23 Dec, 2022
কোম্পানিতে চাকরি ছাড়ার দরখাস্ত লেখার নিয়ম
চাকরির ছাড়পত্র আবেদন
তারিখঃ ৫ /০৪/২০২৩ ইং
বরাবর
হেড অফ ট্রেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন
হানিফ কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ
৪থ তলা, হানিফ টি কে ভবন, ৩২ নম্বর কাজী সিরাজুল ইসলাম এভি, ঢাকা -১২৪৪।
বিষয়ঃ চাকুরী হতে অব্যাহতি চেয়ে আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি রায়হান রহমান আপনার প্রতিষ্ঠানের একজন “বিক্রয় প্রতিনিধি” হিসাবে কর্মরত আছি। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমার ব্যক্তিগত/পারিবারিক/যাতায়াত সমস্যার কারনে আগামী ২৫ /০৪/২০২৩ ইং তারিখের পর থেকে আর চাকুরী করা সম্ভব হচ্ছে না। তাই আমি আগামী ২৫ /০৪/২০২৩ ইং তারিখ চাকুরী হইতে অব্যহতি নিতে ইচ্ছুক।
অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, আমি আন্তরিকভাবে দুঃখিত উক্ত ২৫ /০৪/২০২৩ ইংতারিখ হইতে চাকুরী থেকে আমাকে অব্যাহতি দিতে মর্জি হয়।
বিনীত নিবেদক,
টাউন: ডিস্ট্রিবিউসন পয়েন্ট
রায়হান রহমান
আইডি নং: ৬৪৫৬৪৫৬১৪
Tags:
চাকরির ছাড়পত্র আবেদন, চাকুরী হতে অব্যাহতি চেয়ে আবেদন, সরকারি চাকরি হতে অব্যাহতি, সরকারি চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন, কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত, চাকুরী থেকে অব্যাহতি পত্র, চাকুরী থেকে অব্যাহতি পত্র pdf, অব্যাহতি পত্র ফরমেট, অব্যাহতি পদত্যাগ পত্র, গার্মেন্টস চাকরি হতে অব্যাহতি পত্র, চাকরির ছাড়পত্র নমুনা, resignation letter in the company in bengali