ২০২৩ বিশ্ব কাপ আমাদের প্রতিবেশী দেশ ভারতে অনুষ্টিত হবে। সেখানে ১৩ টি দল খেলবে এবং সরাসরি বিশ্বকাপে অংশ নিবে ৭ টি দল। ভারত আয়োজক বলে তারা সরাসরি বিশ্বকাপ খেলবে। বাংলাদেশ যদি সরাসরি বিশ্বকাপে খেলতে চাই তাহলে তাদেরকে অবশ্যই এই বাকি ৬টি দলের মধ্যে থাকতে হবে। বর্তমানে ভারত বাদে বাকি শক্তিশালী দলগুলো হলো অস্ট্রলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্টেন্ডিস এবং শ্রীলংকা। এই ৭টি দলের ভিতরে থাকাটা বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জর। তবে বাংলাদেশ যেহুতো টপে রয়েছে তাহলে আমরা আশা করতেই পারি সামনের বিশ্বকাপে আমরা সরাসরি খেলতে পারবো। তাই আমাদের যত সম্ভব ততগুলো ম্যাচ জিতে আমাদের পয়েন্ট গুলো বাড়াতে হবে। আমরা ইতিমধ্যেই আফগানিস্তানের সাথে সিরিজ জয় করে নিয়েছি। কিন্তু সামনের আরেকটি ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সামনে যখন আমাদের দক্ষিণ আফ্রিকা সাথে তাদের মাঠে সিরিজ খেলা হবে তখন আমাদের পয়েন্ট তোলাটা খুবই কষ্টসাধ্য হবে। আফগানিস্তানও চাইবে না তারা গতকালকের ম্যাচটি হারুক কারণ তাদেরও বিশ্বকাপে টিকে থাকতে হলে প্রচুর পয়েন্ট দরকার। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচটি বাংলাদেশ চাপের মুখে জিতলেও দ্বিতীয় ম্যাচটিতে লিটন দাস ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ বড় ব্যবধানে জয় পায়। আগামীকালের তৃতীয় ম্যাচটি জিতলে বাংলাদেশ ১১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার সাথে খেলতে যাবে। বাংলাদেশের ইয়াংস্টার মেহেদি হাসান মিরাজ বলেন, সামনে আমাদেরদক্ষিণ আফ্রিকার সাথে খেলা তাই আমাদের বর্তমানে আগামীকালকের ম্যাচ নিয়ে চিন্তা করছি। যদি আমরা সেখানে ১০ পয়েন্টটি পায় তাহলে সামনে আমাদের যাত্রা সহজ হবে। আমরা জিতার ব্যাপারে ইতিবাচক রয়েছি কারণ গত দুটি ম্যাচ আমাদের আরো সাহস বাড়িয়ে তুলেছে। আমরা আফগানিস্তানের বিপক্ষে কোনো নেতিবাচক ধারণা করছি না। আমরা আমাদের সম্পূন টিম সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলায় জিতার চেষ্টা করবো। বিশকাপে সরাসরি কিন্তু ৭টি দলই পারফর্ম করবে তাছাড়া ভারত আয়োযোগ হিসাবে সরাসরি রয়েছে তাই আমাদের বাকি ৬টি দলের ভিতরে থাকাটা কঠিন । তাই আমাদের টার্গেট একটাই পয়েন্ট বারিয়ে সরাসরি বিশকাপে খেলা।