06 Jul, 2023
শুরুটা হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ এর মধ্যে দিয়ে। যেখানে বাংলাদেশ লজ্জা জনক ভাবে হেরেছে আফগানিস্তানের সাথে। তখনই প্রশ্ন উঠে ছিল তামিমের ফিটনেস বিষয় নিয়ে। তামিম আফগানিস্তান সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি শতভাগ ফিট নেই তবে তিনি খেলেই বুজতে চান তিনি কি রকম ফিট আছে। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি পাপন। তিনি বলেন এটা কি পাড়ার খেলা নাকি যে খেলে দেখতে হবে যে সে ফিট আছে কিনা। আর পরের দিন ৬ জুলাই ২০২৩ দুপুর ১২ টার দিকে আফগানিস্তান ও বাংলাদেশ সিরিজের নিয়ে আলোচনার জন্য সংবাদ সম্মেলন করার সময় তামিম ইকবাল অশ্রুসজল চোখ নিয়ে তাঁর অবসরের কথা সকলকে জানান। এমনকি সে বলেছে সে তাঁর পরিবারের সাথে কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এ সিদ্ধান্ত বিসিবিকে না বলেই নেয়া হয়েছে তাই বিসিবি ৮ জুলাই এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে বলবে তামিমের অবসরের বিষয় নিয়ে। তামিমে বিপরীতে মাঠে দেখা যাবে রনি তালুকদারকে।
তাঁর এই হটাৎ চলে যাওয়া নিয়ে কান্নার ডেউ বইছে তামিমের ভক্তদের মধ্যে। তামিমের ছোট বেলার কোচ তপন দত্ত তাঁর এই অবসর নিয়ে খুবই আফসোস করেন। তিনি বলেন তাকে কাঁন্নার মধ্যে দিয়ে আমরা তাকে বিদায় দিব কেন আমরা তাকে ফুলের মালা দিয়ে বিদায় দিব।
এখন কথা হচ্ছে হটাৎ তামিমের বিদায় কিভাবে সামলাবে বিসিবি। তামিম গত ৩ বছর ধরে বলে আসছে আমাদের শেষ বিশ্বকাপ এটি তাই আমরা এ বার বিশ্বকাপ নিব। দেখা যাক সামনে ক্রিকেটের বাংলাদেশের ভবিষৎ।